![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা কি লক্ষ্য করেছেন যে, গত এক/দেড় মাস আমাদের সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক হত্যা বন্ধ রয়েছে? কেন তা বন্ধ রয়েছে! ধারণা করা যায় কি? নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী করাতে হলে কিছু দিনের জন্য হলেও বাংলাদেশীদেরকে ভারত বিদ্বেশী মনোভাব থেকে বিরত রাখা প্রয়োজন।
প্রশ্ন হচ্ছে, এখন যদি সীমান্তে বাংলাদেশী হত্যা বন্ধ থাকতে পারে তবে সারা বৎসর জুড়ে ওই হত্যা চালু থাকে কেন? ওই হত্যাকা- কি কোন আদেশ ছাড়া চালু হয় আর আদেশ ছাড়া বন্ধ হয়? আসলে পুরো বিষয়টাই হচ্ছে প্রতিবেশীদের প্রতি অখ-ভারতীয় পররাষ্ট্রনীতি। শত শত বৎসর পূর্বে তাদের রাজনৈতিক বিশেষজ্ঞ, কৈটল্ল্য এবং চানক্য এই নিষ্ঠুর দর্শনের সূত্রপাত করে।
এখন সীমান্ত হত্যা বন্ধ হওয়া মানে ভারত সত্যি সত্যি আমাদের বন্ধুপ্রতিমে পরিণত হয়েছে, এহেন চেতনা করাটাই হবে সর্বনাসের কারণ। ধরে নিতে হবে যে, ভারত বাংলাদেশকে সিকিমের ভাগ্যবরণ করানোর পূর্বপ্রস্তুতি মুলক আচরন করছে। সে ক্ষেত্রে আগামী নির্বাচনে আওয়ামীলকে বিজয়ী করা তাদের খুবই প্রয়োজন।
প্রতিটি বাংলাদেশীদের মনে একটি প্রশ্নের উদয় হওয়া উচিৎ, বছর এর পর বছর ভারত আমাদের সীমান্তবাসীদের বিনাবিচারে হত্যা করে আসছে অথচ এখন নির্বাচনের পূর্বে তা বন্ধ কেন?
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০
তাজুল_ইসলাম বলেছেন: কেন, আজও বিএসএফ একজনকে পিটিয়ে হত্যা করার খবর পড়লাম। তারা আমাদের কোন মুল্যায়ন করে না। তারা চায় একটা সমস্যা বাজিয়ে বাংলাদেশকে ধংস করা।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
গ্রাম্যবালক বলেছেন: বাংলাদেশের বর্ডার গার্ডরা বর্ডারে বসে কি বিএস এফ দের সোনা চোষে। তারা কেন ইন্ডিয়ানদের হত্যা করে না????
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
পার্থরূপ বলেছেন: ২০০১থেকে২০০৬ পর্যন্ত ৪৯৭ জন ,২০০৯থেকে ২০১৩পর্যন্ত ২৬৭ জন বিএসএফ দ্বারা নিহত হয়েছে, মন্তব্য করুন কোন সরকার দালাল
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১
কলাবাগান১ বলেছেন: "২০০১থেকে২০০৬ পর্যন্ত ৪৯৭ জন ,২০০৯থেকে ২০১৩পর্যন্ত ২৬৭ জন বিএসএফ দ্বারা নিহত হয়েছে, মন্তব্য করুন কোন সরকার দালাল"
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: ১৬ কোটি মানুষের জীবন নিয়ে জুয়া
শুধুই ক্ষমতার ধুয়া