![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয়ংকর এক উপলোব্ধিগত বিভ্রান্তিতে অবস্থান করছে বর্তমান সময়ের আওয়ামী সদস্যরা। সম্ভব হলে নিজেও যাচাই করে দেখতে পারেন। এক অভাবণীয় আস্থা, সম্মান ও আত্মতুষ্টি নিয়েই তারা বলবে, শেখের বেটী খুব ভাল করে জানে কিভাবে বাঙ্গালীদের টাইট দিতে হয় এবং দেশ চালাতে হয়। দেখেন না কিভাবে নির্বাচন করে ফেললো? শপথ গ্রহণের কাজও শেষ। এবার দেখেন দেশ কিভাবে চলে। জামাত শেষ, বিএনপিও শেষ হওয়ার পথে। দেখবেন দুদিন পর খালেদা জিয়া জেলে, কারো কিছু বলা কিংবা করার নেই। একটা কথা বুঝতে হবে, এরশাদকে নিয়ে নির্বাচনী যে খেলাটা আমাদের নেত্রী খেললো তাতে বাংলাদেশীদের বুঝা উচিৎ আমাদের নেত্রীর কোন বিকল্প নেই। আগামী পাঁচ বৎসরে মধ্যে আমরা বিএনপিকে ফিনিশ করে ফেলবো।
আমি মিউ মিউ করে প্রশ্ন রাখলাম, ভাই এর নাম কি গণতন্ত্র? বিরোধীদলকে ফিনিশ করে দেয়াই কি গণতন্ত্রের শিক্ষা? উত্তর শুনে আমি ‘লা জওয়াব’, আমি নিশ্চিত শুনে আপনারাও টাশকী খাবেন। সে বললো, শুনেন ভাই এদেশের মানুষ গণতন্ত্র বুঝে না, দেখেন না! হরতাল, অবরোধ দিয়ে দেশটাকে কোথায় নিয়ে গেছে? এদেশের মানুষ রাজতন্ত্রে বিশ্বাসী। শেখ পরিবার, রাজকীয় পরিবার। জনগণ ওদের দ্বারাই শাসিত হতে চায়।
দেখুন ‘জয়’ আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কি তার ব্যক্তিত্ব, চরিত্র, ও শিক্ষা। সে শুধু জাতির জনকের নাতিই নয়, একজন বিজ্ঞানী ও এক গণতন্ত্রের মানষকন্যার একমাত্র পুত্র সন্তান। হারবার্ড ইউনিভার্সিটি থেকে পাশ করা, যার চরিত্র ফুলের মত পবিত্র সেখানে তারেকের কি আছে? অশিক্ষিত এবং একজন উর্দীওয়ালা সৈনিকের ছেলে। যে দল চালাতে ব্যার্থ, সে দেশ চালাবে কি করে? আমি তখন মনে মনে একটি গানের কলি আওড়াচ্ছিলাম।
“হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ,
এ জীবন জইলা, পুইড়া শেষতো হইলো না।”
সেই সাথে সামু বলগে পড়া একটি পোষ্টের কথা আমার মনে পরছিলো,
বাস্তবতা হচ্ছে, এদেরকে যে ধরনের মনস্তাত্তিক ঘোরের মধ্যে প্রবেশ করানো হয়েছে, তা থেকে বের হওয়ার সুযোগ কম। এরা দেশটিকে সিকিম বানিয়ে ছাড়বে নিজের অজান্তেই। সিকিমের লেন্দুপ দর্জি দেশটিকে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে এনে ভারতের কাছে হস্তন্তর করে, আর এরা গণতন্ত্র থেকে রাজতন্ত্রে নিয়ে এদেশকে ভারতের নিকট হস্তান্তর করবে। কিভাবে করবে জানতে চাইলে ক্লিক করুন ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
মেলমুটকিড বলেছেন: গনতন্ত্রকে হত্যা করার ইচ্ছা যে প্রকারান্তরে নিজেদেরই ক্ষতি করা ,এটা বুঝতে তাদের বেশী সময় অপেক্ষা করতে হবে না।একটা পুরোদেশের মানুষের ইচ্ছাকে পায়ে দলা যায় না।