নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

বছর শেষের যোগ-বিয়োগ !

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

নতুন বছর, নতুন প্রত্যয়, নতুন সব প্রত্যাশা। অনেক অনেক নতুনের ভীরে পুরোনো জীবনটাকে নতুন করার স্বপ্ন। মাকড়সার জালের মত আটকে থাকা অতীত সময় থেকে বেরিয়ে এসে শুধু ভবিষ্যতের দিকে চোখ মেলে তাকানো আর সফলতাময় জীবন কামনা।



ভাবছিলাম নিজেকে নিয়ে কিছু একটা লিখবো, লেখাটা আসলে হিসেব বিজ্ঞেণের ডেবিক ক্রেডিটের মত যোগ বিয়োগের খেলা। জীবনে কি আসলো কি গেল আর যা ছিল তাই রয়ে গেল।



সাদামাটা জীবন যাকে বলে, সিম্পলী রংহীন একটা জীবন আর গায়ে মিশে আছে মেটো গন্ধ। মাটি ভাল লাগে, ভাল লাগে গ্রাম। গ্রামে গিয়েছিলাম গত বছর। অনেক আনন্দময় সময় কেটেছিল, আরো আনন্দময় হতো কিন্তু তা একজন মানুষের উপস্থিতি সাপেক্ষে।



গেল বছর পহেলা বৈশাখের দিনটা খুব একা কেটেছে, অবশ্য স্মৃতি রোমান্থন করতে ভুলিনি কারণ তার আগের বছরের সেই বেশোখের দিনটিই ছিল আমার জীবনের অন্যতম এক দিন।



কর্মক্ষেত্রে পদোন্নতি পেলাম। যদিও প্রত্যাশার তুলনা এখানে আনবোনা তারপরেও সম্মান প্রাপ্তি নিশ্চয় ভাল লাগার।



ইউনিভার্সিটির রেজাল্টগুলো আশানুযায়ী ভাল ছিল, অবশ্য বাস্তবিক ডেবিক-ক্রেডিট বিষয়ে বরাবরের মত ডাব্বা।



ফোন না ধরা, না ফিরতি কল করা, চরম এই বদভ্যাসগুলো গেল বছর আরও পাকাপোক্ত হয়েছে।



নতুন করে কারো সাথে বন্ধুত্বও হয়নি আবার পুরনো বন্ধুদের কেউ বাদও যায়নি।



কিছু মানুষ আমার উপর মহা ক্ষাপা আছে এবং থাকবে, এটাই অবধারিত। তাদের রাগ না ভাঙিয়েই আমার নতুন বছরের পদযাত্রা।



অধিকতর খারাপ যে ব্যপারটি হল, টুকটাক আবেগ নিয়ে যে খেলা করতাম আর সেগুলোকে শব্দের বুননে একটা কথামালার নকশী কাথাঁ তৈরী করতাম সে বিষয়টি মোটেও চলমান থাকেনি। নিজেই নিজেকে দুষেছি তাতেও লাভ হয়নি।



আরও যে কি কি সব আছে, সব তো আর মনে পড়ছেনা, যা পড়লো তাই তুলে রাখলাম এই ব্লগ পাতায়। যদিও এই কমিউনিটি ব্লগের একটি পাতায় জুড়ে থাকবে আমার ব্যক্তিগত ব্লগ, তাতে কি নিজের কথা না হয় আজ সবাই জানলো।



আর হ্যা, শেষের পরেও যে কথা রয়ে যায়, আমার প্রিয় একটা মানুষ আছে। খুব প্রিয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

প্রতীতি বলেছেন: সব নিয়েই ভাল থাকুন সাথে সবাইকে ভাল রাখুন।

২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

মাহিরাহি বলেছেন: কেমন আছেন, অনেক দিন পরে ব্লগে!

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

শায়মা বলেছেন: বছর শেষে স্মৃতিচারণ পড়ে মজা পেলাম.........


আরেকটা বছরও তো শেষের পথে প্রায় ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.