নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

চার'টে কথা

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

_____________________________________________

১ম কথা -

......................................................................................................



ডিসেম্বর মাস আসলেই রাস্তায় পতাকা বিক্রী শুরু হবে, এটা প্রায় জানা কথা;

তো, আজ অফিসে আসার পথে এরকম এক পতাকা বিক্রেতা'র সাথে দেখা,



আমি থেমে জানতে চাইলাম - পতাকা বিক্রী হবে ?

পতাকাওয়াল বলল - হবে, কোনটা নিবেন

আমি বললাম - আমাকে এমন পতাকা দাও যে টার মধ্যে আওয়ামীলীগ আর বিএনপি লেখা আছে

লোকটা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো,

ওর দৃষ্টি'টা ফেরাবার জন্য বললাম - কি ভাই, আছে এমন পতাকা ?

লোকটা কেমন আহত দৃষ্টিতে তাকিয়ে বলল - এই টা কি কন মামা, দেশের পতাকার মধ্যে আওয়ামীলীগ - বিএনপি থাকবো কেন ?

আমি আর কি বলবো তাও বললাম - দেখো ভাই, দেশ'টা কার ? তোমার না আমার ? আসলে আমাদের কারোরই না, তাহলে কার ? এই দেশ'টা হল এই দুইটা দলের আর দলের ভেতর থাকা কিছু মানুষের, তো দেশ যখন তাদের তাহলে পতাকা কেন হবে গণমানুষের ? পতাকাও হোক তাদের !

আমরা সাধারণ মানুষগুলোও তো যেমন তেমন; দেশের ১৬ কোটি মানুষ আজ দুটি দলে বিভক্ত, নিজের বলে তারা কিছুই ভাবতে পারেনা, আমি -তুমি এই ১৬ কোটির মধ্যেই তো, তাহলে কেন পতাকায় তাদের নাম বা ছবি থাকবেনা ?




আমার লম্বা ডায়লগ শুনে বেচারা পতাকাওয়ালা হা করে রইলো, কিন্তু কিছু বললো না।





_____________________________________________

২য় কথা -

......................................................................................................



প্রশ্নটা যদি এমন হয়, আমরা ১৬ কোটি মানুষ ভোট দেই কেন ? খুব সহজ এবং সাধারণ উত্তর - সরকার নির্বাচিত করার জন্য । ভালো।

আমরা ভোট দেই কাদেরকে, আওয়ামীলীগ আর বিএনপি'কে, এই তো ?

তাহলে কেন ভোট দেই, তাদের যে দল ক্ষমতায় আসবে সে দেশ চালাবে, আর আরেকদল বিরোধী দলে থাকবে। খুবই ভালো। - এটাই তো সাধারণ সমীকরণ।

এখন, দেশে যদি কোন সমস্যা দেখা দেয় তার সমধান এই দুই দলই করবে, সে সংসদে বসে করুক, রাষ্ট্রপতির বাড়ীতে করুক বা খোলা মাঠে করুক একটা না একটা জায়গায় বসে যেকোন সমস্যার সমাধান করবে।



এই মাস কয়েক হতে চললো, নির্বাচর ইস্যু নিয়ে আমাদের এই দুই দল যে হারে গ্রাম্য মহিলাদের মত ঝগড়া বিবাদ করেই চলেছে, তাতে সমধানের তো কোন নিশানাই নাই, উল্টো নতুন নতুন বির্তকে জড়িয়ে যাচ্ছে এই দুই দল। আর সমস্যা'টা এমনই কোনভাবেই এই দুই দল অভিন্ন মতামতে পৌছতে পারছেনা।



শেষ মেষ কি হচ্ছে, ভারত থেকে আমেরিকা থেকে লোক পাঠাচ্ছে দেশের সমস্যা সমাধানের জন্য।



তাহলে এই ১৬কোটি বেকুব জনগণ যে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করলো, কিসের জন্য করলো ? যে লক্ষ্যের জন্য ভোট দিল সে লক্ষ্যই যদি পূরন না হয় তবে তাদের'কে কেন ভোট দিতে হবে ?



এক কাজ করুক, এখন থেকে আর কোন আওয়ামীলীগ - বিএনপি নয়, বলে দিক কোন দেশ আমাদের চালাবে আমরা সেই আমেরিকা-ভারতকেই ভোট দিয়ে এদেশের সরকার নির্বাচিত করি।



সমাধান যেহেতু আমাদের দলগুলো করতেই পারবেনা, তো তাদের দরকার নেই; যে করছে বা করবে তারাই ক্ষমতাই আসুক।





_____________________________________________

৩য় কথা -

.....................................................................................................



আমরা সাধার‌ণ নাগরিকেরা হরহামেশাই একটা কথা বলে থাকি - " দেশ গোল্লায় যাক তাতে আমার কি ? "

কিন্তু আপনি ভেবে দেখেছেন কি; দেশ গোল্লায় গেলে আপনি কোথায় যাবেন ? আপনিও তো গোল্লায় যাওয়ার কথা, আর এক্ষেত্রে শুধু আপনি না, আপনার সাথে যাবে আপনার ছেলে-মেয়েরাও , আপনার ছেলে মেয়ের' ছেলে-মেয়েরাও গোল্লায় যাবে, মানে ... এক জেনারেশন থেকে আরেক জেনারেশন গোল্লায় যেতেই থাকবে !



আপনি যখন এরকম গোল্লায় যাবার কথাটি বলেছিলেন তখন কি ভেবেছিলেন কিসের প্রেক্ষিতে এই কথাটি বলতে বাধ্য হয়েছেন, হয়তো রাগ, ক্ষোভ কিংবা আবেগের বশবর্তী হয়েই কথাটি বলে ফেলেছিলেন।



এখন প্রশ্ন হচ্ছে কার উপর সেই রাগ বা ক্ষোভ ? আপনার মত দেশের অন্য সব সাধারণ মানুষের উপর রাগ ? না ব্যাবসায়ীর উপর ক্ষোভ ? না পাড়ার মোড়ে যে পান-বিড়ির দোকান দেয় তার উপর অভিমান ? আসলেই কোনটিই না !



আপনার এই রাগ কিংবা ক্ষোভ এদেশের পঁচা রাজনীতির উপর আর রাজনীতির সাথে জড়িত মানুষগুলোর উপর ! যারা সংখ্যায় খুব অল্প কিন্তু ক্ষমতাধর, তারাই আপনাকে নিষ্পেসিত করে, বঞ্চিত করে, এবং শোষণ করে। তারা মিথ্যে বলে, অন্যায় করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, অসত্য তাদের পুজিঁ, তারা প্রাতর‌ণা করে আমাদের মুল্যবোধের সাথে। আপনার রাগ সেইসব ক্ষমতাধর মানুষগুলোর উপর যারা ক্ষমতায় থাকে ।



তাহলে কেন তাদের ভাল'র জন্য দেশের গোল্লায় যাওয়া কামনা করবেন, ভাল একারণে বলছি তারা ফুলে ফেপে উঠছে বলেই দেশ গোল্লার দিকে যাচ্ছে !



আসুন না, দেশ যদি সত্যিই গোল্লায় যাবার পথে হাঁটতে শুরু করে আমরা ১৬ কোটি বাঙালী সেই পথের মুখে দাড়িয়েঁ যায়। দেশকে গোল্লায় যাবার পথে আটকে দেই। ব্যারিকেড দেই, অবরোধ করি। সমস্বরে চিৎকার করে বলি, আমরা দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি।



রাজনীতি, রাজনীতিবিদ আমাদের সাথে বেঈমানী করলেও দেশ আমাদের সাথে কখনো বেঈমানী করতে পারেনা এবং করবেনা, এইটা দেশের অঙ্গীকার, মানুষের দেয়া কোন মিথ্যে শপথ নয়।





_____________________________________________

৪র্থ কথা -

.....................................................................................................



তোমাকে কবে সেই যে ভালবাসি বলেছিলাম, ঠিক তার দিনক্ষণ মনে নেই; তবে এতটুকুন মনে আছে একটা বিশাল মাঠ, অবশ্য সেটা স্কুলের মাঠ ছিল, সেখানে অনেক ছেলেপুলে, ঠিক তার মাঝখানে গলা চেঁচিয়ে বলেছিলাম "তোমাকে ভালবাসি"



তোমাকে ভালবাসি বলতে সেদিন আমার বিন্দুমাত্র লজ্জা করেনি, ভয়ে হাত পা কাপেঁনি, কেমন যেন অবলীলায় নির্লজ্জের মত বলে ফেলেছিলাম ভালবাসার কথাটুকু। আমি এখনও সে কথা মনে মনে ভাবি আর একাই হাসি।



জানো, তারপর তো অনেকটা সময় পেরুলো, বয়স হল, শিক্ষা বদল হল, নামের আগে পড়ে টাইটেল যোগ হল - অনেক কিছুই হল, কিন্তু তোমাকে সেই ভালবাসার কথাটা আর কখনো বলা হলোনা। কিভাবে জানি সময়গুলো দ্রুতই চলে গেল, অনেক কিছুই পেলাম, কিছু হারালাম, যোগ বিয়োগ শেষে ভাগ অবশেষে নিজের জীবনের যতটুকু সঞ্চয় তাতে খুশী বেজার যাই হই না কেন, তারপরেও তোমাকে আর কখনো বলা হয়নি "তোমাকে এখনও ভালবাসি"



হে প্রিয় দেশ, আমি সত্যি বলছি সেদিন স্কুলের মাঠে এসেম্বেলীতে সেই যে চেঁচিয়ে সবার মাঝে বলেছিলাম - "আমারা সোনার বাংলা; আমি তোমায় ভালবাসি" ওটাই সত্যি, ওটা এখনও সত্যি; কিন্তু তারপর থেকে আর কখনো চেঁচিয়ে বলা হয়নি, চিৎকার করে বলতে পারিনি, পরনের শার্টটা খুলে মাথার উপর ঘুরিয়ে বাউন্ডুলে ছেলের মত বলতে পারিনি, আমি এখন এবং জীবনের শেষ অবধি "আমি আমার দেশকে ভালবাসি, ভালবাসি এবং ভালবাসি"

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

অনিক্স বলেছেন: sotti i tai

২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

অরি বলেছেন: চার'টে কথার একটি কথা হলো ভালবাস দেশকে, এইতো ? দেশকে ভালবাসি বলেই তো এতো লেখা। খোকা লেখে যা অবিরাম--।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: চারটা কথাই খুব ভালো লাগলো!


আমি আমার দেশকে ভালবাসি, ভালবাসি এবং ভালবাসি

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=OiF3xFjD5Ik

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫১

রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে রোবেন টা কে সেটা একটু দেখে আসবেন :P

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.