![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ভন্ড কবি,
নই আমি কোন রথী মহারথী,
সারাদিন করি শব্দের খেলা,
মনে যত্তসব রঙ্গমেলা।
আমি এক ভন্ড কবি,
সারাদিন লিখে যায় সব আজগুবি,
অর্থহীন সব শব্দের মেলা,
সমাজের হুল ফোটানো সব রঙ্গ রসনা।
আমি এক ভন্ড কবি,
কেতাদুরস্ত সব কথার ছবি,
খেলা করে মোর কবিতার ছন্দে,
আমি থাকি সব সুযোগের ধন্দে।
আমি এক ভন্ড কবি,
সারাদিন ভাবি শুধু নিরবধি,
পাঠকেরা সব করে কলরব,
একুশের মেলায় হবে মোর নোটের উৎসব।
আমি এক ভন্ড কবি,
যোগ্যতা নেই মোর একরত্তি,
কবিতা লেখার সন্তমন,
আমি কোথাকার কোন নারায়ণ।
আমি এক ভন্ড কবি,
মনে আছে মোর কল্প ছবি,
হব কোন নারায়ণের সভাকবি
সুবিধাবাদী সব্যসাচী... .. .। ।
২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪১
প্রিপেইড বলেছেন: কি আর করা ভাই... .. .
মোর মন ভাল নাই... .. . মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৫৭
পোষ্টপেইড বলেছেন: ভন্ড কবি, অফিসে বইস্যা বোলগানি ভালা না
২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৭
প্রিপেইড বলেছেন: ভাই! আর কত গুতা খাই!! ভাল কোন গুলা একটু বলবেন... ...
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৩
জীবন্মৃত০১ বলেছেন: তুমি ভণ্ড কবি...সব শালাই ভণ্ড। কবি ভণ্ড, সাহিত্যিক ভণ্ড, মন্ত্রী ভণ্ড, এমপি ভণ্ড, আমলা ভণ্ড, কামলা ভণ্ড এমনকি আমিও ভণ্ড। জয় হোক ভণ্ডামির। জয় হোক কবি তুমার।
২৩ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১০
প্রিপেইড বলেছেন: জয়তু ভাইয়া... .. এটাই মোর চাওয়া। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৩
মোঃ আমিন বলেছেন: জয়......ভন্ডামির....... জয়...........!
২৩ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২৯
প্রিপেইড বলেছেন: হবে না নিশ্চয়... .. .
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:১৭
নষ্ট কবি বলেছেন: আমি ও ভন্ড
২৩ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩৩
প্রিপেইড বলেছেন: কথাটি শুনতে লাগল বড়ই তিক্ত... ..ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮
সুমন এম রহমান বলেছেন: ওয়াও...
স্বঘোষিত ভন্ড!
তোমার একি কান্ড..