নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন (তৃতীয় খন্ড) - পূর্নেন্দু পত্রী

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৪৭


কলকাতা শহরের এক যুবক শুভঙ্কর এবং এক যুবতী নন্দিনীর ভালোবাসাবাসির কথামালা-কে কাব্যরূপ দেয়া এই গ্রন্থটির প্রথম খন্ড প্রকাশিত হয়েছিলো ১৯৮১ সালে কলকাতা থেকে। বিভিন্ন সময়ে সর্বমোট পাঁচটি খন্ডে প্রকাশিত হয়েছিলো তাদের ভালোবাসার এই কথোপকথনগুলো। পরবর্তীতে পাঁচ খন্ড একত্রে বাংলাদেশে প্রকাশ করা হয় ২০১৮ সালে। তৃতীয় খন্ডটিতে কথোপকথনের আঠাশটি কবিতা সংযোজিত হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন মোবারক হোসেন লিটন।

তৃতীয় খন্ডের সবগুলো কবিতা প্রকাশনীতে সংরক্ষিত হয়েছে। কবিতাগুলো পাওয়া যাবে এখান থেকে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৪

মলাসইলমুইনা বলেছেন: এসেছিলো, এসে চলে গেছে
গোধূলি দেখেছিলো তাকে নদীর ওপারে
নদীও ডেকেছে তাকে গোধূলি শাড়ি পড়া
বোটের ঝুড়ির দীর্ঘ বেণী
বটের পাতার দীর্ঘ চোখ
চোখের ভেতরে নীল উপচানো গূঢ় জলে
বিভ্রান্ত স্বপ্নের টুকরো খেলা করে ।


অনেক বছর পরে পড়লাম কথোপকথনের ৩য় খন্ডের এই কবিতাটা । ইউনিভার্সিটির দিনগুলোতে থার্ড ইয়ারে আমার কোনো একটা ক্লাস নোটবুকের প্রথম পাতাতে লেখাছিল আমার ভীষণ প্রিয় এই কবিতাটা ।

যাকে সে হারাবে, তাকে পেতে চাওয়া কেন ?
ভেজানো দুয়ার ভেঙে প্রত্যেক ঘুমের রাতে তবু
তার আসা, যাকে সে পাবেনা ।


বহু বছর আগে যেমন অসাধারণ মুগ্ধতায় পড়তাম আজকে অনেক বছর পরেও সেই একই রকম অসাধারণ লাগলো । অনেক ধন্যবাদ আর্কাইভে এগুলো রাখার জন্য ।

কথোপকথন ১৬-র প্রথম লাইন লেখা হয়েছে:
আর কত স্তর শুনবে নন্দিনী ?
এখানে স্তর কথাটা মনে হয় স্তব হবে তাই না ?

২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে লিখাগুলো পড়ার জন্য।

কথোপকথন ১৬-র প্রথম লাইন লেখা হয়েছে:
আর কত স্তর শুনবে নন্দিনী ?
এখানে স্তর কথাটা মনে হয় স্তব হবে তাই না ?


আপনি সঠিক ধরেছেন। লিখাটা শুধরে দেয়া হয়েছে। বেশ ক'দিন ধরেই ভাবছি, প্রতিটি লিখার নিচে ভুল সংশোধন এর জন্য "রিপোর্ট" ফিচার যুক্ত করে দেব, যাতে পাঠক-পাঠিকাগণ এ ধরনের ভুল সংশোধনের বিষয়গুলো আমাদের সরাসরি সাইট থেকেই জানিয়ে দিতে পারেন। এ বছররের মধ্যেই দশ হাজার লিখা আর্কাইভ করার একটা লক্ষ্য ছিলো। লক্ষ্য পূরণ হয়েছে তাই খুব শীঘ্রই এই ফিচারটিও যোগ করে দেয়া হবে। আপনার মূল্যবান মতামতের জন্য আবারও ধন্যবাদ।

২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: এ ধরনের ভুল যাতে যে কোন পাঠক বা পাঠিকা খুব সহজেই আমাদের দৃষ্টিগোচর করতে পারেন সে উদ্দেশ্যে যে কোন লিখা "রিপোর্ট" করার মতো নতুন একটি ফিচার সাইটে যুক্ত করা হয়েছে। বিস্তারিত জানার জন্য এই লিখাটা পড়তে পারেন। ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: ইউটিউবে কথোপকথন পূর্নেন্দু পত্রীর কথোপকথন আছে। আমি মাঝে মাঝে শুনি।

২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.