নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় দেশ বাংলাদেশ

আমার প্রিয় দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

মমতার এক বাংলার প্রহসন!

২১ শে জুন, ২০১৫ রাত ২:৪১

মমতা বলেছে দুই বাংলা এক, সাংষ্কৃতিতে কোন ভেদাভেদ নেই, হ্যা ইংগিতটা বুঝতে হবে, প্রশ্ন হচ্ছে দুই বাংলা এক হলে সমস্যা কোথায়? ভারতীয় দালাল (ভাদা) দের পক্ষে বিষয়টি উপলোব্ধি করা সম্ভব নয়।

ভাদা ব্যাতীত বাংলাদেশের আপামর জনসাধারন মমতার এই ভয়ংকর মসকরা ধর্তব্যে নিয়েছে। দুই বাংলা এক, তবে তিস্তার পানি খাবে এক বাংলা আর অপর বাংলা শুকিয়ে মরুক। প্রেম শুধু মুখে আর ভাষাতে, অন্তরে গোখরা সাপের বিষ।

দুই বাংলা এক, তবে এক বাংলা অপর বাংলার সীমান্ত বাসীকে নির্বিচারে হত্যা করবে। মুখের ভাষায় প্রেম, তবে অন্তরে ঘাতক বুলেট।
দুই বাংলা এক, তবে এক বাংলার ধর্ষিত কিশোরী মৃত ফেলানী তারকাটায় ঝুলে থাকবে আর ওপর বাংলা দূর্গন্ধময় বোগল দাবাবে।

দুই বাংলা এক, তবে পূর্ব বাংলার টিভি চ্যানেল পশ্চিম বাংলার মানুষ দেখতে পারবে না। ফেন্সিডিল তৈরী করবে পশ্চিম বাংলা তবে তা দিয়ে ধ্বংস করা হবে পূর্ব বাংলার যুব সমাজ।

মমতার “দুই বাংলা এক” বক্তব্য হচ্ছে এ দেশের আপামোর জনসাধারণের জন্য ভয়ংকর এক প্রতারণামূলক প্রহসন। ওরা হারাম গো-চনাকে পবিত্র মনে করে এবং চরম তৃপ্তি নিয়ে তা পান করে, শিব লিংগ আরাধনা করে, গরুকে জাতীয় মা আর গান্ধীকে জাতির পিতা বলে। মানুষ ও গরুর সমন্বয়ে যে জাতি তাদের সাথে আমাদের মিল কোথায়?

ঐ জাতি আর বাংলার মুসলমানদের সংষ্কৃতি এক হয় কী করে? আর এ দেশের যে সকল মানুষ মমতার/মোদীর কথা বেদ বাক্যের মত ধারণা করে তারা হচ্ছে ভাদা, তারা মানষিকভাবে গো-চনা পানকারী/শিবলিংগ পুজারী। ইতোমধ্যে তাদেরকে ক্ষমতার ঢালপালাতে বিচরণ করতে দেখা যাচ্ছে। যেমন একজন প্রতিমন্ত্রী বক্তব্য দিয়েছেন, “ধীরে ধীরে আমরা একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি!” (Click This Link)

আফসোস এই জাতির ভবিষ্যত নিয়ে, তবে মীর জাফর কিংবা জামাত-শিবিরকে আমরা কেন গালি দেই? দালাল-দালালই, হোক সে পাকিস্তানের পক্ষে কিংবা ভারতের পক্ষে।

মহান আল্লাহ পাক এ দেশের ৯৮ভাগ মুসলমানকে সচেতনতা দান করুন। আমীন।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ ভোর ৫:০৭

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: মমতা ফালতু মহিলা।

২| ২১ শে জুন, ২০১৫ ভোর ৫:৪৮

জাহাজ ব্যাপারী বলেছেন: মামা বাড়ীর আবদার

নির্লজ্জ দালালে দেশ ছেয়ে গেছে - বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ইণ্ডিয়ার গোলাম (তথা গেলমান) হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

৩| ২২ শে জুন, ২০১৫ সকাল ৯:৫৭

ডার্ক ম্যান বলেছেন: একেক জাতির একেক সংস্কৃতি। একেক ধর্মের একেক রীতি। মমতা আমাদের ন্যায্য হিস্যা না দিয়ে অমানবিক আচরণ দেখাচ্ছেন তার মানে এই না যে আপনি অন্য দেশের সংস্কৃতি নিয়ে কটু কথা বলবেন

৪| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৪১

পলপট বলেছেন: বস! দারুন বাশঁ দিছেন এক্কান! ধন্যাপাতা আপনাকে এক বস্তা দিলাম

৫| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:৪২

পলপট বলেছেন: ডার্কম্যান ভাই আপনারে দালালী করার উপহার হিসেবে এক বস্তা আইক্কাওয়ালা বাশঁ দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.