নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় দেশ বাংলাদেশ

আমার প্রিয় দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

ভারতীয় দালাল নির্মূল কমিটি (ভাদানিক)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক)’র মাধ্যমে আমরা দেখেছি এবং বুঝেছি যে, এদেশে প্রচুর দালাল শ্রেণীর মানুষ আছে। তাই ওদের নির্মূল করতে মাঝে মধ্যে কমিটি গঠন করার প্রয়োজন হয়। ঘাদানিক ভাইদের এ জন্য ধন্যবাদ দিতে হয়। উনাদের অক্লান্ত প্রচেষ্টাতেই আমরা আজ ঘাতক দালালদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। তবে এখন দেশে নতুন একদল দালালদের আবির্ভাব হয়েছে, এরা হচ্ছে কট্টর ভারতীয় দালাল (ভাদা)। আমরা যারা দেশকে ভালোবাসি তারা বাধ্য হয়েই ওই ঘাদানিকের মতো (ভারতীয় দালাল নির্মূল কমিটি) ভাদানিক প্রতিষ্ঠা করেছি। দেশের সকল জনসাধারণকে উদাত্ত আহবান জানাচ্ছি- দেশের স্বধীনতা রক্ষার্থে এই ভাদানিকের পতাকা তলে আশ্রয় নেয়ার জন্য।



বাস্তবতা হচ্ছে, এখন যদি এই নরকের কীট ভাদানিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ না করি, অচিরেই দেখা যাবে সিকিমের ভাদাদের মতো তারাও আমাদের দেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে বিক্রয় করেছে। ১৭৫৭ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার মানুষও বুঝতে পেরেছিল যে, মীর জাফর চোর ক্লাইভের কাছে জাতির ভাগ্য নিয়ন্ত্রণের ভার হস্তান্তর করবে। তখন তারা কোনো পদক্ষেপ তো নেয়ইনি, কোন প্রকার প্রতিবাদও করেনি। ফলশ্রুতিতে আমরা সুদীর্ঘ প্রায় দুইশত বছর পরাধীন ছিলাম। সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা নির্লিপ্ত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পরাধীন করবো? না, প্রতিবাদ করে, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশকে স্বাধীন রাখতে প্রচেষ্টা চালাবো? দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাতে প্রথমেই যে কাজটা আমাদের করা প্রয়োজন তা হচ্ছে ভাদাদের চিহ্নিত করা। মানুষিকতা যাচাইয়ের মাধ্যমে এদের চিহ্নিত করা সহজ।



১। যারা ভারত কর্তৃক সীমান্তে বাংলাদেশীদের প্রতিনিয়ত হত্যা পর্যবেক্ষণ করে ও ভারতকে বন্ধুপ্রতীম বলে ধারণা করে তারা ‘ভাদা’ ।



২। সকল আন্তর্জাতিক নদীর পানি অন্যায়ভাবে বাঁধ দিয়ে বন্ধ করার পরেও যারা ভারতকে বন্ধুপ্রতীম মনে করে তারা ‘ভাদা’ ।



৩। ভারত এদেশের মানুষের চরিত্র মগজধোলাইয়ের মাধ্যমে ধ্বংস করতে ডজন দুই স্যাটেলাইট টিভি চ্যানেল চালু করেছে, অথচ পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে বাংলাদেশী চ্যানেল দেখতে দেয়া হয় না। এরপরও যারা ভারতকে বন্ধুপ্রতীম মনে করা তারা ‘ভাদা’।



৪। ফেলানীর মতো নিরীহ একটি মেয়েকে বর্বর ভারতীয়রা হত্যা করে তারকাঁটায় ঝুলিয়ে রেখে পৃথিবী জুড়ে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করার পরও যারা ভারতকে বন্ধুপ্রতীম মনে করে তারা ‘ভাদা’।



৫। এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য সীমান্ত জুড়ে ফেন্সিডিলের কারখানা তৈরি করে, দেশ জুড়ে ফেন্সির বন্যা বইয়ে দেয়ার পরও যারা ভারতকে বন্ধুপ্রতীম মনে করে তারা ‘ভাদা’।



৬। মজার বিষয় হচ্ছে ভারতের বলিউড সিনেমা পুরুষদের ধর্ষক হতে প্রেরণা যোগায়। আন্তর্জাতিকভাবে ভারত আজ ধর্ষকদের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত সেই ভাদারা এদেশের সিনেমা হলগুলোতে ভুয়া যুক্তির মাধ্যমে ভারতীয় সিনেমা চালু করতে চাচ্ছে, সেই ভাদারাই দু’দিন পর দেশের অর্থনীতির উন্নয়নের কথা বলে বাজারে ভারতীয় মুদ্রা চালু করার প্রচেষ্টা চালাবে। স্বাধীনতা হারাবার পূর্বে সিকিমের ভাদারাও ওই একই পদক্ষেপসমূহ পর্যায়ক্রমে গ্রহণ করেছিল।



সবশেষে এই ভাদারাই বলবে, আমাদের উচিত দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে ভারতের সাথে মিশে যাওয়া। শুরু হবে পৃথিবীর এই এলাকার মুসলমানদের জন্য এক ব্যাপক রক্তক্ষরণ। আপনি সরকারি/বেসরকারি যে চাকরিতেই থাকুন না কেন, আসুন সকলে মিলে দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষার্থে ভাদাদের ঘৃণা করি, বর্জন করি, প্রয়োজনে তাদের বিরুদ্ধে সংগ্রাম করি।



মহান আল্লাহ পাক! আপনি ভাদানিককে শক্তি দান করুন, আমাদের সহায়তা দান করুন, বাংলাদেশী মুসলমানদের হিফাযত করুন। (আমীন)



বিঃদ্রঃ আরো যে সব কারনে, কেউ ‘ভাদা’ হতে পারে তা কমেন্টে লেখে জানানোর অনুরোধ থাকলো।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২

মদন বলেছেন: ভারতকে আমরা অনেক সুবিধাই দিয়েছি, ভারত আমাদের কি দিয়েছে?

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০

বাংলার ঈগল বলেছেন: অচিরেই দেখা যাবে সিকিমের ভাদাদের মতো তারাও আমাদের দেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে বিক্রয় করেছে।

দেশের সকল জনসাধারন কে আহবান করুন ঠিক আছে, কিন্তু আপামর জনসাধারণকে নয়!

কারন পামর অর্থ নিকৃষ্ট, তাই সবাইকে হিসাবে সম্বোধন করা ঠিক না। যদিও আমি বুঝতে পারছি আপনি সচেতন ভাবে এটা ব্যবহার করেন নাই।

এই রকম অনেক শব্দ আছে যা ভারতীয়রা অত্যন্ত কৌশলে আমাদের বাংলা ভাষায় অনুপ্রবেশ করিয়েছে ঐ সব ভাদা (আপনার ভাষায়) দের মাধ্যমে! B:-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:১০

আমার প্রিয় দেশ বাংলাদেশ বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঈগল ভাই, এটা যে ভাদাদের কাজ তার প্রমাণ কি? বাই দা ওয়ে, আপনি কি ভারতীয়?

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫১

হেদায়েত বলেছেন: ভারতের পা চাটে ভাদারা তেল পেয়ে খুশি হন দাদারা

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৪

উপপাদ্য বলেছেন: ভারতীয় মুভিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হলেও যারা প্রতিবাদ করতে লজ্জা পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.