নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রীতম ব্লগ

প্রীতম ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সবকিছু আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাক।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

অশান্ত পরিস্থিতি আবারো শান্ত হয়ে যাক। দোষী ব্যাক্তিরা শাস্তি পাক।

নাস্তিক্যবাদ ও মৌলবাদ নিপাত যাক।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: লেখাটা সরালেন কেন ? ভয় পান নাকি সামুকে ?

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

প্রীতম ব্লগ বলেছেন: লেখাটা সামুকতৃপক্ষ সরিয়ে দিয়েছেন। আসলেই বাক স্বাধীনতা কি জিনিস বুঝলাম না।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

প্রীতম ব্লগ বলেছেন: সামুগৃহ আসলেই রঙ্গীন। আমাদের বাঙ্গালরা কি বুঝবো। সত্য কথা বললেই পোষ্ট মুছে ফেলা হয়!!! সত্যিই সেলুকাস! বিচিত্র এই ব্লগ জগত

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

প্রীতম ব্লগ বলেছেন: *কর্তৃপক্ষ

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

নাজিয়া জামান বলেছেন: প্রতি ৬ জনে একজন নাস্তিক । যারা নাস্তিকের মুন্ডু খেতে চায় তারা যে ভেতরে ভেতরে নাস্তিক না এটা কে বলতে পারে ?
সুতরাং কত নাস্তিক মারবে ?

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: সামুই মুছে দিল ? লেখার কন্টেন্ট তো ভাল ছিল । প্রতিবাদ করুন সামুর সাথে । স্ক্রীনশট থাকলে প্রকাশ করে প্রতিবাদ জানান ।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

প্রীতম ব্লগ বলেছেন: সামুতে এসে আজ আমার কাছে বাকস্বাধীনতার আসল রহস্য উন্মোচিত হল। আজ থেকে মাস খানিক আগেও বাকস্বাধীনতার দোহাই দিয়ে যারা ইসলামের বিরুদ্ধে নোংরা ভাষায় লেখত। তাদের পোষ্টগুলি ফুলিয়ে ফাপিয়ে খুব যত্নের সাথে সামুতে লালিত পালিত হতো। সত্যি সেলুকাস।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: ঐ যে সামুর কলিজাতে হাত দিয়েছিলাম । তাদের পিয়ারের নাস্তিক ব্লগারদের দিয়ে সামুর ১২টা বাজিয়েছে । সামুর চেহারা ভিন্ন ।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

প্রীতম ব্লগ বলেছেন: নাজিয়@আহ কি চমৎকার নাস্তিকীয় বয়ান!!!

পাগল সবাইকেই পাগল বলে মনে করে।

লাল পানি খেয়ে শেষ মেশ বমিটা এখানেই করলেন? এই ছিলো সামুর কপালে??/

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: জানা সহ মডারেটরের কাছে প্রশ্ন, আমাকে আর কত কাল বিনা কারনে ব্যান করে রাখবেন ?? আমার লেখা প্রথম পাতা্য় যায় না কেন ? ব্যানেই যদি করবেন, তাহলে হাফ ব্যান করেন কেন ? ফুল ব্যান করেন । গত ৫/৬ বছরে আমার ৮/১০টা নিক ব্যান করেছেন । আর ও নিক ব্যান করবেন ??

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

প্রীতম ব্লগ বলেছেন: জবাব চাই, দিতে হবে।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: জানা এখন নাক ডেকে ঘুমাচ্ছে , মডু ডিউটি করতেছে কঠিনভাবে । ভাইরে আমারে সামু যেই ভাবে মাইর দিছে , বলার মত না । নিক গুলি খাইয়া আমারে শেষ কইরা দিছে । জানা একটা হিংস্র বাঘিনী ।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

প্রীতম ব্লগ বলেছেন: নাজিয়া@ আপনি কত বছর ধরে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগে চাকুরী করছেন? কি ভাবে জানেন ছয়জনে একজন নাস্তিক?

আমিতো খুব ভালোভাবেই জানি প্রতি ৬ লক্ষেও একজন নাস্তিক নেই। নাস্তিকদের এই বৈশিষ্ঠ্যটি আমার জানা ছিলো না যে সকল নাস্তিকরাই মিথ্যাবাদী। এই বৈশিষ্টটি সকলকে জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.