নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় দেশ বাংলাদেশ

আমার প্রিয় দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

ছাগলের জন্য বিজ্ঞাপন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

মেয়েদের জন্য সেনিটারী প্যাড সেনোভা, রাস্তায় প্রচুর বিজ্ঞাপন, বিলবোর্ড। এমন একটি বিলবোর্ডে পিতা কন্যার ছবি। পিতা বলছে, “বাবা হয়েও সংকোচ করিনি, সচেতন হয়েছি। আপনিও সচেতন হন।”

এই বিজ্ঞাপনটিকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। বাবা হয়েও সংকোচ করিনি, বেহায়া হয়েছি, আপনিও আমার মতো বেহায়া হোন।” এটা আসলে গরুর বিজ্ঞাপন শুধুমাত্র ছাগলদের জন্য।



ভাবখানা এই রকম যে, বিজ্ঞাপন দাতার বাপ, দাদা, চৌদ্দপুরুষ অচেতন ছিল এবং গুষ্ঠীর মধ্যে সেই প্রথম সচেতন হয়েছে। বাস্তবে দেখা যাবে, তার গুষ্ঠীর সকলেই আসলে ভদ্র ছিল, যাদের আদব ছিল, হায়া ছিল। সেই প্রথম ব্যক্তি যার আদব নষ্ট হয়ে বেয়াদব হয়েছে। হায়া নষ্ট হয়ে বেহায়া হয়েছে। যা তার মেয়েকে বলার প্রয়োজন নেই, তাই বলে নিজে ছাগল হয়েছে। তবে মুখে সে বলছে “আমি সচেতন হয়েছি।” ছাগল কোথাকার!!!



বিজ্ঞাপনদাতা নিশ্চয়ই চেতনাতে গরু নয় তো কেন সে আমজনতাকে ছাগল ধারণা করবে?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৭

নীল আকাশ আর তারা বলেছেন: সহমত। বিজ্ঞাপনটা দেখতে আমারও চরম বিরক্তি লাগে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

হেডস্যার বলেছেন:
আপনার বুদ্ধির লেভেল দেখে আমি বিমোহিত।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সমুদ্রপুত্র বলেছেন: তুমি ছাগল।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

পথহারা নাবিক বলেছেন: আসলে বিজ্ঞাপনে বিচিত্রতা আনতে গিয়ে মাথা নষ্ট করে ফেলেছে এরা!! জারজগুলা!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

সূচিপত্র বলেছেন: আমার বুঝ আপনার বুঝ তরমুজ! তরমুজ!!

৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৬

বটবৃক্ষ~ বলেছেন:

হেডস্যার বলেছেন:
আপনার বুদ্ধির লেভেল দেখে আমি বিমোহিত।


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

হেডসারের কমেন্ট পরে হাসতেই আছি!!! এপিক!!!

৭| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০১

করিম কাকা বলেছেন: সব পাগল।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫

রুমি৯৯ বলেছেন: বিজ্ঞাপনদাতা নিশ্চয়ই চেতনাতে গরু নয়
তো কেন সে আমজনতাকে ছাগল
ধারণা করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.