নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি সুখী, নিরতিশয় আনন্দিত ব্লগ !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য

--- : শর্ত প্রযোজ্য : ---

প্রচেত্য › বিস্তারিত পোস্টঃ

গালগপ্পো - ৩

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

১৬ ফেব্রুয়ারী ২০১৪



" চিরতরে চলে যাওয়া মানে একটা আজীবন শূণ্যস্থান ..................... তৈরী হয়ে যাওয়া !

না শোক, বেদনা বা অশ্রুজল, কিছুই পারেনা সেই শূণ্যস্থান'টি পূরন করতে !



রেখে যাওয়া কিছু স্মৃতি, মায়া, ভালবাসাই হয় তখন সেই শূন্যস্থানের উপকরণ মাত্র ! "





মানুষ চিরতরে চলে গেলে কিইবা হয় ? এই উত্তরটি সম্ভবত আমাদের সকলের জানা নেই, শুধু তাদের জন্য খুব পরিচিত এক উত্তর -যাদের চলে গিয়েছে, একসময় যাদের কাছে ছিল কিন্তু এখন নেই।



মঞ্জু সাহেবের বাবা গত শুক্রবার রাতে গত হয়েছেন, এই খবরটা আমি জেনেছি তারও দুদিন পর আজ সকালে। খবরটা শোনার পর দুটো প্রতিক্রিয়া হল, এক. মানুষটা দীর্ঘদিন রোগে শোকে ভুগছিলেন; অবশেষে আল্লাহর কৃপায় তার আত্মা শান্তি পেয়েছে। দুই. তার পরিবারের কথা, মানুষটির দীর্ঘদিনের সঙ্গী তার স্ত্রীর একাকীত্বতা, সন্তানদের পিতৃহীনতা এবং দীর্ঘ অবসাদ।



একজন মানুষ একটা পরিবার, একটা সংসার, একটা দেশ, বা একটা রাষ্ট্র। যার কাছে যেমন অর্থ।



মানুষ চলে গেলে কষ্ট হয়, আবার সেই কষ্ট ভূলেও যায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মানুষ চলে গেলে কষ্ট হয়, আবার সেই কষ্ট ভূলেও যায়
সহমত।
সময় কারও জন্য বসে থাকেনা বা জীবন থেমে থাকেনা চলে তার আপন মনে।
ভাল থাকবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

প্রচেত্য বলেছেন: আসলেই চলে যাওয়াটাই তীব্র কষ্টের এক বেদনার !

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

সুমন জেবা বলেছেন: সময় কারও জন্য বসে থাকেনা বা জীবন থেমে থাকেনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

প্রচেত্য বলেছেন: সত্যি বলেছেন।

৩| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

বৃষ্টি'র জল বলেছেন: আমরা মানুষই অনেক কঠিন , অনেক পাষাণ আবার অনেক নরম।
কত কঠিন সময় পার করি যখন আমাদের মানুষটি চলে যায় , আর সেই সময়গুলো জীবনের তাগিদে আমরা ভুলেও যাই , কিন্তু এক্ষণ যখন মনে পড়ে তখন ভাবি , কিভাবে পেরেছিলাম ঐ সময়টার মুখোমিখি হতে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.