![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিলে তুমি আর হেসেছিল সবেএমন জীবন করো হে গঠনমরনে হাসিবে তুমি কাদিবে ভুবন
শাহবাগের আন্দোলনকারীদের দাবীর সাথে আমিও একমত। আমিও চাই রাজাকারদের ফাঁসি হোক। জামাত শিবিরের রাজনীতির রাজনীতি নিষিদ্ধ হোক। কিন্তু আরও কিছু দাবী তোলা উচিত ছিল আন্দোলনকারীদের আর তা হলো, দুর্নীতি বন্ধ হোক, রাজনীতিতে দুর্বিত্তায়ন বন্ধ হোক, রাজনীতির নামে সীমাহীন ভন্ডামী বন্ধ হোক। কিন্ত এদেশের রাজনীতিবিদরা কি পারবে? ভন্ড রাজনৈতিক ধারা থেকে বেড়িয়ে আসতে? বর্তমান শাহবাগের আন্দোলক কেন শুরু হলো, কিভাবে শুরু হলো, কারা শুরু করলো? এটা এখন দেশের সাধারণ মানুষের কাছে দিবালোকের মত পরিস্কার হতে শুরু করেছে। এই সরকারের অশুভ হস্তেক্ষেপেই কাদের মোল্লার ফাঁসির রায় না হয়ে যাবজ্জীবন কারাদন্ডের রায় হয়েছে। আবার তাদের মদদেই শাহবাগের আন্দোলন শুরু হয়েছে। তারাই পৃষ্ঠপোষকতা করছে, তারাই টাকা খরচ করছে আন্দোলনকারীদের খাওয়াতে। বর্তমান সরকার তাদের সীমাহীন দুর্নীতি ও ব্যার্থতা ঢাকতে জনগণের চোখ অন্যদিকে ফিরিয়ে নিতে এই অভিনব ব্যবস্থা করেছে। কোথায় শাহবাগ থেকে তো তত্বাবধায়ক সরকারের দাবী ওঠেনা? আওয়ামীলীগের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা রাজাকারদের বিরুদ্ধে কোন কথা ওঠে না? আস্তে আস্তে জনগণের সামনে সব কিছু পরিস্কার হতে শুরু করেছে। আওয়ামীলীগ যতই চালাকি করুক না কেন আগামী নির্বাচনে তার সমুচিত জবাব পাবেই। আজও বিশ্বজিতের আত্না চিৎকার করে বলে, “তোমরা সংখ্যা লঘুরা আর আওয়ামীলীগকে ভোট দিও না, কেননা, আওয়ামীলীগ ভন্ড, তারা আমার আকুতি শোনেনি, আমি চিৎকার করে বলেছিলাম আমি হিন্দু, আমি কোন রাজনীতি করি না। কিন্ত আওয়ামী দুর্বিত্তরা আমার কথা শোনেনি।
আমি আবারও সকল রাজাকারের ফাঁসি দাবী করছি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
প্রািন্ত বলেছেন: নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের ক্ষেত্র হিসেবে শাহবাগ আন্দোলকে মনে করছে সরকার।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
যাযাবরমন বলেছেন: এখন দেশের মানুষ বুঝতে পারছে।
দেশের মানুষ এত বুঝলে তো বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি থাকতো না, অনেক আগেই সিংগাপুর হয়ে যেতো
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
প্রািন্ত বলেছেন: এদেশের মানুষ রাজনৈতিক ভন্ডামীর শিকার। বলতে পারেন? কোন রাজনৈতিক দলটি ভাল? একটিও ভাল না। যদি ৫ বছর এদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং দুর্নীতি না হয় তাহলে আমরাই অন্যদেশকে ঋণ দিতে পারব। তবুও আশায় বুক বেঁধে আছি, যদি আমাদের প্রিয় মাতৃভূমির পরিচালকদের একদিন সুমতি হয়।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
ধমাধম বলেছেন: ঠিক বলেছেন।
আরও কিছু দাবী তোলা উচিত ছিল।
এই যেমন আমার ঘরে চুরি হয়েছে। এই চোর ধরার জন্য সারাদেশে আন্দোলনের ডাক দেয়াও উচিত ছিল।
আগামী নির্বাচনে কারে ভোট দিবেন?
গত কয়েক দিনে দেখা গেছে, ফাঁসি চাওয়ার পর তবে কিন্তু করা সব গুলা পাকিবীর্যজাত।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬
প্রািন্ত বলেছেন: ব্যঙ্গাত্নক মন্তব্য কাম্য নয়। তবে অবতারনা যখন করেছেন তখন বলি- কাদের স্বার্থে ঐ আন্দোলন? রাজাকার সমস্যাই কি দেশের বড় সমস্যা? দালালী চামচামী করলে এই জাতির ভাগ্যে কখনও ভাল কিছু হবে না।
আপনি কি শেষ লাইনটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন? তবে কি বলব আপনি ভাবীর্যজাত? আপনার মত কুলাঙ্গার মানুষ ব্লগের সুন্দর আলোচনা পরিবেশ নষ্ট করেন। আপনারা না সুশিল সমাজ? এই আপনাদের ভাষা? থু থু দেই অমন সুশিল সমাজের মুখে।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
আবু তাশফীন বলেছেন: ঠিক বলেছেন। শাহবাগ আন্দোলনের সরকারের কূটকৌশল। এখন দেশের মানুষ বুঝতে পারছে।