নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহতে যার পূর্ন ঈমান, কোথা সে মুসলমান..

পৃথিবী আমারে চাই না

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

পৃথিবী আমারে চাই না › বিস্তারিত পোস্টঃ

প্রসংগঃ বিদেশি বই এর ফটোকপি (নীলক্ষেত এডিশন) ও আমার অভিজ্ঞতা

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫৭



গতকাল টিভির সংবাদে দেখলাম বিদেশি বই নকল করার ছাপাখানায় আইন শৃংখলা রক্ষাকারি বাহিনির অভিযানের খবর। সংবাদপাঠীকা বর্ণনা করছিলেন সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হারানোর তথ্য। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ছাপাখানার ১জন শ্রমিককে। শ্রমিক বেচারা কি কারনে গ্রেপ্তার হলো তা আদৌ জানে কিনা সন্দেহ।



রাজশাহি ইউনিতে ভর্তি হলাম টেকনিক্যাল একটা সাবজেক্টে। বই কেনার কোন বিকল্প নেই। ক্লাশ শুরু হবার পর ঢাকাতে আসলাম বই কিনতে। স্থান নীলক্ষেত। বইএর দোকানগুলোতে দেখলাম দুই রকমের বই। একটা অরিজিনাল আর একটা ফটোকপি যেটাকে আমরা পরে নাম দিয়েছিলাম নীলক্ষেত এডিশন বলে। দামের ক্ষেত্রে যে তফাৎ ছিল তাতে আমার কাছে নীলক্ষেত এডিশন ছিল উপকারী বন্ধুর মত। আরিজিনাল বই কিনলে শুধু প্রথম বর্ষে যে টাকা লাগত তা দিয়ে পুরা ইউনিভার্সিটি লাইফ কাটিয়ে দিয়েছি নীলক্ষেত এডিশন দিয়ে। তবে সুন্দর কাগজে আর আকর্ষনীয় মোড়কের আরিজিনাল বইগুলো যে কিনতে মন চাইতো তা অস্বীকার করবো না। কিন্তু পকেটের কথা চিন্তা করলে নীলক্ষেত এডিশনই ছিল ভরসা। তখন কিন্তু আইনগত ব্যপারস্যাপার মাথায় আসেনি। চিন্তা করার অবকাশ ছিল না সরকারের রাজস্ব হারানোর তথ্য। এখন এই কর্মজীবনে এসে আমি কিছুটা বিভ্রান্ত। ছাত্রজীবনে নীলক্ষেত এডিশন পেয়ে উপকৃত হয়েছিলাম তাতে কোন সন্দেহ নেই কিন্তু বিষয়টা যে অবৈধ ছিল তাও এখন অস্বীকার করতে পারছি না।

ব্লগার ভায়েরা আপনারা কে কোন দৃস্টিতে দেখছেন ব্যাপারটা ইচ্ছা করলে শেয়ার করতে পারেন এখানে।

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:০৫

প্লাস_মাইনাস বলেছেন: বই চুরি মানে জ্ঞান চুরি আর জ্ঞান চোরদের আর যাই হোক চোর বলা যায় না চোর বলা যায় না।

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩০

পৃথিবী আমারে চাই না বলেছেন: হুম...

২| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:০৮

লাবিব ইত্তিহাদুল বলেছেন: ১০ মিনিট , ফু ফু

৩| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বিদেশী বই দেশে ছাপালে অসুবিধা তো দেখি না।
দেশে ছাপালেও তো সরকার ভ্যাট পেতে পারে।
ছাত্ররা উপকৃত হয়।

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:১৬

পৃথিবী আমারে চাই না বলেছেন: ব্যপারটা এত সহজ নয়। বিদেশি পাবলিশার্সগুলো সাধারনত ভারত পাকিস্তান বাংলাদেশের জন্য আলাদা লো প্রাইস এডিশন বই ছাপায়। আলাদাভাবে বাংলাদেশে ছাপানোর অনুমোদন তারা দেবে বলে মনে হয় না্

৪| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:২০

রাকিব বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন আগেই বলে ফেলেছেন আমার কথাটি। মজার ব্যাপার হচ্ছে নীলক্ষেতে গাইড বই-ই ফটোকপি পাওয়া যায়।
এই লেখা দেখে পুরানো একটা লিংক দিতে ইচ্ছে করল:
Click This Link

৫| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:২১

লাবিব ইত্তিহাদুল বলেছেন: শিক্ষা এখন পন্য হয়ে গেছে। মনে হচ্ছে, বই এর উপর শুল্ক উঠানোর জন্যও ছাত্রদের আন্দোলন করতে হবে।

৬| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৩

গোধুলী রঙ বলেছেন: ইন্ডিয়াতে আছে টাটা-ম্যাকগ্রা হিল। তারা বিদেশি বই এর স্বল্পদামী সংস্করন ছাড়ে। বাংলাদেশে সরকারী ভাবে বা বেসরকারি ভাবে বা সরকারের তত্তাবধানে বেসরকারী ভাবে এরকম কিছু থাকলে তো হত। কিন্তু নাই কেনো আপনিও জানেন আমিও জানি।

তবে বই বা জ্ঞান চুরি অপরাধ নয়। আর এ অবস্থায় নিলক্ষেত না থাকলে আমার আর আমার মত অনেকের লেখাপড়া সম্ভব হত না।

জয়তু নিলক্ষেত।

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৯

পৃথিবী আমারে চাই না বলেছেন:
আপনাদের সাথে পেয়ে ভাল লাগছে। নিলক্ষেত এডিশন জিন্দাবাদ।

৭| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৬

আশাহত বলেছেন: নীলক্ষেত না থাকলে বাংলাদেশে ভার্সিটি লেভেলের পড়াশুনা খালি বড়লোকদের জন্য থাকত। যতই চুরি হোক, নকল হোক, কপিরাইট অ্যান্ড ব্লা ব্লা আইন ভাঙ্গুক, ছাত্রদের এত দাম দিয়ে আসল বই কেনার উপায় নাই। ইন্ডিয়ার লোপ্রাইস এডিশনের দামও নীলক্ষেত এডিশনের দুইতিনগুণ হয়, গ্রাম থেকে বাপের জমি বন্ধক দিয়ে পড়তে আসা একটা ছেলের পক্ষে এই বই কিনা সম্ভব না।

আম্রিকায় beat the bookstore নামের একটা সিস্টেম আছে। পুরান, ইউজড বই বেচা হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিলে পুরা দাম ফেরত, নাইলে টার্ম শেষে ফেরত দিলে আংশিক দাম ফেরত। এই সিস্টেম বাংলাদেশে করলেও পারে, কিন্তু তারপরেও বাংলাদেশের ছাত্রদের জন্য দাম অনেক বেশি। আর মাইনষের দাগানো বইয়ে পড়া যায়?

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৫

পৃথিবী আমারে চাই না বলেছেন:
সহমত। মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪২

নীরব দর্শক বলেছেন: উচ্চ শিক্ষায় নীলক্ষেত এডিশনের ভুমিকা অশিকার করার উপায় নেই। আমি প্রকৌশলী এবং নীলক্ষেত এডিশন না থাকলে অরিজিনাল বই কিনে পড়ালেখা করতে পার‌তাম কিনা সন্দহ।

আমার মতে শিক্ষায় যদি কোন প্রতিস্ঠানকে এদেশের সর্বোচ্চ পুরস্কার দিতে হয় নীলক্ষেত ১ নম্বরে থাকবে।

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৫

পৃথিবী আমারে চাই না বলেছেন:
দারুন একটা মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৩

আমি অবাক!! বলেছেন: এত কিছু বুঝি না, নিলক্ষেত জিন্দাবাদ।

১০| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৫

মোসারাফ বলেছেন: মোসারাফ বলেছেন: নীলক্ষেতের বই দিয়ে ভার্সিটি লাইফ পার করছি। এতে দোষের কিছু দেখিনা।

প্লাস_মাইনাস বলেছেন: বই চুরি মানে জ্ঞান চুরি আর জ্ঞান চোরদের আর যাই হোক চোর বলা যায় না চোর বলা যায় না।
সহমত।
অট: আমার আগের কমেন্ট মুছে দিয়েন। তাড়াহুড়া করে কমেন্ট করেছিলাম।

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৬

পৃথিবী আমারে চাই না বলেছেন:
মুছে দিলাম

১১| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৬

পাভেল০৮১ বলেছেন: এইখানে সমস্যার যায়গাটা হল copyright আইন না মানলে লেখকের intellectual property right কে deny করা হয় আদতে যা বুদ্ধিবৃত্তিক চর্চা কে discourage করে। অনেক মেধা, অর্থ, সময় আর শ্রম দিয়ে একটা বই লিখে তার থেকে প্রাপ্য আয়টা যদি একজন লেখক না পান তাহলে আখেরে তার ফল পাঠক লেখক কারুর জন্যেই ভাল হয় না। তবে উচ্চ শিক্ষায় যে বই গুলোর নীলক্ষেত edition আমরা ব্যবহার করি তার লেখকরা স্বভাবতই আমাদের দেশের নন এবং অদূর ভবিষ্যতেও হবার কোনো possibility নাই। তাই আপাতত এই বিষয়টা নিয়ে আমাদের concerned না হলেও চলে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি।

১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

পৃথিবী আমারে চাই না বলেছেন:
গোছানো বক্তব্যটা ভাল লাগলো।

১২| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৩

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: এত যুক্তি শুনতে চাই না , নীলক্ষেত জিন্দাবাদ ।

নীলক্ষেত না থাকলে দেশে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অর্থনীতিবিদ বলে কিছু থাকত না । নীলক্ষেত এর উপর ভরসা করেই আমাদের উচ্চশিক্ষা টিকে আছে -কথাটা বললে একটুও ভুল বলা হবে না ।

আমি নিজে প্রকৌশল এর ছাত্র , আমি জানি যদি ঐ একেকটা টার্মের বই ( হোক লো প্রাইস এডীশন ) আসল দাম দিয়ে কিনতে গেলে সবার কি অবস্থা হত ।

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:০০

পৃথিবী আমারে চাই না বলেছেন:
নিলক্ষেত এডিশন জিন্দাবাদ।

১৩| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৬

আল বেরুনী বলেছেন: বাই, পাঁচটা বছর নীলক্ষেতের কপি করা বই দিয়েই শিক্ষা জীবন শেষ কর্লাম.. আমার মত ৮০% ছাত্রের পক্ষেই সম্ভব না অঋজিনাল বই কেনা... আগে সর্কারের উচিৎ বিকল্প ব্যবস্থা করা তার্পর গ্রেপ্তার করা...

১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:০১

পৃথিবী আমারে চাই না বলেছেন:
আমাদের সবারই অভিজ্ঞতা প্রায় একই রকম।

১৪| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৩

শুভ্রতার পূজারী বলেছেন: নিলক্ষেত প্রিন্ট না থাকলে আমাদের পড়াশুনার কোন উপায় থাকতো না---এটা নি:সন্দেহে বলা যায়.....আইনের কথা কি, তা নিলক্ষেতের উপর কেমন প্রভাব ফেলবে, ঐ আইন খায় না মাথায় দেয় জানি না, সরকার চাইলে হয়তো এটা নিষিদ্ধও করতে পারে....তবে আমি মনে করি বুয়ট, ঢাবি, মেডিকেল নিলক্ষেত ছাড়া অচল, একি ভাবে অন্য ইউনিভা্রসিটি-কলেজগুলোও....এটা নি:সন্দেহে বেআইনি কিন্তু এটা ছাড়া কোনো রাস্তাও নেই....সেক্ষেএে সরকার এতদিন যেমন চোখ বন্ধ করে ছিল তেমনি থাকা উচিৎ...আইন করে নিলক্ষেত বন্ধ করা যাবে না যতদিন বুয়েট, ঢাবি আছে...বড় সব দেশের বড় সব পাবলিকেশন্সে্র বই, তারাও জানে আমাদের মত দেশে এগুলো হয়, না হলে তারাই মামলা করে দিত...সুতরাং----নিলক্ষেত জিন্দাবাদ....

১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩২

পৃথিবী আমারে চাই না বলেছেন:
সব কথার শেষ কথা এটাই।

১৫| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৯

অতন্দ্র তওসিফ বলেছেন: বাংলাদেশের উচ্চশিক্ষায় নীলক্ষেতের ভূমিকা অনস্বীকার্য। টাটা-ম্যাকগ্রহিলের লো-প্রাইস এডিশনেরও এসব ফটোকপি বইয়ের তুলনায় কমপক্ষে দ্বিগুণ দাম। আর সব বই ম্যাকগ্র হিলের-ও না, লো-প্রাইস এডিশনও নেই। এসব তথাকথিত 'পাইরেটেড' বই না থাকলে দেশে বর্তমানের তুলনায় ৫% ছাত্রও উচ্চশিক্ষায় আসতো কি-না সন্দেহ!

১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৩

পৃথিবী আমারে চাই না বলেছেন:
ইউ আর রাইট

১৬| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫৪

ক্ষমতা বলেছেন: আমার মতে শিক্ষায় যদি কোন প্রতিস্ঠানকে এদেশের সর্বোচ্চ পুরস্কার দিতে হয় নীলক্ষেত ১ নম্বরে থাকবে।


নীলক্ষেত এডিশন চলছে, চলবে।

১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৩

পৃথিবী আমারে চাই না বলেছেন:
নীলক্ষেত এডিশন চলছে, চলবে।

১৭| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৩:১১

?জকির! বলেছেন: নিলক্ষেত এডিশন জিন্দাবাদ।

১৮| ১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৭:৩৬

রন্টি চৌধুরী বলেছেন: কিচ্ছু অবৈধ না।
বিদেশী বই এদেশে বৈধ ভাবে পেতে হলে ডলারে পে করতে হবে। সরকার তাতে ১৫ শতাংশ ভ্যাট পাবে। কিন্তু শিক্ষা ক্ষেত্রে সরকারের ভ্যাট প্রত্যাশী আচরন থাকা উচিত না।
নিলক্ষেত এডিশন ইজ দ্যা বেষ্ট।

১৪ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৪

পৃথিবী আমারে চাই না বলেছেন:
নিলক্ষেত এডিশন ইজ দ্যা বেষ্ট।

১৯| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১২

চতুর কাউয়া বলেছেন: নিলক্ষেত এডিশন জিন্দাবাদ

১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪২

পৃথিবী আমারে চাই না বলেছেন:
এই ব্যাপারে সরকারকে না বলুন

২০| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪০

rasselbd বলেছেন: নিলক্ষেত এর উপর ওষুধ নাই !!

১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪১

পৃথিবী আমারে চাই না বলেছেন: এই ব্যাপারে সরকারকে না বলুন

২১| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৪

বাউন্ডুলে রুবেল বলেছেন: নিলক্ষেত না থাকলে তো পড়াশুনাই হত না...

জয়তু নিলক্ষেত।

২২| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৩১

শোভন এক্স বলেছেন: আগে নীলক্ষেতের উপর ভরসা করতে হতো। এখন প্রায় সব বই নেট থেকে ডাউলোড করা যায়। টাকার মূল্যমানের কারনে অরিজিনাল বই বা অরিজিনাল সফট্‌ওয়্যার কোনটাই কেনা সম্ভব হয়না ইচ্ছা থাকা সত্তেও। আবার পড়াশুনা না করলেওতো না। একারনে নীলক্ষেতই ভরসা। আমরাতো বাধ্য হয়েই এই কাজটা করি। ইন্ডিয়ান প্রিন্ট টাকা দিয়ে কেনা সম্ভব হয়। এরকম ব্যবস্থা আমাদের দেশে না হওয়া পর্যন্ত এটা বন্ধ করা সম্ভব হবেনা বলে মনে করি।

১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০২

পৃথিবী আমারে চাই না বলেছেন: ঠিক বলেছেন

২৩| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৩৩

কলম.বিডি বলেছেন: বই বা জ্ঞান চুরি অপরাধ নাকি জানিনা ।এ অবস্থায় নিলক্ষেত না থাকলে আমার আর আমার মত অনেকের লেখাপড়া সম্ভব হত না।

জয়তু নিলক্ষেত।

২৪| ১৪ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৫১

মুম রহমান বলেছেন: চুরি, ধষর্ণ, খুন, রাহাজানি সব বাদ দিয়ে বইয়ের উপর এতো আইন প্রয়োগ কেন? সরকার আগে দেশের অন্য পরিস্থিতি সামাল দিক পরে বইয়ের বাজার আর বৌদ্বিক আইনকানুন নিয়ে ভাবুক।
আমি নীলক্ষেত ভালবাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.