নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রধাংশু বর্মন

don't know about me

প্রধাংশু বর্মন › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৪৫

প্রধাংশু বর্মন :
সবার জীবনে কিছু পাওয়া না পাওয়া গল্প থাকে। সবাই হয়তো প্রকাশ করতে পারে, আবার কেউ হয়তো প্রকাশ করতে পারে না। আসলে সবার জীবন এক রকম হয় না। কারোর জীবনে সব কিছু ঠিকঠাক মত হলেও অনেকে জীবেন তা হয় অনেক কষ্ঠে। কেউ হয়তো তার যা নায্য পাওনার চেয়ে অনেক অনেক বেশী পায় আবার কেউ হয়োত অনেক করেও কিছুই পায় না। এটাই আসলে বাস্তবতা। এর মধ্যেই আমাদের জীবন চলে। স্বপ্ন আসে আবার স্বপ্ন ভেঙ্গেও যায়। তবু কিন্তু অনেকেই থাকে না। তাদের জীবন চালানোর সংগ্রাম অবিরাম চলমান। আসলে সব কিছু আজ চলে যাচ্ছে তেলবাজদের দখলে। যদি এমন হতো সবাই যেভাবে চলতে চায় সেভাবে চলা যেত কিন্তু ভাগ্যের কিছু ব্যাপার থাকে যা নির্ধারণ করেন অফিসের কর্তা ব্যাক্তিরা। যারা এ মর্ত্যের ভগবান। যাদের কল্যাণে অনেকে সুখী জীবন যাপন করতে পারলেও অনেকের জীবনে কিন্তু তার বিপরীত ঘটনাও ঘটে থাকে। যেটা তাদের নজরে কখনো আসে না। জীবনকে সাজাতে হলে এর মধ্যে থেকেই একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। না পাওয়াদের দলে অনেকেই থাকে। জীবন মানে যন্ত্রনা। তবে কেউ যদি না পাওয়াকে কেন্দ্র করে জীবনের হাল ছেড়ে দেয় তাহলে তার জীবনে আরো বেশী অমানীশার অন্ধকার নেমে আসে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২১

রিপন বর্মণ বলেছেন: কেউ যদি না পাওয়াকে কেন্দ্র করে জীবনের হাল ছেড়ে দেয় তাহলে তার জীবনে আরো বেশী অমানীশার অন্ধকার নেমে আসে।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.