![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তেমন কিছুই জানা নেই। তাই 'তথ্য' বলতে কিছু নেই এখানে। বানানে সমস্যা তাই সহজ বাংলা লিখি। পড়তে দিয়ে পয়সা চাইনা তাই জবাবদিহিতার দায় নেই। যেদিন লিখে আর আনন্দ হবেনা লেখা বন্ধ করে দিবো।
কতদিন দেখা হয়নি
না খেয়েই ধরা রেলগাড়িটা
কী দেহ নিয়ে কী যে জোরে চলে
অথচ দুমিনিট-ই ব্যবধান।
কী এক ঝামেলা শুধু;
রসুন নিয়ে
বলি " চাল ভাজাতো মা'ও ভাজে!"
আদরের চিমটিতে যদি রক্ত আসে কারো
কী দাম তবে সেই শরতের ভোরের,
শিশিরের
না খাওয়া - সেওতো অভিমান
কী হত তবে যদি দুদিনও মুখ না খুলে কাঁদতে
আঁচল ছুঁয়ে দিলে যদি ছিড়ে দিতে সে শাড়ি
সেওতো অভিমান!
অথচ
তুমি যাও রেলগাড়িতে'
ফিরে আসেনি যা আর!
২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৭
অনির্বান বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !