![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম অসুখ যে গ্রাম থেকে আমি এসেছি সেখানের বুড়ো চাষারা তাকে আদর করে ডাকে বেহেস্তের খামার নামে। সূর্যের অসময়ের ছেলে আমার বাবা মাকে সে ডাকতো পরাণ পাখি নামে, যেখানে তারা আমাকে পাঠিয়েছে সেখানের সুন্দরীরা তাকে আদর করে ডাকে "হাইই হ্যাণ্ডসাম দো্যখের বাগান'।
গত বই মেলার কিছুদিন আগে এই বইটি বেরিয়েছে।
কিন্তু তখন এখানে তার কোন খবর দিইনি।
তাই এখন বলা যেতে পারে এটা একটি বাসী বইয়ের বিজ্ঞাপন।
বইটি প্রকাশিত হয়েছে ধূপছায়া প্রকাশনী থেকে।
পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ চত্তরের কালনেত্র স্টলে এবং আজিজ মার্কেটে আর কবির নিজ ব্যাগে , সব নর্দমায়, ডাস্টবিনে।
মূল্য ৮০ টাকা।
প্রচ্ছদ করেছে সোহাগ।
মোট ৬৪ টি কবিতা আছে বইটিতে
লেখার সময়কাল ২০০২-২০০৭।
আপনারা বইটি সংগ্রহ করে পড়তে পারেন।
তারপর এই প্রলাপ গুচ্ছ যে অসহ্য ভ্রমনের অভিজ্ঞতা আপনাদেরকে উপহার দেবে
তার রাগে, দুঃখ্ অপচয়ের বোকামীতে
আপনাদের নির্জন আত্মার আড়ালে আর আমার উন্মাদ চোখের সামনে , আমাকে নিয়ে এক গ্রন্থ বা কবিতা পোড়ানোর উৎসবে
আমাদের পরস্পর কে ডেকে নিয়ে যাবে সময়ের অমোঘ ডাক
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৩
প্রবর রিপন বলেছেন: হ্যা কোনটার কারনে কেউ যদি পড়ে!!!
কিনে ঠক্তে পারেন।ধন্যবাদ
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
মুয়ীয মাহফুজ বলেছেন: আমি আগেই কিন্যা ঠকছি ঠইক্যা কইলাম ভালাই লাগছে
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
মুয়ীয মাহফুজ বলেছেন: বইটা আমার প্রিয় ১টা বই।বই থেকে কিছু কবিতা দে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১
যশোর০০৭ বলেছেন: বইট ফেসবুক এ বিজ্ঞাপন দেখলাম। এখন ব্লগেও দেখছি। কেনার ইচ্ছা আছে। ভালো থাকবেন।