![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--- : শর্ত প্রযোজ্য : ---
বাজারে গিয়ে দেখি সব জিনিসের দাম তিন থেকে চার গুণ চড়া ! কি আর করা, অবরোধ – হরতাল ...
- ভাবছেন তাই বলে আমি রাজনীতি করি না ? ভূল !
বাড়ীর ছোট ছেলেটার জেএসসি পরীক্ষা ছিল, হরতালে এক্সাম রুটিনের বেহাল দশা ! বেচারা বাচ্চাটা .....
- তাই বলে ভাবছেন আমি রাজনীতি করবোনা ? ভূল !
বড় মেয়েটার ভর্তি পরীক্ষা ছিল ভার্সিটিতে, যানবাহন ভাংচুরে সে পরীক্ষায়ই যেতে পারলোনা !
- এবারও কি ভাবছেন ? তাই বলে আমি রাজনীতি থেকে সরে এসেছি ? ভূল !
এতো হরতাল তবু অফিস বন্ধ নেই, গেল বার ককটেল দৌড়ানিতে খালি খালি পুলিশের প্যাদানী খেলাম !
- ভেবে ফেলেছেন এরপরেও কি আমি রাজনীতি করি ? জ্বী মশাই !
আমরা বাঙ্গালী, আমরা বাঙাল -
তাইতো যতই প্যাদানী খাই আর ওষ্ঠা খাই না কেন -
রাজনীতি আমরা ঠিকই করি -
ক’টা গাড়ী পুড়লো, কি মানুষ মরলো,
আর হরতাল -অবরোধে পেয়াজেঁর দাম বাড়লো কি কমলো, সে খবর কে রাখে -
আমরা রাজনীতি করি।
নিজের ক্ষতি পাগলেও বোঝে;
শুধু বুঝিনা, আমরা বাঙ্গালী, আমরা বাঙাল ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:২১
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: নিজের ক্ষতি পাগলেও বোঝে;
শুধু বুঝিনা, আমরা বাঙ্গালী, আমরা বাঙাল ।
আমার মনের কথা বলেছেন ভাই