নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাংলার ক্রিকেট

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

আমাদের বাংলার ক্রিকেট;



- আমাদের হয়তো সেরকরম ভাল কোন ক্রিকেট মাঠ নেই, রংচটা, ভাঙাচোড়া;

- খেলার মাঠে ফ্লাড লাইটের আলো দিতে গেলে পাশের দুচারটে মফস্বলে লোডশেডিং দিতে হয়;

- বিদেশী কোন টেলিভিশন চ্যানেল আমাদের খেলা দেখাতে চায়না - ওটাতে না কি স্পন্সর পাবেনা;

- ৯ নম্বরে থাকা অনেকেই আমাদের সাথে খেলতেই চায়না;

- বিদেশী সাংবাদিকদের কলমে শুধু "আনপ্রেডিকটেবল টিম" শব্দটাই উঠে আমাদের জন্য;

- ৬ফুট ৫ ইঞ্চির কাছে আমাদের ৫ ফুট ২ ইঞ্চি হয়তো সত্যিই বেমানান;



:: আমাদের অনেক কিছুই নেই, তবুও যখন একটা খেলা হয় এই বাংলার মাটিতে -



- এই আমরা বাঙালীরাই সেই খেলার টিকেট কাটতে গিয়ে ব্যাংক ভেঙে ফেলি, পুলিশ না পেরে টিয়ার গ্যাস মেরে আমাদের ছত্র ভঙ্গ করে;

- টিকেট না পেয়ে গাছের মগডালে উঠি, বাউন্ডারী ছাড়া ছাদের কিনারায় বসে জীবনটাকে ঝুকেঁ দিয়ে দেখি চার-ছক্কার মার;

- আমরা অভাবী জাতি, তবুও আমাদের গলার জোড় এতো - একটা ছক্কা পেটালেই নারায়নগঞ্জের ফতুল্লা থেকে সেই শব্দ এই ঢাকা অব্দি শুনতে পারি;

- আমাদের ধৈর্যটাও কম, গালি দিতে যেমন কম যাইনা, আবার একটা শতক কিংবা পঞ্চাশে - আমাদের পুচকে পুচকে ছেলেপিলেগুলোকেই বানায়ে ফেলি বাঘের বাচ্চা;

- কোন দল নেই, কোন মত নেই - উত্তর-পূর্ব-দক্ষিণ-পশ্চিম পুরো গ্যালারিটাকেই বানিয়ে ফেলি ছোট্ট এক ভুখন্ড বাংলাদেশ।



:: আমরা জানিনা, কিন্তু আমরা জানি - খেলার জন্য আর কেউ কাঁদুক কিংবা না কাঁদুক - আমরা বাঙালীরা একটা খেলার জন্য এক ফোঁটা হলেও চোখের জল ফেলতে পারি।



আমাদের বাংলাদেশের ক্রিকেট, এক অবিচ্ছ্ন্ন আবেগের অনুভূতি।



সাবাশ বাংলাদেশ,

সাবাশ বাংলার ক্রিকেট দল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

রাজীব দে সরকার বলেছেন: হুমম

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমাদের বাংলাদেশের ক্রিকেট, এক অবিচ্ছ্ন্ন আবেগের অনুভূতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.