![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু বলা,কিছু করা,কিছু জানা বা জানার ইচ্ছা এগুলো সাময়িক। তাই শুধু কিছু না,এমন কিছু বলব,করব বা জানব যা চিরন্তন!
জীবনে আমরা অনেক কিছুই দেখি, শুনি, জানি, কিন্তু কতটুকু উপলধ্বি করতে পারি তা আমরা কেউ বলতে পারবো না। আমরা কখন কোথায় থাকবো তার কোন নিশ্চয়তা নেই। কারন জীবন আমাদের লাগামহীন ঘোড়ার মতো ছোটায়। কখন কোথায় বিরতি নেবে আদৌ নিবে নাকি তার কোন নিশ্চয়তা নেই। আমরা যতোই লাগাম টানার চেষ্ঠা করি না কেন, তা র লাগাম টানা আমাদের স্বধ্য নাই। তবে কেউ কেউ গন্ডি টানতে চায় কিন্তু তা
বোকামি ছাড়া আর কিছু নয়। যদি আমার মন্তব্য কেউ যানতে চাও, তাইলে বলব একবার গা ভাসিয়েই দেখোনা, জীবন তোমায় কোথায় নিয়ে যায়। এমনো তো হতে পারে, জীবন তোমাকে এমন পর্যায়ে নিয়ে গেল, যা তোমার স্বপ্নে দেখা কোন প্রত্যাশিত পর্যায়।
(to be continued..)
©somewhere in net ltd.