![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৫ জুলাই নয়াদিগন্তে সাবেক এমপি রনি মাননীয় তথ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক খোলা চিঠি লিখেছেন সম্পাদকীয় পাতায়। সমালোচনার শুরুতে আজ রনি সাহেবকে ইতিবাচক প্রশংসা না করে পারা গেলো না। বিষয়ের বাস্তবতা আর ভাষার তীক্ষèতার সমন্বয় ছিল অপূর্ব। অত্যন্ত ক্ষুরধার লিখনি পড়ে মনে হলো রনি সাহেব সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কথায় আছে, “পাত্রে আছে যা, ঢালিলে পরিবে তা।”
রনি সাহেবের মানসিকতাতে যদি সমাজ সংস্কারের মত বিষয় থাকে, উনার লিখনিতে তা বেরিয়ে আসতে বাধ্য। তবে প্রশ্ন হচ্ছে এই পতনমুখ জাতির পতন তিনি কতটুকু রক্ষা করতে পারবেন? সেটাই দেখার বিষয়। উনি যে একজন সমাজ সংস্কারক তার সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে সরকারি দলের এক জন সাংসদ হয়েও তিনি যে পরিমাণ নিগৃহের স্বীকার হয়েছেন তা এক বিরল ঐতিহাসিক উপাখ্যান। একটি পতনমুখ জাতির পেশাজীবী এবং রাজনীতিবিদরা যেখানে সমাজ ধ্বংসের প্রতিযোগিতায় লিপ্ত সেখানে রনি সাহেবের মতো সংস্কারকদের পরিণতি জেল-জরিমানা পর্যন্ত হওয়াটা একান্ত স্বাভাবিক, হয়েছেও তাই। তবুও দেশের দক্ষিণ অঞ্চলের মানুষদের যে সাহসী মানসিকতা তা তিনি বজায় রেখে লিখে চলেছেন, তার জন্য তাকে সাধুবাদ জানাই। উনার “সম+আলোচনার = ১ম পর্ব” পড়তে ক্লিক করুন Click This Link
আমাদের দেশে/জাতির মন-মানসিকতার প্রাঙ্গনে শত্রুর মনস্তাত্বিক যোদ্ধারা কিভাবে খোলা মাঠে মগজধোলাই করছে তা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পড়ুন, ‘খোলা মাঠে মগজ ধোলাই’ লিখাটি। Click This Link
২| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪
ইলি বিডি বলেছেন: পাত্রে আছে যা, ঢালিলে পরিবে তা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২০
ঢাকাবাসী বলেছেন: উনি তো চেষ্টাটুকু করছেন এজন্য তিনি প্রসংসা পেতেই পারেন।