নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় দেশ বাংলাদেশ

আমার প্রিয় দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

ছাগলের জন্য বিজ্ঞাপন (২য় পর্ব)

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:২৫

লিখতে চেয়েছিলাম একটি কমেন্ট। তবে লেখাটা বড় হয়ে যাওয়াতে পোষ্ট দিয়ে দিলাম।



বিষয়টি আরো গভীরভাবে চিন্তা করলে এর আরো একটি ভয়ঙ্কর দিক আছে। কোন জাতিকে মগজ ধোলাইয়ের মাধ্যমে বেহায়া, বেত্তমিজ করে পরবর্তীতে পরাধীন করতে হলে বিজ্ঞাপন একটি মোক্ষম অস্ত্র। বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারনা পেতে এই লিংকের দেয়া পোষ্টটি পড়ে দেথতে পারেন।



এছাড়াও লক্ষ্য করবেন, ভারতীয় মুশরিকরা তাদের পণ্যের বিজ্ঞাপনগুলোতে অত্যন্ত সুক্ষভাবে নগ্নতাকে এমনভাবে প্রাধান্য দেওয়া হয়; উদ্দেশ্য- আমাদের দেশের যুবসমাজের চরিত্র হনন। যারফলে মূল পণ্যের চেয়ে সুন্দরী মেয়েদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়, অর্ধনগ্ন ও যৌনাত্মক ভঙ্গিতে । সারা ভারতে এহেন নগ্ন বিলবোর্ড দেখা যাবে না! যা আমাদের দেশের জনগণকে জোর করে দেখানো হচ্ছে। আমাদের দেশ মগজ ধোলাইয়ের জন্য ফাঁকা ময়দান। যে কেউ যা কিছু করতে পারে আমাদের জাতীয় চরিত্র ধ্বংস করতে। কারণ আমাদের ক্ষমতাসীনরা ব্যস্ত ভারতীয় সহায়তায় ক্ষমতা পাকাপোক্ত করতে এবং হারাম সম্পদ আহরণের মাধ্যমে জাহান্নাম নিশ্চিত করতে। কিভাবে আমাদের জাতীর মগজ ধোলাই করা হচ্ছে। এবিষয়েও লিংকে দেয়া লেখাটা পড়ে দেখতে পারেন...“খোলা মাঠে মগজ ধোলাই ।”



প্রথম পর্ব পড়তে চাইলে এখানে ক্লিক করুন..

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:২৮

হেডস্যার বলেছেন:

কি বালচাল লিকেচেন বাইয়া?

ছাগলামি বাদ দিয়া আগের পোষ্টের কমেন্টের রিপ্লাই দেন। তাইলে বুঝব আপনে পারেন। কইষ্যা ( - )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.