![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দু'চোখ যেন ঝলসে গেছে চন্দ্রালোকের বিষে! তারপর আহা... বাদুড়ের সহবাস-- ইঁদুরের চোখ বুনোঘাস শুধু বুনোঘাস...
সবকিছুর পাশাপাশি একটা অসহযোগ আন্দোলন চালালে কেমন হয়? আমি এবং আমার পরিবার আজ থেকে জামায়াতসহ সকল রাজাকারগোষ্ঠীকে সকল ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বর্জন করলাম। অসুস্থতার ছলে ইবনে সিনার সাহায্য নেবো না, বিডি ফুডসের পণ্য ক্রয় করবো না, রাজাকারদের মদদে চালিত কোনো ব্যাংকে অ্যাকাউন্ট পর্যন্ত খুলবো না। এই আন্দোলনে অংশগ্রহণ করলে দেখা যাবে ওরা কোন বাপের টাকায় ফুলে ওঠে। তাই জনশক্তি প্রয়োজন। আমার সচেতন বন্ধুরা এগিয়ে আসুন। শাহবাগে আমার বন্ধুদের অবস্থান সফল হোক। আমিও আছি।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
চনদ্র্রমানব বলেছেন: মালাউনরা মুসলিম দোকান থেকে কিছুই কিনেনা, এটা নতুন কি? ভারতে চলে যান, আরও সহজে কাজগুলো করতে পারবেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
প্রত্নপ্রতিম মেহদী বলেছেন: হাঃ হাঃ হাঃ........কথাটা একটু ভুল বললেন। শুদ্ধ করে দিচ্ছি:
"সচেতনরা ছাগুদের দোকান থেকে কিছু কিনে না"
ত্রুটি মার্জনীয়।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
টি_মৃদুল বলেছেন: সহমত ওদের ব্যবসা প্রিতষ্ঠানের একটা তািলকা দরকার .. এটা ছড়ানো দরকার
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
এ জাফর বলেছেন: শাহবাগের উপস্থিতি দেখে আমি হতাশ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
প্রত্নপ্রতিম মেহদী বলেছেন: হতাশ? আপনার হতাশা সম্পর্কে যদি খানিকটা আলোকপাত করতেন, সুবিধে হতো।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
খুব সাধারন একজন বলেছেন: সাপোর্ট দিয়া গেলাম ভাই।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
এ জাফর বলেছেন: আমি মনে করি এই পরিমান লোক সমাগম দিয়ে কোন দাবি আদায় সম্ভব নয়।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
প্রত্নপ্রতিম মেহদী বলেছেন: এটি আপনার ভ্রান্ত ধারণা। ৬৯ কিংবা ৯০-এ তৎকালীন দৃঢ় জনবলকে কেউ ঠেকাতে পারে নি। আজও পারবে না। লোক সমাগম বাড়বে।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
চলতি নিয়ম বলেছেন: ++
উপ্রের সাইদীর বাচ্চাটাকে কাঠাল পাতা দিয়ে গেলাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
প্রত্নপ্রতিম মেহদী বলেছেন: কাঁঠাল পাতায় কাজ হবে বলে মনে হয় না। এইসব ছাগুর বাচ্চারা গু আর রক্ত খাইয়া অভ্যস্ত।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
antaramitu বলেছেন: সহমত