![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিং! ক্রিং!!
ক্রিং! ক্রিং!! ক্রিং!!!
রিং বেজেই চলেছে সেই কখন থেকে ল্যান্ড ফোনে। হঠাত মনে হলো ফোনটা ধরা দরকার তখন ই দৌড়ে ফোনের কাছে গেলাম ফোনের রিসিভার তুলললাম
- হ্যালো!!!
কে বলছেন প্লিজ?
অপরপ্রান্ত থেকে মেয়ের কন্ঠে হাসির আওয়াজ ভেসে আসতে লাগল।
অট্টহাসি!!! এই যেনো কোন সাধারণ মেয়ের হাসি না। হাসির ধরণ শুনে মনে হচ্ছে বয়স হবে হয়তো ৩০/৪৫ বয়সের কোন এক নাড়ি।
আবার জিজ্ঞেস করলাম
- হ্যালো!!!
শুনতে পাচ্ছেন কি??? কে বলছেন আপনি???
ততক্ষনে হাসির আওয়াজ যেন ক্রমশ বেড়েই চলছে।!!!
এখন মনে মনে খুব রাগ হচ্ছে আবার কৌতুহল অ বেড়েই চলছে! কে হতে পারে?
পরক্ষনেই মনে পড়ল আচ্ছা রুপা না তো???
ভার্সিটিতে যাওয়ার সময় লোকাল বাস এ পরিচিত হয়েছিলাম এক মধ্যবয়সী নাড়ীর সাথে।
প্রায় এ দেখা হতো তিনি অফিস শেষ করে বাসায় যাচ্ছেন আর আমি ক্লাস শেষ করে বাসায় ফিরছি। খুব গল্প করতাম বাসায় ফিরতে যতক্ষন বাসে একসাথে পাশাপাশি বসতাম।
পরক্ষনেই আবার মনে হলো আমি তো রুপাকে আমাদের ল্যান্ড ফোনের নাম্বার দেই নি তাহলে কল করবে কি করে???
চিন্তা করতে করতে মাথা চিন চিন ব্যাথা করছে। একপ্রকার বিরক্ত হয়েই বললাম
- আচ্ছা আপনি কে পরিচয় টা যদি দিতেন তাহলে ভালো হতো না হলে আমি রিসিভার টা রেখে দিবো!!!
এতক্ষনে হাসি থেমে বলল আমাকে চিনতে পারছ না!!!
- না আমি চিনতে পারছি না।
তখন বলল "আমাকে তুমি একটু আগেই স্মরন করেছো। আমি তোমার ঘুম, তুমি এখন খুব ক্লান্ত তোমার ঘুম দরকার! আমি তোমার চোখের পাতায় ঘুম হয়ে যাবো"
তখন হুট করেই মনে হলো গত দুই দিন হলো ল্যান্ড ফোনের লাইন নেই। বৃষ্টি আর ঝড়ে ল্যান্ড ফোনের তার ছিড়ে আছে!
ততক্ষনে আমার ঘুমের ঘোর কেটে গেলো। অফিস থেকে বাসায় ফিরে সোফায় বসে ঝিমুচ্ছিলাম।
( কল্পনা থেকে লিখার চেষ্টা করেছি এইটাই আমার প্রথম লিখা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দয়া করে একটি কমেন্ট করে জানাবেন কেমন লাগল তাহলে পরবর্তী তে নতুন কিছু লিখার অনুপ্রেরণা যোগাবে)
©somewhere in net ltd.