| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
তারপর একদিন...
একটা দীর্ঘনিঃশ্বাসে হারাবে তোমার সব ভাবনাগুলো,
কল্পনারা সব খুঁজে পাবে তার আপন ঠিকানা।
চেনা পথের বাঁকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধুলোর মতো,
দুমড়ে-মুচড়ে, ভেঙ্গে-চুরে চলে যাবে কল্পনারা।
কোন এক স্বপ্নহীন আগামীর মতো পড়ে রবে অতীত,
স্মৃতির রোমন্থনে ভেসে আসবে,
আলো-ছায়ার মতো কিছু অস্পষ্ট স্মৃতি...
কথার ভীড়ে শুধু কথাই হারাবে দিগন্তহীন পথে।
দূর আকাশে তাকিয়ে দেখবে বিশাল নীল,
টুকরো টুকরো সাদা কফিনে মোড়া থাকবে...
এইসব দিন-রাত্রির কথামালা।
(উৎসর্গঃ তোমার তোমাকে, যে ভালোবাসতো আমার আমাকেই)
©somewhere in net ltd.