নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

গালগপ্পো – ২

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮

১৫ ফেব্রুয়ারী’২০১৪



আমি কি আমার দেশকে আগের মত ভালবাসি ?



ছোটবেলাকার একটা কথা; তখন সম্ভবত আইসিসি’র কোন একটা ফাইনাল ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে বিশ্বকাপ খেলবে, তো যথারীতি শেষ বলে একটা নাটকীয়তা মোড় নিয়েছিল, শেষ বলে ১ কি ২ রান দরকার ছিল।



তখন তো আর এখনকার মত ডিস্কের মুভী ছিলনা, বিটিভি’ই ভরসা ছিল। সেখানে যা দু-চারটে অদ্ভুতূরে নাটক দেখাতো তাই দেখতে গিয়েই ভয়ে চোখের উপর দুহাত টেনে চোখের পাতা বুজতাম। সেদিনের সেই খেলার অংশ’টা ছিল আমার জীবনের এক অন্যরকম ভয়ংকর অধ্যায়। জিতবে না হারবে ?



অত ছোটবেলায় তো দেশপ্রেম, ভালবাসা এতসব বুঝতাম না, শুধু বিশ্বাস করতাম আমাদের দেশ জিতবে অনেক উল্লাস হবে। তাইতো শেষের বলের আগেই অযু করে দু-রাকাত নফল নামাজ পড়ে মোনাজাতে বাংলাদেশকে জিতিয়ে দেবার জন্য প্রার্থনা করেছিলাম। যখন সেই রান করে বাংলাদেশ জিতেছিল, চারপাশে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলাম তখন নামাজ পাটি ছেড়ে উড়ে দৌড়।



সবচাইতে মজা হল, অনেককাল পর্যন্ত আমি বিশ্বাস করেছিলাম, সেদিনের আমার প্রার্থনা আমাদের দেশকে জিতিয়েছিল !





যা হোক, অনেকদিন পর আজ এমন একটা উপলক্ষ আবার এল। তবে ক্রিকেট নয়, ফুটবল, আইএফসি কাপে বাংলাদের ধানমন্ডি ক্লাব আর ইন্ডিয়ার মহামেডান দল। খেলা শেষ পর্যন্ত ট্রাইবেকারে গড়িয়েছে। শেষের কিক, বাংলাদেশের। যদি না পারে হেরে যাবে ! টেলিভিশনের সামনে দাড়িয়ে থাকতে পারলামনা, নিজের ঘরে ফিরতে ফিরতে শুনলাম বেচারা বাংলার ছেলে গোল করতে পারেনি। হেরে গ্যাছে।



আমি কি আমার দেশকে আগের মত ভালবাসি ?



আগের সেই ছোটবেলাকার মত না, আগে ভয় ছিল, শংকা হত যদি হেরে যায় খুব কষ্ট হবে, যদি জিতে খুব আনন্দ হবে। এখনকার অনুভূতি এমন, জিতলেই বা কি আর হারলেই বা কি ! তাতে আমার কি ! দেশ তো আর আমার একার না ! হারুক জিতুক একটা হলেই হইছে !



আমার ভেতর’টা তখন আমার এই লেখায় ভেংচি কেটে বলে “সত্যিটা বলতে পারলি না তো ? এই তোর দেশপ্রেম ?”

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

বোকামন বলেছেন:
আমি কি আমার দেশকে আগের মত ভালবাসি ?

প্রশ্নটা প্রায়ই ভিতরে নাড়া দেয় ...

ভালো থাকুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

প্রচেত্য বলেছেন: ঠিক এভাবেই হয়তো আমাদের সকলের ভেতরই এই একই প্রশ্ন নাড়া দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.