নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
দেখতে দেখতে কিভাবে যেন সামুতে আমার ১০ বছর পূর্ণ হয়ে গেল অথচ আমার এখনো মনে হচ্ছে, এইতো সেদিন সামুতে প্রথম লিখাটা লিখেছি। সময় কিভাবে যে চলে যাচ্ছে ঠিক বুঝতেও পারছিনা। সামুতে প্রায়ই এসে ঢুঁ দিয়ে যাই কিন্তু ঠিক আগের মতো লিখতে পারছিনা নানা ব্যস্ততায়। ব্যক্তিগত জীবন, কর্মজীবন, নিজের ব্লগ সবকিছু মিলিয়ে এক রকম ভীষণ ব্যস্ততা যাচ্ছে আমার।
বিগত কয়েক বছরে সামুতে অনেক নতুন নতুন লেখকের লিখা পাচ্ছি, ব্যাপারটা অবশ্যই আমাদের ব্লগিং কমিউনিটির জন্য বিশাল বড় একটা অজর্ন বলে আমি মনে করি। বিগত বছরগুলোতে নতুন নতুন প্রতিভার পাশাপাশি আমরা কিছু নগ্ন চরিত্রের সন্ধানও পেয়েছি, যারা ব্লংগিয়ের পরিবেশকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয়। এটা নিতান্তই দুঃখজনক। মতামত প্রকাশের অধিকার যেমন আমাদের সবার আছে তেমনি আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে যেন কিছু অশুভ শক্তি (নগ্ন চরিত্র) আমাদের এই মত প্রকাশের প্রিয় মাধ্যমকে যেন কলুষিত করতে না পারে।
সামুতে নিয়মিত লিখালিখি থেকে বের হয়ে নিজের ব্যক্তিগত ব্লগ খোলার পেছনে সবচেয়ে বড় কারনগুলোর একটা হলো, মতামতের জন্য ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের অঞ্চলের মানুষগুলোর ভেতরে তুলনামূলকভাবে গঠনমূলক সমালোচনা করার আর গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা এখনো ততটা গড়ে ওঠেনি। উন্নত বিশ্বের দেশগুলোতে বাক স্বাধীনতার অধিকারটি আমাদের তুলনায় অনেক বেশী গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আশা করছি বাংলাদেশ তথা বাংলা ভাষা-ভাষী অঞ্চলগুলোতে, আগামীতে এ অবস্থার আরো অনেক উন্নতি হবে। আর সে জন্যেই প্রয়োজন আরো বেশী বেশী এ বিষয়ে লিখা-লিখি করা।
বাংলা ভাষা-ভাষীদের মধ্যে ব্লগিং সম্পর্কে ক্রমবর্ধমান জনপ্রিয়তার পেছনে "সামহয়্যারের" অনেক বড় একটা অবদান আছে, সেটা হয়তো মোটামুটিভাবে আপনারা সবাই জানেন। সামু কর্তৃপক্ষকে এবং এর সাথে জড়িত সবাইকে এ জন্য সাধুবাদ জানাই। আশা করছি, আরো অনেক অনেক সুস্থ আর গঠনমূলক লিখায় ভরে যাবে সামুর নতুন নতুন পাতাগুলো। মেধা আর মননশীলদের পদচারণায় মুখরিত হোক সামুর এই প্রাঙ্গন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর হাত খুলে লিখে যান। সবার ভালোবাসা নিয়ে আমি আরো এগিয়ে যেতে চাই, বহুদূর।
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৩২
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:২৬
সুমন কর বলেছেন: দুঃখজনক হলেও সত্য যে, আমাদের অঞ্চলের মানুষগুলোর ভেতরে তুলনামূলকভাবে গঠনমূলক সমালোচনা করার আর গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা এখনো ততটা গড়ে ওঠেনি। উন্নত বিশ্বের দেশগুলোতে বাক স্বাধীনতার অধিকারটি আমাদের তুলনায় অনেক বেশী গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আশা করছি বাংলাদেশ তথা বাংলা ভাষা-ভাষী অঞ্চলগুলোতে, আগামীতে এ অবস্থার আরো অনেক উন্নতি হবে। আর সে জন্যেই প্রয়োজন আরো বেশী বেশী এ বিষয়ে লিখা-লিখি করা। -- অল্প কথায় দারুণ বলেছেন।
২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অভিনন্দন।
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০২
ইফতেখার ভূইয়া বলেছেন: রাজ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।
৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:০৫
গেম চেঞ্জার বলেছেন: উন্নত মানসিকতা হচ্ছে তাই, যা অযথা উত্তেজিত না হয়ে বরং অন্যের মতকে পর্যালোচনা করে দেখা, আক্রমণের চেয়ে যৌক্তিক মোকাবেলাই যেখানে প্রায়োরিটি বেশি পায়। আমাদের সমাজে এই ব্যাপারটার চরম ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।
পোস্টে সাধুবাদ জানাচ্ছি!!
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মন্তব্যের সাথে পুরোপুরি একমত পোষণ করছি। মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৪
জসিম বলেছেন: অনেক অনেক অভিনন্দন.
১০ বছর অনেক সময়!
ভালো থাকুন.
২৯ শে জুন, ২০১৬ রাত ১২:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: হ্যাঁ, আসলেই অনেকটা সময়। মন্তব্যের জন্য অনকে ধন্যবাদ। আপনিও অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।
৬| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:০৭
অশ্রুকারিগর বলেছেন: ১০ বছর সামুর সাথে থাকার জন্যে অভিনন্দন!
একটা স্মৃতিকথামূলক পোস্ট লিখে ফেলুন না ব্যস্ত সময়ের মাঝে সুযোগ করে। নতুন ব্লগাররা আপনাদের থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে।
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কথাগুলো অনেক আগে থেকেই আমার মাথায় ছিলো। বলেই যেহেতু ফেলেছেন, খুব তাড়াতাড়ি কিছু একটা লিখে ফেলবো। মূল্যবান মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
৭| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দশ বছর কাটানো দীর্ঘ ব্যাপার। আপনাকে আন্তরিক অভিনন্দন।
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আসলেই অনেকটা সময়, কিন্তু আমার এখনো মনে হয়.. এইতো সেদিনের কথা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:৫০
বিজন রয় বলেছেন: ১০ বছর পূর্তির শুভেচ্ছা।
এতদিন থাকার জন্য ধন্যবাদ।
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:০৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৯| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা আর অভিনন্দন
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামুতে দশ বছর পূর্তি উপলক্ষে আপনাকে অভিনন্দন।
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
জুন বলেছেন: অভিনন্দন রইলো আপনার জন্য.
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: সৌভাগ্যবশত "জুন" মাসেই আমার জন্ম। আপনার নিকটা দেখে মনে পড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
১২| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
অনিন্দ্য অবনী বলেছেন: আগামীর শুভ কামনা রইল....
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ছোটবেলায় অবনী/নবনী নাম দিয়ে একটা গল্পের বই পড়ে ছিলাম, খুব সম্ভবত হুমায়ুন আহমেদ স্যারের লিখা ছিলো। অাপনার নিক দেখে মনে পড়ে গেল। আপনার জন্যেও শুভকামনা রইল। অনেক ভালো থাুকন।
১৩| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: সামু বোধহয় আর আগের মত নেই। অনেকটা বদলে গেছে। ব্যক্তিগত আক্রমন নেই বললেই চলে।
ফিরে আসুন, আবার লিখুন এই কামনা করছি।
অভিনন্দন
২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: হুমমম, বিগত দশ বছরে অনেক কিছুর মতোই সামুও অনেকটা বদলে গেছে। ফিরে আসার একটা প্রবল ইচ্ছে থেকেই প্রায়ই সামুতে ঢুঁ দেয়া। সময় করে লিখার ইচ্ছেতো আছেই। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৪| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: সামুতে দশ বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে!!
৩০ শে জুন, ২০১৬ রাত ১১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।
১৫| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:০১
তামান্না তাবাসসুম বলেছেন: অভিনন্দন!
স্মৃতিকথামূলক পোস্ট চাই
৩০ শে জুন, ২০১৬ রাত ১১:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: খুব শীঘ্রই তেমন কিছু একটা লিখার আশা করছি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৬| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৩১
জনৈক অচম ভুত বলেছেন: এক দশক সাথে থাকা বিশাল ব্যাপার।
সাধুবাদ এবং অভিনন্দন।
০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: কি জানি ভাই! দেখতে দেখতে চলে গেল। টেরই পেলাম না মনে হলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।
১৭| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাবছি দশ বছর পর্যন্ত পাসওয়ার্ডটি মনে থাকলো কীভাবে
অভিনন্দন!
০২ রা জুলাই, ২০১৬ রাত ২:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: মইনুল ভাই, পাসওয়ার্ড ২/৩ বার চেঞ্জ করেছি। অনেক অনেক ধন্যবাদ।
১৮| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ১০ বছর সেতো বিশার ব্যাপার । অভিনন্দন আপনাকে ।
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা.. তাই নাকি?! আমারতো মনে হচ্ছে এইতো সেদিনের কথা। সময় করে মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১৯| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬
আনিসা নাসরীন বলেছেন: এমন করে আরো আরো লেখা লেখে যান। অনেক শুভকামনা রইল।
১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: লিখার একটা ব্যাকুলতা থেকেই সামুতে বার বার ফিরে আসা। এই ভোর রাত্রিতে জেগে জেগে মন্তব্য করে যাওয়া। কোন এক প্রাপ্তিহীন পাওয়ার অদম্য ইচ্ছেগুলোই বার বার ফিরিয়ে নিয়ে যায় এই চারকোনা যন্ত্রের সাথে শূন্য আর এক-এর ভাষায় কথা বলতে। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন