| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ইফতেখার ভূইয়া
	গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
 
বাংলাদেশী জনপ্রিয় ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু এবং মাহফুজ আনাম জেমস এর দ্বৈত এ্যালবাম "পিয়ানো" ২০০০ সালে সাউন্ডটেকের ব্যানারে বাজারে এসেছিলো। এই এ্যালবামটিতে সর্বমোট দশটি ট্র্যাক রয়েছে। সবগুলো গান কথা লিখেছেন এবং সুর করেছেন প্রিন্স মাহমুদ। এ্যালবামটিতে জেমস এর গাওয়া "বাংলাদেশ", "তুমি জানলে না" এবং আইয়ুব বাচ্চুর গাওয়া "তাজমহল", "প্রতিদান চায়না", "তিন পুরুষ" ছাড়াও বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। প্রথমে এ্যলবামটি অডিও ক্যাসেটে রিলিজ হলেও পরে তা সিডি আকারে প্রকাশিত হয়েছিলো।
এই এ্যালবামটির সবগুলো গানের লিরিকস এবং সাথে গানগুলোর ইউটিউব ভিডিও পাবেন এখানে। ধন্যবাদ।
 
০৭ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ২:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো বলেছেন। ব্যক্তিগতভাবে প্রিন্স মাহমুদকে আমি শ্রদ্ধা করি, তিনি আমাদের বেশ কিছু অসাধারণ গান উপহার দিয়েছেন তাতে কোন সন্দেহ নেই।
২| 
০৭ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আমার ভাই রবীন্দ্র সংগীতই ভালো লাগে।
 
০৭ ই ডিসেম্বর, ২০২০  বিকাল ৫:৪০
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো। রবীন্দ্র সঙ্গীত পাবেন এখানে। ধন্যবাদ।
৩| 
০৭ ই ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৫৩
নেওয়াজ আলি বলেছেন: শ্রাবণের মেঘগুলি ঝড়ে হলো আকাশে । গানটা শুনবেন।
 
০৭ ই ডিসেম্বর, ২০২০  বিকাল ৫:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, শুনেছি। অনেক ধন্যবাদ।
৪| 
০৭ ই ডিসেম্বর, ২০২০  রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বেশ ভালো। রবীন্দ্র সঙ্গীত পাবেন এখানে। ধন্যবাদ। 
হ্যা দেখলাম। ভালো।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ২:০৯
আমি সাজিদ বলেছেন: 'বাংলাদেশ' আর 'তুমি জানলে না', এই এলবামের সবচেয়ে ভারী দুটো গান মনে হয়। বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রিন্স মাহমুদের অবদান অনেক।