![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করেই বাংলামটর থেকে রূপশী বাংলা যেতে রাস্তার ডান পাশে সুইটড্রীম এর এক বিরাট বিজ্ঞাপন। সুইটড্রীম হচ্ছে নারীদের বিভিন্ন ধরনের অন্তর্বাস বিক্রয়ের একটি প্রতিষ্ঠান। একটি কথিত অতি সুন্দরী মডেল স্বল্পতম বসনে বসে আছে শরীরের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে। বড় করে লেখা, “সব তোমারই জন্য”। এর চেয়ে প্রকট অশ্লীল আবেদনময়ী বিলবোর্ড আর কি হতে পারে? স্কুলে শিশু/কিশোরদের কে আমাদের নাস্তিক মন্ত্রী শিখাচ্ছে যৌনতা আর দেশের প্রধান সড়ক সমূহের পার্শ্বে থাকছে ভয়ংকর অশ্লিলতা। এখন প্রশ্ন, ভারতের মত ধর্ষকের দেশ হতে আমাদের কত বৎসর সময় লাগবে?
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাথায় কাপড় দেন অথচ দেশে অবাধে নারীজাতিকে অশ্লিলতার লক্ষ্যবস্তু হিসাবে পরিনত করার প্রকাশ্যে ঘৃণ্য অপচেষ্টা চলছে। এই মাথায় কাপড় দেয়াটা যদি ধর্মীয় কারণে হয় তবে দেশে এহেন অশ্লিলতা বিস্তারে তিনি অনুমতি দিতে পারেন না। তবে যদি তা রাজনৈতিক কারণে হয়, সে ক্ষেত্রে এ জাতির কপালে দূর্ভোগ অবধারিত।
ইংরেজীতে একটি প্রবাদ আছে “World is a bad place, not for the actions of bad people but for the inaction of good people”.
পৃথিবী আজ বসবাস অযোগ্য হয়েছে, খারাপ মানুষদের কর্মের কারণে নয়, বরং ভাল মানুষদের নিষ্ক্রিয়তার জন্য।তাই আমাদের এখন করণীয় কি? আমদেরকে (good people) এখন একশানে যেতে হবে। আমরা চাই এই মূহুর্তে সুইট ড্রীমের ঐ অশ্লিল বিজ্ঞাপন সরিয়ে ফেলা হোক। যদি তা না সরানো হয় তবে আমরা এ দেশের ভাল মানুষদের (যুবক শ্রেণী) কে অনুরোধ করবো সুইটড্রীমের দোকান সমূহ ভাংচুর করতে। দিনে হোক রাতে হোক, ইট পাথর মেরে হোক কিংবা লাঠি দিয়ে পিটিয়ে হোক দোকানের ভাংচুর করতে হবে।
যেহেতু ভাল মানুষরা এটা করবে, তাদের কাছে অস্ত্র গোলাবারুদ থাকার কথা নয়। দরকার ও নেই তার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক দিক থেকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতেই হবে। ঐ ধংশযজ্ঞ চালাতে কেউ যদি ভয় পায়, সে ক্ষেত্রে নিজেদের মধ্য থেকে ফান্ডের ব্যাবস্থা করে বস্তির টোকাইদেরকে ঐ দায়িত্ব দেয়া যেতে পারে। সরকারের কাছ থেকে এ বিষয়ে সহযোগীতা আশা করা হবে ইহুদীবাদী ইসরাইলের কাছ থেকে পেলেসটাইনবাসীদের মুক্তি আশা করার মত।
বিজ্ঞাপন কিভাবে একটি জাতিকে ধ্বংস করে জানতে চাইলে লিংকে ক্লিক করুন-
১। Click This Link
২। Click This Link
আমাদের শিক্ষামন্ত্রী শিশু/কিশোরদের কিভাবে যৌনশিক্ষা দিচ্ছে জানতে চাইলে লিংকে ক্লিক করুন-
Click This Link
২| ২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
রেজওয়ান করিম বলেছেন: অনেকদিন আগে আমিও একটা লেখা লিখেছিলাম
Click This Link
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
রেজওয়ান করিম বলেছেন: বড়ই ভয়ংকর, এগুলো বন্ধ করা উচিত