![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তেমন কিছুই জানা নেই। তাই 'তথ্য' বলতে কিছু নেই এখানে। বানানে সমস্যা তাই সহজ বাংলা লিখি। পড়তে দিয়ে পয়সা চাইনা তাই জবাবদিহিতার দায় নেই। যেদিন লিখে আর আনন্দ হবেনা লেখা বন্ধ করে দিবো।
মাইনি আমিতো কায়দা বুঝিনা, বিদেশ থাকি, আপনারা যা বলেন তাই শুনি। আপনারা বুঝনেওয়ালা, ভালো মন্দ বোঝেন, রিস্ক ব্যবস্থাপনা সম্পর্কে জাইনাই রিস্ক নেন, মানে আপনারাতো মাথাওয়ালা, মডু!
আন্দোলন আমার ভালোই লাগে, কস্ট লাগে অংশগ্রহন নাই, বিদেশ থাকি! মুলত বিষয় যেটা সেইটা কই, এই যে ব্লগ; সামহয়ার এইটারে আমি মেলাদিন ধরে ধইরা আছি। খুব ভাল লাগে, ব্যাপক ভালো্। দিনের অধিকাংশ সময়ই এইটারে দেই। যখন প্রথম শুরু করি তখনতো যারে পাইতাম তারেই কইতাম, জিনিস একখান, দুইদিন ভিজিট কইরা দেখ, ভালো না লাগলে টাইমের দাম দিমু! মাসাল্লা আমার কথায় আপনাগো দেড় লাখ রিজেস্ট্রার্ড ব্লগারের মধ্যে আমার অনুরোধে মিনিমাম ১০০ জন আছে। এইখানে আইসাও ৭ জন করছি!
এইখন কাইল রাইতের কাহিনী কই। রুমে বইসা ব্লগ মেইলা আছি, ওই সাতজন আছে, আপডেট পড়ে, হঠাৎ টিভির দিকে চোখ যায় , দেখি আর টিভিতে সব জুয়ান জুয়ান বাঘা বক্তাগো টক শো! কম্পিউটার ছাইড়া দৌড়াইয়া টিভিতে যাই। নেম প্লেটে নানান জনের নাম দেখার লগে যখন দেখলাম আমি পিয়াল রহমান, কি যে ভালো লাগছে!
ক্ষণিক ভালো লাগার পরের কাহিনী কই। নীতি নির্ধারক ভাইরা, বেড রুম টাট্টি খানা ব্যক্তিগত জায়গা, প্যান্ট খুইলা হাগেন, পইড়া হাগেন আপনের ব্যাপার, খুইলা ঘুমান, চাহ্নি দিয়া ঘুমান আপনের ব্যাপার। কিন্তু যখন আপনে বাইরে বের হন তখন সমাজ মাইনা চলতে হয়, সমাজের কায়দায় চলতে হয়, চেইন খুলা থাকলেও আটকায়ে লইতে হয়! টুক টাক নিশা করার ভ্যাস থাকলে তাও এড়ায়ে গিয়া কাম সাইরা রাইতে ফ্রি হইয়া করতে হয়! মুখস্ত কওয়ার ভ্যাস না থাকলে লেইখা নিতে হয়! আর না হইলে "অন্যান্যদের কেমন তাচ্ছিল্যের হাসি খাইতে হয়" চোউক মেইল্যা লজ্জার মাথা খাইয়া দেখতে হয়!
ইউটিউবে লিংকটা খুজলাম পাইলাম না।
কাউলগো আপনাগো মনোনিত পিয়াল ভাইর টকশো খানা দ্যাখছেন নি? সাধারণরা না দেখলেও যানারা উনারে পাঠাইচেন উনারাতো দেখছেন! সামহয়ারব্লগের দশা কি এমনই করুন যে, উনার থেকে যোগ্য কাউরে পাওন নাই? কথা কওনের সময় হুস হারায়া হালায় যিনি তানারে অমন লোকদের মাঝে পাঠানোর দরকারও বা কি ছেলো? কইতেন, আমরা সবাই আন্দোলনে ব্যস্ত, আমাগো ফাও টক দেয়ার সম নাই, ব্যস, ফিনিসি! দ্যাখেন, জানি (শোনায় শোনায়) উনি বড় নেতা, অনেক জানলেওয়ালা, কিন্তু উনি যে বক্তা হিসেবে জুতের না এটাতো আপনাগো জানা থাকার কথা! একটা লাইন সুন্দরভাবে শেষ করছেন? গতবারে যারা আওয়ামীরে ভোট দিয়া আইনছেন হ্যারাই আইজ পজন্ম চত্তরের প্রজন্ম!- এইটা একটা কথা হইলো! সাধারণের ধারনা ব্লগ নির্দলীয়, কে গ্যারান্টি দিবো এরপর থাইকা মানুষ জানবো না এই ব্লগখানও আওয়ামীর আর এক খান মজলিস!
যদি ভিডিওটা দ্যাখেন তাইলে বুঝবেন উনার আদব-কায়দারও কি হাল ছিল!
ভাই, আমার এমন ঠেক পড়ে নাই পিয়াল ভাইর লগে আমি ফাও ফাও খ্যাত খ্যাত করমু! কাইল রাইতে আমার রুম মেটরা উনারে যে কয়বার ক্যামেরায় আনছে আমারে গাইলাইছে! কয়, এই তোগো ব্লগ, ব্লগার! মাল খাওয়ার আর সময় পায় নায়! স্কুল না পারাইয়া আইলে আদব লেহাজতো জানারও কতা না! কাগো লগে বইয়া কথা কয় হুস আছে! বাইন মাছের মত মোড়ায় ক্যা!
মেজাজ খারাপ হইলে আমি কই, ভাইজান এইসব আমারে কন ক্যান? ব্যাক কি একরকম নি! আপনারা হ্যাগো গালি দেন যারা হ্যারে পাঠাইছে! আমার লগে মরেন ক্যান!
যাউক গা যা হইছে হইছে! নির্ধারকগন, দ্যাখেন এখন সবাই জানে ব্লগ কি জিনিস! সেইটারে সাধারণনের সামনে একটু কস্ট হইলেও মার্জিত এবং সুন্দরভাবে উপস্থাপন করেন। যে যেইটা পারে তারে দিয়া সেইটা করান! যে লিখবো হেই ই বক্তা হইবো- এমন না!
ভিডিওটা দেইখা দয়া কইরা ডিসিসানে একটু যত্নবান হন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
অনির্বান বলেছেন: পাইলাম না। সর্বোপরী বিষয়টা মজার না!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
যাইম জাকেরীন বলেছেন: ওই বাইন মাছের ভিডিও পাইলে দিয়েন। মাতাল ছিল মনে হয়। আমার মনে হয় আর টিভির কর্তারা তার চটিব্লগ পড়ে বিক্কৃত সুখ মিটীয়েছিল, তাই অকে ছাড়া আওর কাউকে নেয়নি
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
অনির্বান বলেছেন: পাই নাই
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
হেডস্যার বলেছেন:
কাইলকা হ্যার কথা হুইনা পুরাই আজব খাইলাম।
আওয়ামী চামচামি করতে করতে মাথা পুরাই গেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
অনির্বান বলেছেন: হ্যার গেছে গেছে, যারা পাঠাইছে হ্যারা?
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
রোদেলা দুপুর বলেছেন: কিছু মানুষের জন্য ব্লগের আজ এত দুর্নাম হচ্ছে। কেউ এখন যদি শোনে ব্লগ লিখি তাদের প্রথম কথা হল সাবধানে, কি দরকার এইসব করার। আশাকরি নীতিনির্ধারকরা ব্যাপারটা দেখবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
অনির্বান বলেছেন: উনরা ব্যস্ত!
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
অনির্বান বলেছেন: ঢুকতে পারছিনা!
ধন্যবাদ।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
হেডস্যার বলেছেন:
পাইছিঃ আরটিভি টক শো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
অনির্বান বলেছেন: ভালো হইলো। বেয়াক্কে দেখুক!
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
বুইড়া বলেছেন: খুজতাছিলাম্, ধইন্না ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
অনির্বান বলেছেন: দ্যাখেন, তারপর আপনেও লেখেন!
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
বাংলার এয়ানা বলেছেন: হাতি ঘোড়া গেল তল মাতালে কয় কত জল?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
অনির্বান বলেছেন: ta thik.
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
নেয়ামুল বলেছেন: এখানে পুরটা পাবেন.।.।।।
http://www.youtube.com/watch?v=SVK4L5OMLhU
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
অনির্বান বলেছেন: Onnoder upokar hoilo
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
আকাশ৮৬ বলেছেন: আমি চিটাগাং মেডিকেল থেক্কা পাস করচি .. আমি জানি পিয়াল এর মদ ছাড়া একদিন ও চলত না...ও ডাক্তার হইতে পারে নাই ..
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
অনির্বান বলেছেন: dosh dosh bad. Nibedon, Ektu chinta koira kam koren.
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
নেয়ামুল বলেছেন: আর কিছু অংশ এখানে।
Click This Link
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
অনির্বান বলেছেন: r dien na. Amagoi Lojja
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
নেয়ামুল বলেছেন: আর কিছু অংশ এখানে।
Click This Link
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
অনির্বান বলেছেন: r dien na. Amagoi Lojja
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
যাইম জাকেরীন বলেছেন: লেখক বলেছেন: পাই না
এ।এস।ফাহিম নামে দেখবেন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
অনির্বান বলেছেন: Khoja Khuji Bad!
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
কালবৈশাখীর ঝড় বলেছেন:
পিয়াল সাহসি মন্তব্য করেছে।
শাহবাগের আন্দোলনকারি নতুন প্রজন্ম আওয়ামীলীগকে ভোট দিয়েছিল সুধু একটি ইসু বাস্তবায়ন করার জন্য, সেটা হল যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি।
এটা সবাই জানে।
আপনি কিভাবে আশা করেন নতুন প্রজন্ম ফ্যাসিস্ট বিম্পি-জামাতকে ভোট দেয়া উচিত ছিল?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
অনির্বান বলেছেন: amito asha korini vi. Apnar monojog bodh hoy rastar dike, oi dike mon den!
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ডাব্বা বলেছেন: এই প্রথম পিয়ালরে দেখলাম। অপ্রকৃতিস্থ মনে হোল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
অনির্বান বলেছেন: Asha korsi erpor r temon mone hobena
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
আঠারো বছর বয়স বলেছেন: ১ Click This Link
২ Click This Link
৩ Click This Link
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯
অনির্বান বলেছেন: আর দরকার নেই ভাই!
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
বহুভুজ বলেছেন: পিয়াল মিয়াকে দেখে মনে হচ্ছিল- ফেন্সিডিল ওভার ডোজ হয়েগিয়েছিল
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
অনির্বান বলেছেন: erpor shudre ashben.
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
মুদ্দাকির বলেছেন: এদের এখন সাধারন মানুষ জন চিনবে , ভাবতেই খুব ভালো লাগে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
অনির্বান বলেছেন: erpor r amon hobena nishchit
১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
নাছির84 বলেছেন: ভাই টক শো দেখিনা। কারণ মনটা টক হয়ে যায়। একসময় রাজনীতি করতাম। তাই রাজার নীতির অ,আ,ক,খ কিয়দাংশ বুঝি। সেখান থেকে অবসর নিয়ে এখন ব্লগ লেখার চেষ্টা করি। তবে ব্লগার হতে পারিনি। অমি রহমান পিয়ালরা জেনুইন ব্লগার। কারণ পেটে বিষ নিয়ে মুখে মধু ছিটানোর মতো গূণপণা কয়জনের আছে ?
২০| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
অনির্বান বলেছেন: আমি বোধহয় ব্লগার আর আমার পার্থক্যের কথা বলিনি। শিষ্টচারের কথা বলেছিলাম। বিষয় যাই হোক, যেখানে যেরকম। ব্লগে তিনি হয়তো এজন্যই ব্লাগারের মতোই।
২১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮
নাছির84 বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
মো ঃ আবু সাঈদ বলেছেন: জিনিস একখান কালকে দেখলাম ভিডিওটা খুজতাছি....
পাইলে দিয়েন....ব্যাপক মজা পাইছি.....