নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রার্থনাদ

মাইল পথ যেতে চাই ঘুমানোর আগে........

prarthonad

পেশাগত ভাবে ব্যাংকার হলেও... আজও সভ্য মানুষ হলাম না(রক্তে প্রচণ্ড সমস্যা আছে)......ক্লাস টিচারের আচরণ ভাল না লাগায় অষ্টম শ্রেণীতে ক্লাস করিনি/পরিক্ষাও দেই নি (প্রথম বার)......বাবা বিম্পির সেক্রেটারি থাকাকালীন আমি ছাত্রলীগ এর সেক্রেটারি ছিলাম...... আগের ব্যাংক এর মানেজার এর সাথে কম্প্রোমাইজ করিনি (হিসাব অনুযায়ী চাকরী গেছে)...... এখন আমি জানি আমাকে কি করতে হবে........তোমরা শুধু সঙ্গ দিও.........

prarthonad › বিস্তারিত পোস্টঃ

তসলিমা নাসরিন কোথায় থাকবে??? পার্ট ১

২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৬

আমাদের মতামতগুলিকে আমরা যে যার মত করে উপস্থাপন করি।

কেউ কেউ সক্রেটিস এর মত মুখে প্রচার বা উপস্থাপন করে।আবার সালমান রুশদীর মত অনেকেই লিখে প্রকাশ করে।

সেই আদিম কাল থেকে আমরা একটি ব্যাপার পর্যবেক্ষন করে আসছি যে মানবতাবাদী মানুষেরা তাদের নিজেদের সমাজ বা সময়ে বরাবরই লাঞ্চিত হয়ে এসেছে।বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে দিনের পর দিন আপন জন্মভুমি ছেড়ে থাকতে হয়েছে।

বিভিন্ন ধর্মগ্রন্থে তো প্রচুর উদাহরন আছে।

আমি সেদিকে যাব না...

আমাদের বাস্তব জগতেও আমরা এমন উদাহরন অতীতে দেখতে পেয়েছি।

সক্রেটিস কে পাগল বলে হত্যা করা হয়।

এরিস্টটল লুকিয়ে ছিলেন।

আইনস্টাইন জার্মান ছেড়েছিলেন।

এমন শত শত উদাহরন আমরা আগেকার যুগে দেখতে পাই।ঘটনাগুলো হয়তোবা সেই সেই যুগে মানিয়েছে।

মানিয়েছে কথাটাও পুরোপুরি ঠিক নয়।কারন পরবর্তী প্রজন্ম ঠিক ই তাদের ভুল বুঝতে পারে এবং ঐ সকল ব্যক্তি বর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে আজ অবধি।

এই যুগে লেখালেখি করার জন্য কাওকে দেশ ছাড়া করা সম্পূর্ণ বেমানান ।

আমি তো বলব এটি বেআইনি ও মানবতা বিরোধী এবং আদিম বর্বরতার সামিল।

২য় পার্ট এখানে...

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.