![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
রাত ২:২১ বাজছে আমার ঘড়িতে। আগামীকাল অফিস যাচ্ছিনা, তাই ঘুম নিয়েও অতটা তাড়া নেই। ভাবলাম একটু বাইরে গিয়ে হেঁটে আসি আর একটা কফি নিয়ে আসি। বাড়ির মূল দরজা খুলে যেই বাইরে পা রেখেছি, প্রচন্ড ঠান্ডা ঝটকা এসে যেন আমাকে একটা কাঁপুনি দিয়ে বুঝিয়ে দিয়ে গেল এখন -১৩ ডিগ্রি সেলসিয়াস চলছে। আর বলে গেল, ব্যাটা মশকরা করিস আমার সাথে?
আসলে আমেরিকাতে তাপমাত্রা সাধারণত ফারেনহাইটে উল্লেখ করা হয়, সে অনুযায়ী এখন তাপমাত্রা ৯ ডিগ্রি ফারেনহাইট। যাইহোক, এ্যাপার্টমেন্টে আবার ফিরে আসলাম। ভারী জামাকাপড় গায়ে দিয়ে আবার বের হলাম। অন্যান্য দিনের চেয়ে আজ অনেক বেশী নিশ্চুপ রাস্তাগুলো। তেমন কাউকে দেখা গেল না। মাঝে মাঝে কিছু গাড়ি সাইসাই করে চলে যাচ্ছে।
হাটাহাটি খুব বেশীক্ষন করার মতো শক্তি ছিলোনা। মনে হলো বাসায়ই ভালো ছিলাম। যারা আমেরিকার নর্থ-ইস্টের দিকে আছেন, এই ঠান্ডায় সাবধানে থাকুন। শুভ রাত্রি।
©somewhere in net ltd.