![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--- : শর্ত প্রযোজ্য : ---
অফিসে বসে একটা ভিডিও দেখছিলাম, তখন দুপুর বেলা। মাত্র দুপুরের খাবার খেয়ে বসেছি, আলসোমো'তে চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও'টা অন করেছিলাম, আমাদের দেশের একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খোলা করিডরে কয়েকটা ছেলের ডিগবাজী স্টাইলের ড্যান্স দেখাচ্ছিল ওটাতে।
দেখেছো ছলিম, এরকম ড্যান্স দেখেছো কখনো ?
ছলিমউল্লাহ, আমার অফিসের টিবয়, বয়স ৪০ এর উপর। সংক্ষেপ করে ডাকি "ছলিম"
স্যার, দেখবো কিভাবে, তবে গেরামে দেখছি, পোলাপাইন এ্যামনে লাফ দেয় - ছলিম তার সপ্রতিভ উত্তর দিল
ছলিম'কে শুধরে দিয়ে বললাম, ছলিম এটা তোমার গেরামের লাফ এইটাকে বলে ব্রেক ড্যান্স, বুঝলে ?
জ্বী স্যার, বেরেক ডেন্স।
ছলিমের এই ব্যপারটা খুব ভাল লাগে, ও কিছু বুঝুক আর নাই বুঝুক উত্তর একটা দেবেই। তবে বয়স যাই হোক ছলিম আমার সাথে খুব শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে।
ছলিম পত্রিকা'টা দিবে ? শেয়ার বাজারের হালচাল'টা দেখতাম।
স্যার শেয়ার ? ছলিম খুব আশ্চর্য আর কৌতুহল নিয়ে আমাকে প্রশ্ন'টা করলো।
ও কে আগে কখনো এমনভাবে দেখিনি, তাই আমিও আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম কেন শেয়ারের আবার কি হইছে ?
ও খুব বিজ্ঞ ভূমিকায় আমাকে জানালো "কেন স্যার শুনেন নাই, এই যে দিন দুয়েক আগে তালেবান বাংলাদেশে হামল করবো খবর দেছিল সেইটা শেয়ার করে এক পোলা ধরা খাইছে"
ধরা খাইছে মানে ? স্পষ্ট করে বলো কি হইছে, ওকে পাল্টা প্রশ্ন করলাম।
ছলিমের একটা ব্যপার অনেকদিন খেয়াল করেছি, ও যখন খুব উত্তেজিত হয়ে পড়ে তখন কথা বলার সময় শুদ্ধ ভাষার সাথে আবার গ্রাম্য টানটাও চলে আসে, এ ব্যপারটা আমি মানিয়ে নিয়েছি অনেক আগে থেকেই, কিন্তু আজ ও এই কথা বলার হেয়ালীপনা আমার ভাল লাগছিল না।
স্যার, এক পোলা এই নিউজ'টা পেজবুকে শেয়ার দিছে আর র্যাব তারে ধরে ফেলাইছে, দুপুরে সাম্বাদিক সম্মেলন দেখাইতেছিল।
তাই না কি ? বল কি ? ভিডিও শেয়ার দিয়েই এই অবস্থা ? নিজের ভেতরের প্রশ্নগুলো অস্ফুট স্বরে ছলিমকেই বললাম।
ছলিম বোকার মত মাথা নেড়ে বলল, জানিনে স্যার।
ছলিম চলে যাচিছলো, যাবার আগে বললো, স্যার আপনাকে কি একটু ঠান্ডা পানি আর লেবু-লবণ দিয়ে দেব ?
দাও ! ছলিম জানে আমার কপাল কুচেকেঁ গেলে আমি কোন বিষয় নিয়ে খুব গভীর চিন্তায় ডুবে যায় এর এসময় দুই ল (লেবু + লবণ) এর মিশ্রণ যোগে পানি পান করি।
ছলিম বেরুবার আগে ওকে ডেকে বললাম, ছলিম তুমি একটু সাবধানে থেকো, ফেসবুকে কোন কিছু আবার শেয়ার দিয়ে বসোনা।
বেচারা কে খুব অসহায় লাগলো, মুখটা কেমন কালো হয়ে গেল।
কারণ শুনেছি গেল সপ্তাহে'র শেষ দিনে ও এই প্রথম একটা ফেসবুক একাউন্ট ওপেন করেছে।
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬
বৃষ্টি'র জল বলেছেন: