নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় দেশ বাংলাদেশ

আমার প্রিয় দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

চিরন্তন প্রধানমন্ত্রী মোদী

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

পাশাপাশি দুইটি দেশ অথচ দুই দেশের গণতন্ত্রে কতই না তফাৎ। মোদী চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী আর আমাদের প্রধানমন্ত্রী জাতির জনকের তনয়া। উনার পিতা একজন গণতান্ত্রিক নেতা হওয়া সত্বেও ক্ষমতায় থাকার জন্য গণহত্যাকে একটি গণতান্ত্রিক নীতি হিসেবে ধরে নিয়েছিলেন। বাবার আদর্শে অনুপ্রাণিত তনয়া একই নীতিতে বিশ্বাসী। তখন শুধুমাত্র রক্ষীবাহিনী দিয়েই ৩০ হাজার সাধারণ নাগরিকদের হত্যা করা হয়। এবার জনকের তনয়া ঐ কাজটি করছেন র‌্যাবকে দিয়ে।



পিতা, বিশ্বাসী ছিলেন এক দলীয় (বাকশাল) শাসন ব্যবস্থায়, আর কন্যা বিশ্বাস করে গণতন্ত্রে। মুখে সারাদিন গণতন্ত্র আর জনগণ তবে অন্তরে শুধু মাত্র র‌্যাব, পুলিশ, আর বিজিবি। তিনি জনগণ নয় ঐ বাহিনী সমূহকেই সকল ক্ষমতার উৎস হিসেবে ধরে নিয়েছেন এবং কার্যত তা প্রয়োগ করেও দেখাচ্ছেন। নজীরবিহীন এক নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় অবস্থান করছেন। নির্বাচন হবে, জনগণকে ভোট দিতে আসতে হবে তেমন কোন বাধ্যবাধকতা নেই, ভোট হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে।



এদিকে ব্যাপক জনসমর্থন নিয়ে এবার মোদী দিল্লীর ক্ষমতায়। নির্বাচন করিয়েছে কংগ্রেস অথচ জয় পেয়েছে বিজিপি। ঐ আহম্মক কংগ্রেস নেতাদের উচিত ছিল কিভাবে নির্বাচন করিয়ে বিনা ভোটে ক্ষমতায় থাকা যায় তা গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার কাছ থেকে জেনে নেয়া। আজ কংগ্রেস ইতিহাস আর আওয়ামী লীগ বর্তমান। তবে মোদী যদি কংগ্রেসের মতো একই ভুল করে তবে তার ক্ষমতাও চিরস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই, সে যত স্বচ্ছ ভাবেই দেশ পরিচালনা করুক না কেন। মোদী কাছে প্রস্তাব, “এতো পরিচিত অপরিচিত ব্যক্তিদের মন্ত্রী বানালেন, উচিত ছিল শেখ হাসিনাকেও ঐ ধরনের একটি দায়িত্ব দেয়ার। হতে পারতো তা পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কিংবা দিল্লীতে নতুন এক মন্ত্রণালয় খুলে তার মন্ত্রী। যদি মোদী ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় তবে ঐ মন্ত্রণালয়টি হবে খুন ও গুম মন্ত্রণালয়, দায়িত্বপ্রাপ্ত অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন মন্ত্রী, শেখ হাসিনা। মোদীর এই একটি সিদ্ধান্তই তাকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য যথেষ্ট। কারণ শেখ হাসিনাতো ইতোমধ্যেই ক্ষমতায় চিরস্থায়ীত্ব অর্জন করেছেন। জানতে চাইলে ক্লিক করুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.