নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

গালগপ্পো - ১

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫১

১৪ ফেব্রুয়ারী'২০১৪



আজ সকালটায় একটা ট্রিকস্ সেট করলাম, ফেসবুকে দেয়া জন্ম তারিখটা শুধু "only me" করে দিলাম, যাতে অন্য কেউ দেখতে না পারে। আজ আমার জন্মদিন ছিল। দেখতে চাইলাম কয়জন আমার প্রিয় মানুষ বা বন্ধু বা সহকর্মী আমার এই বিশেষ দিনটাকে মনে রেখেছে।



ছোটবেলা থেকেই নিজেকে মাঝে মাঝে খুব মহান মানুষদের কাতারে দাড় করিয়ে ফেলতাম, ইচ্ছে'টা এমন হতো হয়তো আমি খুব ভাল গায়ক সেরকম স্টেজ পারর্ফম করি, সবাই আমাকে চিনে, বা মহাকাশ অভিযান শেষে বাড়ী ফিরেছে সবাই এক নয়ন আমাকে দেখতে আসছে বা নামকরা এক চিত্রশিল্পী বা এর চাইতেও বড় কিছু; কিন্তু সত্যি বলতে সেটা শধু স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। কিন্তু সেই স্বপ্ন দেখাটা কিন্তু এখনও থামেনি, তবে গতি'টা কমেছে।



যা হোক উদ্দেশ্য'টা ছিল ক'জন মানুষ আমার এই বিশেষ দিনটাকে মনে রেখেছে, একজনও না।



দু:খিত; ভূল বলে ফেললাম, একজন। আমার প্রিয় মানুষ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০

বৃষ্টি'র জল বলেছেন: :)
আর যাদের প্রিয় মানুষটিও ভুলে যায়???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.