নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
আজ কি মনে করে যেন সামুতে ঢুঁ দিতে গিয়েই ব্যাপারটা চোখে পড়লো। ইদানীং, পড়াশোনা, অফিস নিয়ে একটু মনে হয় বেশীই ব্যস্ত হয়ে গেছি। সামুতে খুব বেশী একটা আসা হয়না, আর আসলেও নিজের ব্লগে তেমন কিছু একটা লিখা হয়ে ওঠেনা। কিন্তু সময়তো আর বসে নেই! যাইহোক, সামুতে আমার ব্লগিংএর ৮ম বার্ষিকীতে সবার কাছে দোয়া আর ভালোবাসা প্রার্থনা করছি।
অনেকটা দিন সামুতে কাটলেও, তেমন একটা লিখালিখি করা হয়নি। আমি নিশ্চিত করেই বলতে পারি, আমার সম-সাময়িক যারা আছেন, তারা আমার চেয়ে কম করে হলেও ৪/৫ গুন বেশী লিখালিখি করেছেন। নিজের এই ব্যর্থতা আমি সানন্দেই গ্রহণ করছি। আর যারা দীর্ঘদিন ধরে সামুতে আছেন, লিখছেন, তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।
সুদীর্ঘ কোন লিখা আজ আর লিখছিনা। শুধু বলবো, গত কয়েক বছরে অনেক নতুন নতুন ব্লগার এসেছেন। আশা করছি, সামুতে আগামী দিনগুলোতে আরো অনেক নতুন ব্লগার আসবেন, আপনাদের মননশীল লিখায় সমৃদ্ধ হোক সামুর প্রতিটি পাতা এই কামনাই করছি। সবাই অনেক অনেক ভালো, সুস্থ আর সুন্দর থাকুন।
২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:০৬
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:০৮
নাঈম বলেছেন: অভিনন্দন.........আমার মাত্র ৬ বছর ৮ মাস হৈছে....আমি আপনার বহুত জুনিয়র
২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা... নাঈম ভাই, এখানে জুনিয়র-সিনিয়রের কিছু নেই। লিখালিখি করছেন, এটাই বড় কথা। হাত খুলে লিখে যান। ভাবনার সবটুকু মেলে ধরুন। অনেক অনেক শুভকামনা রইল।
৩| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:২৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভাই, আপনি তো তাহলে রীতিমত মুরুব্বি মানুষ।
অষ্টম বর্ষে পদার্পনে অনেক অনেক অভিনন্দন।
২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা... বয়সতো মাত্র ত্রিশের কোঠায় পা রেখেছে, মুরুব্বি হয়ে গেলাম! যাইহোক, মন্দ কি?
মন্তব্য করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
৪| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অভিনন্দন। ৮ বছর পূর্তির জন্য।
২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
৫| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:১৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অভিনন্দন ...
২৮ শে জুন, ২০১৪ রাত ৮:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৬| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:১০
মামুন রশিদ বলেছেন: শুভেচ্ছা! শুভেচ্ছা!
এত পুরাতন একজন ব্লগারের সাক্ষাৎ পেয়ে ভালো লাগছে । নিয়মিত পাবার আশা রাখি ।
২৮ শে জুন, ২০১৪ রাত ৮:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। আমিও নিয়মিত হওয়ার আশা রাখছি।
৭| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
নাঈম বলেছেন: লেখালেখি আর করিনা, আগে এক দিন ছিল, তখন টুকটাক করতাম; সেই দিন আর নাই।
২৮ শে জুন, ২০১৪ রাত ৮:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন:
৮| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামু ব্লগে আপনার ৮ম বার্ষিকীতে অভিনন্দন।
২৮ শে জুন, ২০১৪ রাত ৮:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সাহেব।
৯| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
ডি মুন বলেছেন: অভিনন্দন আপনাকে।
২৮ শে জুন, ২০১৪ রাত ৮:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
রাগিব নিযাম বলেছেন: এতো গুলো পোস্ট দিয়েছেন বলেন কিনা পোস্ট কম। শুভকামনা রইলো। :-)
২৮ শে জুন, ২০১৪ রাত ৮:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা নিযাম ভাই, সময়ের হিসেবে লিখা খুবই কম বলেই আমার মনে হয়ছে। অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
১১| ২৮ শে জুন, ২০১৪ রাত ৯:৩২
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ৮ বছর !!!! এতোদিন আগে তো আমি ফেসবুকই চিনিনি ।
অভিনন্দন রইেলা ।
২৯ শে জুন, ২০১৪ রাত ২:৫৮
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা ... অনেক ধন্যবাদ।
১২| ২৯ শে জুন, ২০১৪ রাত ১২:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে। আর শুভকামনা নিরন্তর।
২৯ শে জুন, ২০১৪ রাত ২:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: সেলিম ভাই, অনেক ধন্যবাদ আর আপনার জন্যেও শুভকামনা।
১৩| ২৯ শে জুন, ২০১৪ রাত ১:২১
প্রবাসী পাঠক বলেছেন: অষ্টম বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
২৯ শে জুন, ২০১৪ রাত ২:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।
১৪| ২৯ শে জুন, ২০১৪ রাত ৩:১১
সায়েদা সোহেলী বলেছেন: ৮ বছর !! ওরে বাবা ,
ইফতেখার দেখি বৃদ্ধ (ব্লগার ) হয়ে গেছে! !.
সালাম মুরব্বী
এনি ওয়ে , অভিন্দন ব্রো , যাত্রা দীর্ঘ হোউক
২৯ শে জুন, ২০১৪ ভোর ৪:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: ওয়ালাইকুমুসসালাম। বৃদ্ধ ব্লগার?! বয়সতো ত্রিশ-এর কোঠায় আসলো মাত্র! বিয়ে-থা ও করিনি। এখনই এত বড় অপবাদ?! থাকো কিন্তু হাতের কাছেই, সুতরাং সাবধান থ্যাঙ্কু এনিওয়ে।
১৫| ২৯ শে জুন, ২০১৪ ভোর ৫:০৭
সায়েদা সোহেলী বলেছেন: বয়সের কথা তো বলি নাইরে ভাই , এইবার যে সালাম এর বদলে দিতে হয় ঝারি , পিচ্চি পাচ্চা কিনা আমাকে সাবধানে থাকতে বলে! !"?
মরুব্বিদের মান্য না করিলে আর এই জীবনে বিয়ে থা হতো না বাছা
২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: খালাম্মা ভুল হয়ে গেছে, মাফ করে দেন পিলিজ!? পিচ্চি পাচ্চাইতো থাকতে চাই
১৬| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:০৪
সোহানী বলেছেন: শুভেচ্ছা সু স্বাগতম ৮ম বছর পদার্পনের... আরো ৮০ বছর সামুর সাথে থাকেন... এই প্রত্যাশায়। আর হাঁ আমি ও আপনার কাছাকাছি ... দেড় বছরের ছোট মাত্র!!!!
২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২২
ইফতেখার ভূইয়া বলেছেন: ৮০ বছর?! হা হা হা ইচ্ছেতো আছে বাকিটা উপরওয়ালার হাতে
হমম আপনাকেও অনেক অনেক অভিনন্দন।
১৭| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:১৮
শরৎ চৌধুরী বলেছেন: অভিনন্দন!!
২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: শরৎ ভাই, আপনাকে আমার ব্লগে দেখে সম্মানিত বোধ করছি। আপনিও ৮ বছরের দলেই আছেন, তাই আপনাকেও অভিনন্দন। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আর মন্তব্যের জন্য।
১৮| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৭
ইছামতির তী্রে বলেছেন: ৮ বছর যাবত কোন জিনিষ ধরে থাকার মানে হলো ঐ জিনিষের প্রতি গভীর ভালোবাসা। 'সব কিছু দ্রুত ভুলে যাওয়া' এই দুঃসময়ে ৮ বছর অনেক লম্বা সময়।
আপনি আরো অনেক অনেক দিন সামুতে থাকুন এবং সুন্দর সুন্দর লেখা উপহার দিন -এই কামনা করি।
২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত। ব্লগিং এর প্রতি একটা সূক্ষ্ম ভালোবাসা কাজ করে বৈকি!
আপনাদের সবার ভালোবাসা নিয়েই বাকিদিনগুলো টুকটাক লিখা-লিখি করে যেতে চাই। সময় করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাুকন এই্ প্রত্যাশাই করছি।
১৯| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
অভিনন্দন ও
বর্ষপূর্তির শুভেচ্ছা
২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ
২০| ৩০ শে জুন, ২০১৪ রাত ১:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: আপনারাই তো নূতনদের জন্য সোপান তৈরী করেছেন। আমাদের কাজ হলো সেটাকে ধাপে ধাপে সাজানো। শুভেচ্ছা রইলো।।
৩০ শে জুন, ২০১৪ রাত ৩:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: বলার মতো বিশেষ কোন যোগ্যতা আমার নেই বা তেমন কিছু এখনও লিখতেও পারিনি, তারপরেও আপনার মন্তব্য পড়ে ভীষণ সম্মানিত বোধ করছি, অনুপ্রাণিত হয়েছি তার চেয়েও অনেক বেশী। আমি বরাবরই বিশ্বাস করি, নতুনের হাত ধরেই সমাজ, সভ্যতা এগিয়ে যায়। তাই অনেকের মতোই আমিও তাকিয়ে আছি নতুনদের দিকেই। আপনাদের দিকেই। নিজের মেধা, মননশীলতা আর লিখা দিয়ে আলোকিত করুন আমাদের আগামীকে এই প্রার্থনাই করি। মহান সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। অনেক ভালো থাকুন।
২১| ০২ রা জুলাই, ২০১৪ রাত ১২:৫৭
সায়েদা সোহেলী বলেছেন: থাক বাছা বেঁচে থাকো , বেঁচে থাকো .।।। বিয়ে শাদী হউক , ডজন খানেক ছেলে পুলেতে ঘর ভরে উঠুক
( অতি ভক্তিতে আবেগ আপ্লুত হয়ে দোয়া একটু বেসি ই করে ফেললাম নাকি !! )
০২ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আহেম! ডজন খানেক ছেলে-পুলে?! বুঝলাম না এটা দোয়া না বদদোয়া?!
২২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৬
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: দেরীতে হলেও আপনাকেও ঈদের শুভেচ্ছা।
২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২১
শায়মা বলেছেন: ৯ বছরের পোস্ট কই ভাইয়া?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা.... অাসবে খুব তাড়াতাড়ি
২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
শায়মা বলেছেন: শিঘরি দাও!!!
সাথে ৮ বছরের স্মৃতিসমুহ দিতে ভুলবেনা। মানে কতজনকে মনে রেখেছো। কত জনকে মনে পড়ে। কাকে কাকে দেখলেই গা জ্বলে যায়। কার কার নিকটাও বিরক্তিকর সব লিখে লিখে জানাও আমদেরকে।
২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫
ইফতেখার ভূইয়া বলেছেন: হমমম মনে হচ্ছে বেশ দীর্ঘ একটা লিখা লিখতে হবে। তবে আইডিয়াটা বেশ ভালো লাগলো। এখন একটু সময় নিয়ে বসতে হবে। আসলে আমার ব্যক্তিগত ব্লগ নিয়ে একটু বেশী ব্যস্ত হয়ে গেছি হয়তো, তাই সামুতে খুব একটা বেশী আসা হয়না। ব্যক্তিগত ব্যস্ততাতো আছেই।
২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯
শায়মা বলেছেন: আরও আরও আইডিয়া লাগলে বলো ভাইয়া। আমার তো আইডিয়ার শেষ নেই। শুধু আগের মত আর লিখছিনা আবোল তাবোল আইডিয়া নিয়ে যা মাথায় আসে তাই নিয়ে লিখে ফেলা লেখাগুলো।
তবে
আমারও যেদিন দশ বছর হবে আমি লিখবো তাদের কথা- পছন্দ অপছন্দ ভালো লাগা আর বিরক্তি লাগা মেজাজ খারাপ লাগা সবকিছুদের কথা। আর তারপর আমার ধীরে ধীরে আকর্ষন ও বিকর্ষনের কথা।
অনেক অনেক শুভকামনা তোমার জন্য ভাইয়া।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৩
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা আসলে দশটা বছর অনেকটা সময়। দশ বছর পূর্তিতে আমিও একটা বিশেষ কিছু লিখার ইচ্ছে রাখছি। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আগে থেকেই কিছু বলতে চাচ্ছিনা।
তোমার জন্যেও অনেক অনেক শুভ কামনা রইল।
২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক দিন আগের কথা?
০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:০৬
হামিদ আহসান বলেছেন: অভিনন্দন ভাই..................