নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগা একটি গজল

০৪ ঠা মে, ২০২১ সকাল ৭:৫৯

ছোটবেলায় গজল সঙ্গীতের প্রতি তেমন কোন ভালোলাগা কাজ করেনি। বলতে দ্বিধা নেই বয়সের সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে গজলের প্রতি এক ধরনের গভীর ভালোলাগা জন্ম নিয়েছে। গজলের কিংবদন্তী জগজিৎ সিং এবং চিত্রা জুটি ছাড়াও নুসরাত ফতেহ আলী খান, গুলাম আলী, তালাত আজিজ, পঙ্কজ উধাস, আবিদা পারভীনের মতো শিল্পী আমার ভীষণ পছন্দের। ভালোলাগাটা এতটাই গভীর হতে শুরু হলো যে, নিউ ইয়র্কে বসেও ভারতীয় এক ছোট ভাইকে দিয়ে বেশ কিছু সিডি কিনে আনিয়েছি। যে ভারতীয় ছেলেটার কথা বলছি ওর নাম কৃষ্ণান দাসান, থাকে বেঙ্গালুরুতে, আর পরিচয় ইন্টারনেটের মাধ্যমে। অনলাইনে সিডি কেনার কথা বলতেই ও যেন আকাশ থেকে পড়লো। তার উপর গজল গানের কথা বলতেই ও রীতিমতো হেসে কুটি কুটি। যাইহোক সিডির দামের চেয়ে দেড়গুন বেশী খরচ করে সিডিগুলো আনা হলো। মাঝে মাঝেই শোনা হয় গানগুলো। তেমনি একটি ভালোলাগা গান শেয়ার করছি। "এক বাস তুহি নেহি" গানটির কম্পোজার মেহদি হাসান আর কণ্ঠ দিয়েছেন আবিদা পারভীন।

গানটি শুনে করো ভালো লাগলে জানাতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ২:৫৬

অক্পটে বলেছেন: গজল আমারও বেশ প্রিয়। খুব লাগল গানটি।

০৫ ই মে, ২০২১ ভোর ৫:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

২| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: গজল টা শুনতে পারছি না। লিংকটা আবার সঠিক করে দিন। প্লীজ।

০৫ ই মে, ২০২১ ভোর ৫:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: লিঙ্কে কোন সমস্যা নেই। সবাইতো শুনতে পাচ্ছে!

৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৩৮

ঢুকিচেপা বলেছেন: এই গজলটা আমারও পছন্দের, তবে মেহেদী হাসানের মিষ্টি কন্ঠে।
গজলের ক্ষেত্রে লাইভ পারফরমেন্স আমার বেশী ভালো লাগে।

০৫ ই মে, ২০২১ ভোর ৫:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: মেহেদী হাসানের গান শুনেছি, তাকে সম্মান করেই বলছি আমি তার ভক্ত নই। আবিদা পারভীনের বেশ কিছু গান আমার কাছে অন্য জগতের কিছু একটা বলে মনে হয়। সবই সৃষ্টিকর্তার দেয়া প্রদত্ত ব্যাপার স্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.