নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

একবার যেতে দে না...

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৬

সেই যে দেশ ছাড়া হলো। দশটা বছর পেরিয়ে গেছে। পড়াশোনা, অফিস, ব্যস্ততা সবকিছু মিলিয়ে আর সময় করে উঠতে পারিনি। মাঝে ভেবেছিলাম, এই গরমেই দেশে আসবো, যে করেই হোক। মা-বাবা তাদের ছোট ছেলেকে একটু দেখার আকুতি নিয়ে বার বার ফোন করেন। আমিও নানা ঝামলোয় এড়িয়ে যেতে বাধ্য হই। এরই মাঝে দেশে ঘটে গেল এমন একটা ঘটনা। মনটাই ভেঙে গেল!!! দেশে আসার ইচ্ছেটাও আবার ফিঁকে হয়ে আসলো। কিছুতেই একটা সিদ্ধান্তে আসতে পারছিনা।

দেশকে, প্রিয় ঢাকা-কে, ভীষণভাবে মিস করছি। তপ্ত যৌবনে ছেড়ে আসা আমার বাংলাদেশ কেমন আছে? এক দশকে ও কি আমার মতেই বুড়িয়ে গেছে? নাকি বর্ষার কোমলতায় আরো যৌবনবতী হয়েছে আমার অপরুপা বাংলাদেশ? যেখানেই থাকি, ভালো থেকো প্রিয় স্বদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.