নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

কৃতজ্ঞতা স্বীকার

০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪০


আমার লিখা সাধারণত "আলোচিত ব্লগ" সেকশনে আসেনা। কেন আসে না, সেটা অবশ্য জানিনা। তবে ভিউ পাওয়া বা মন্তব্য পাওয়ার প্রয়াসে কখনোই লিখার ইচ্ছে হয়নি, আর আজও সেই ইচ্ছে নেই। তবে সামুর আলোচিত ব্লগ সেকশনে আসতে পারাটা অবশ্যই আনন্দের।

বহুকাল আগে কোন একটা লিখার জন্য একবার সর্বাধিক পঠিত সেকশনে একটা লিখা এসেছিলো। কোন লিখাটা বা কেন সেটা মনেও করতে পারছিনা। সামুতে লিখালিখি শুরু করেছিলাম ২০০৬-এ। এতদিনে মনে হয় একটা বা দু'টো লিখা এসেছিলো ঐ সেকশনটায়। যাইহোক, পুত্রের জন্মদিনের কল্যানে আমার গত লিখাটা একটু আগেই আলোচিত ব্লগ এর "সর্বাধিক মন্তব্য প্রাপ্ত" ব্লগ সেকশনে এসেছে। ভালো লাগছে বৈ কি! এখনতো মনে হয় প্রতি বছরই পুত্রের জন্মদিনে একটা করে লিখা পোস্ট দিতে হবে। B-)

তবে এর পেছনে অবদান আপনাদেরই সবচেয়ে বেশী। তাই আপনাদের ধন্যবাদ জানাতেই আবারো আসতে হলো। :``>>

ঐ লিখায় আপনাদের সবার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লেগেছে। আপনাদের সবার আদর, ভালোবাসা আর দোয়ায় রায়ান সুস্থ আর সুন্দরভাবে একজন ভালো মানুষ হিসেবে বড় হবে বলেই আমার বিশ্বাস। আপনাদের সবার প্রতিও রইল অনেক অনেক শুভকামনা। সবার জীবন সুন্দর আর সুখময় হোক এই প্রত্যাশাই করছি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো; যাঁদের একাধিক পুত্র আছেন, তাঁদের কথা ভাবছি; আপনিও ভাবতে পারেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: :P আমি আপাতত আর এর চেয়ে বেশী ভাবতে চাচ্ছি না। তবে ভবিষতের কথাও বলতে পারছি না। B-)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:২৬

ইসিয়াক বলেছেন: আপনার প্রতি ও রইলো অনেক অনেক শুভকামনা।
সুপ্রভাত

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাই।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লেখালেখি বাড়ায়ে দিন
দেখবেন আরও সুসংবাদ আসবে ।
আপনার জীবন সুন্দর আর সুখময় হোক এই প্রত্যাশাই করছি।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা.. ভালো বলেছেন। তবে কাজটা খুব সহজ নয়, কথা দিচ্ছি না তবে আমার লিখালিখি কিন্তু কম বেশী হচ্ছে। এখানে অথবা আমার ব্যক্তিগত ব্লগে। আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৪

তারেক_মাহমুদ বলেছেন: আপনি পুরানো ব্লগার, আপনার অজানা থাকবার কথা নয় এখানে গিভ এন্ড টেক পলেসি চলে আপনি অন্যদের লেখায় মন্তব্য করলে তারাও আপনার লেখায় মন্তব্য করবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছুটা পুরোনো হয়তো। কিন্তু গিভ এন্ড টেক এর পলেসিতে আমি ততটা বিশ্বাসী নই। পাওয়ার হিসেবে নিয়ে আমি অতটা চিন্তিত নই আর দেয়ার মাঝে কৃপণতা না প্রকাশ করাটাকেই শ্রেয় মনে করেছি সব সময়। তবে আপনার কথাটা আমার ভালো লেগেছে, চেষ্টা অবশ্যই থাকবে। ধন্যবাদ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: কৃতজ্ঞতা স্বীকার করে এই পোস্ট লিখেছেন, এটা ভাল করেছেন, এজন্য ধন্যবাদ।
তবে রায়ানকে যারা দোয়া এবং শুভকামনা জানিয়ে আপনার পোস্টে মন্তব্য করেছেন, যাদের মন্তব্যের কারণে পোস্টটি সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত হয়ে "আলোচিত ব্লগে" স্থান করে নিয়েছে, তাদের প্রত্যেকের অন্ততঃ একটি পোস্ট পড়ে ছোট করে হলেও একটি মন্তব্য রেখে আসুন। তাহলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ আরো বেশী অর্থবহ হবে, আরো বাস্তব হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ সুন্দর একটা উপদেশ দেয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনার কথাটা অবশ্যই পালন করার চেষ্টা করবো। মন্তব্যের জন্য প্রস্তুত থাকুন। আসিতেছি... হা হা হা

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

নীল আকাশ বলেছেন: সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত হয়ে আলোচিত ব্লগে যাবার জন্য আবার দেশের জনসংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা শুরু করে দিয়েন না ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা... চিন্তা করবেন না আপাতত তেমন প্ল্যান নেই। আর হলেও দেশের জনসংখ্যা বাড়বে না বরং যেটা বাড়িয়েছি সেটাও খুব শীঘ্রই দেশের জনসংখ্যার নাম্বার থেকে কমিয়ে দেবো ইনশাল্লাহ। দোয়া করবেন। ধন্যবাদ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট আপনার আন্তরিকতা প্রকাশ করলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্য অস্বীকার করার উপায় কোথায় রাজীব ভাই? মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা ভাইয়া জি

শুভ ব্লগিং
পাশেই আছি

আপনিও থাকুন

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: শুভ ব্লগিং... আমিও আছি। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.