|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ইফতেখার ভূইয়া
ইফতেখার ভূইয়া
	গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

সংবাদটি পড়ে ব্যাপক বিনোদন উপভোগ পর আপনাদের সবার সাথে শেয়ার না করা থাকতে পারিনি। আপনিও কিছুটা অযাচিতভাবে হেসে নিতে পারেন। যাইহোক, বলছিলাম চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হকের কথা। তিনি শুধু চেয়ারম্যান-ই নন সেই সাথে ঐ ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক পদেও অধিষ্টিত।
গত সোমবার তিনি হরতাল বিরোধী প্রতিবাদ সভায় বক্তৃতা দিতে গিয়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনাই করেন নি বরং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেছেন। তার বক্তব্য তিনি তার ফেইসবুকেও নাকি শেয়ার করেছেন।
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ভোটারদের ইভিএম বোতাম চেপে দেওয়ার জন্য ভোটকেন্দ্রে তাঁর লোক থাকবে বলে আলোচনায় আসেন। তখন থেকে তিনি "টিপ মারা মুজিব" নামে পরিচিতি পান। এ ব্যাপারে সম্মানিত ব্লগারদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি   ।
 ।
ছবি কপিরাইট ও সংবাদের তথ্যসূত্রঃ সূত্র-১, সূত্র -২, সূত্র-৩, সূত্র-৪।
 ৩০ টি
    	৩০ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৩
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আমজনতা কি করবে জানি না তবে এই ধরনের কথা-বার্তা বললে আইন প্রয়োগকারী কোন সংস্থা কোমরে রশি দিতেও পারে, শত হোক, অম্রিকার রাষ্ট্রদূত বলে কথা  
   
   ।
 ।
২|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৩
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৩
ডার্ক  ম্যান বলেছেন: বাজারে একটা গুজব প্রচলিত আছে, চট্টগ্রাম আদালতপাড়া প্রাণবন্ত করে রেখেছেন বাঁশখালি'র লোকেরা।
আমেরিকা কয়েকদিন পর আওয়ামী লীগকে কোন প্রজাতির বাঁশ দেয়,  সেটাই দেখার বিষয়।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৫
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৫
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার বক্তব্যের রেলিভেন্স খুঁজে পাচ্ছি এখন   ।
 ।
৩|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৪
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৪
শিশির খান ১৪ বলেছেন: খুব ভালো "হাতি ঘোড়া গেল তল,মশা বলে কত জল" একটা কথা আছে না। এই রকম বিজ্ঞ লোক বাঁশখালী তে কি করে একে নতুন পররাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব দেয়া হোক।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৭
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আশা করছি আপনার গভীর ও সুচিন্তিত মন্তব্য দেশের প্রশাসনের দৃষ্টিগোচর হবে  ।
 ।
৪|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৬
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৬
আমি নই বলেছেন: বাইডেন বাইচ্চা গেছে। বেচারা বুড়ো মানুষ, পেটালে আর আস্ত থাকতনা।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৮
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৮
ইফতেখার ভূইয়া বলেছেন:  
   
   আপনারা মন্তব্য করতে পারেনও বটে
  আপনারা মন্তব্য করতে পারেনও বটে 
৫|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৯
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:০৯
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
বাইডেনের এক উপদেষ্টা তো এখন ঢাকার হাজতে। 
  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:১০
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: সে কথা আর বলতে ... বাংলাদেশ মানেই ব্যাপক বিনুদুন   
  
৬|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৪৭
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১০:৪৭
অরণি বলেছেন: ওর খবর আছে। বিএনপিকে বলে বলে মুখ খুলে গেছে এবার বন্ধ হবে।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩০
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালীর মুখ-টা বরাবরই হাতের চেয়ে একটু বেশী চলে, এটা একটা খারাপ দিক বটে।
৭|  ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:১০
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ১১:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: পিটার হাস বাংলা বোঝে না। সমস্যা হবে না।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩৬
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩৬
ইফতেখার ভূইয়া বলেছেন: খুব সম্ভবত আপনি আমেরিকনা এ্যাম্বেসিতে যান নি কখনো। ওখানে অনেক সাদা চামড়ার লোকই বাংলা বলে।  
   
   
 
৮|  ০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:২৪
০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: চেয়ারম্যান সাহেব আমাদের বিনোদন উপহার দিয়েছেন। 
এজন্য তাকে ধন্যবাদ।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩৭
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: এভাবে চলতে থাকলে তাকেও বিনোদনের বানর বানানো হতে পারে।  
৯|  ০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:৩১
০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১২:৩১
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনি মনে হয় ডার্ক ম্যানের কথাটা ধরতে পারেননি । 
 চট্টগ্রামের জেলা জজ আদালতে  যত মামলা আসে তার বাদি-বিবাদি অধিকাংশই বাঁশখালীর লোক !! এদের নিয়ে চট্টলায় অনেক কিচ্ছা প্রচলিত আছে !!
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪১
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: আমি বুঝতে পেরেছি। বাংলাদেশে অবস্থানরত বিদেশী অতিথিদের নিয়ে উল্টা-পাল্টা কথা বললে তাকেও আদালতে দৌড়াদৌড়ি করতে হতে পারে, ধন্যবাদ।
১০|  ০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৩০
০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৩০
ঢাবিয়ান বলেছেন: এর আগে পিটার হাস সম্পর্কে বলা হয়েছে যে তিনি ইহুদি। গাজার প্রেক্ষাপটে সাধারন মানুষকে তার বিরুদ্ধে  খেপানোর চেষ্টা হয়েছে ।   পিটার হাস এর মুল নাম হচ্ছে Peter D. Haas । কিন্ত অনলাইন থেকে Peter J. Haas  নামক জনৈক ইহুদির পরিচয় পিটার হাসের উপর চাপানোর চেষ্টা হয়েছে বলে মনে হচ্ছে। আমাদের দেশের সাধারন মানুষকে ধর্ম দিয়ে খেপিয়ে তোলা খুব সহজ। হয়ত এই কারনেই এখন পিটার হাসকে পেটানোর মত দুঃসাহস দেখাতে পেরেছে। 
তবে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে আওয়ামী লীগ নেতার পেটানোর হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ বক্তব্যকে তারা খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৬
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৬
ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে অবস্থানরত বিদেশী অতিথিদের নিয়ে এ ধরনের উসকানীমূলক সহিংস বক্তব্যের জন্য আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে। আমার ধারনা আমেরিকার পররাষ্ট্র দপ্তর বিষয়টি ততটা গুরুতর মনে করলে, তারা সেটাও করবেন। বিষয়টি আমার দৃষ্টিতে অভদ্রতাও বটে। পাতি নেতাদের আচরণগত মান সাধারণত অত্যন্ত নিচু শ্রেনীর হয়ে থাকে এটা বাংলাদেশের সবাই জানেন।
১১|  ০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৭
০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ১:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: পিটার হাসকে পেটানোর হুমকি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৭
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম দেখেছি।
১২|  ০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:১১
০৯ ই নভেম্বর, ২০২৩  দুপুর ২:১১
হাসান কালবৈশাখী বলেছেন: 
৯০ এর দশকে ও ২০০৩-২০০৪ এ বিএনপি শাসন আমলে খোদ প্রেসিডেন্ট বুশকে কুশপুত্তলিকা বানিয়ে জুতাপিটা ফাঁসিতে ঝুলিয়ে রাখার হাজার হাজার ঘটনা হয়েছিল।
বাইতুলমোকারমে প্রতি শুক্রবার মার্কিন বিরোধি মিছিল প্রায়ই বের হয়। এরচেয়েও মারাত্মক হুমকি দেয়া হয়, এসব নিয়ে দেউলিয়া বিএনপির লাফালাফি করে কোন লাভ হবে না।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৯
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: কুশপুত্তলিকা পোড়ানো আর কাউকে এ্যাসাল্ট করার হুমকি দেয়া এক বিষয় নয়, সেটা আপনার জানার কথা।
১৩|  ০৯ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৩
০৯ ই নভেম্বর, ২০২৩  বিকাল ৩:৫৩
বিষাদ সময় বলেছেন: এই লোক বেক্কল না পত্রিকাগুলি বেক্কল বুঝতে পারছি না। পত্রিকার অবস্থা এখন এমন পর্যায়ে গেছে যে কোন গিন্নি রান্নাঘরে কি বলেছেন বা বেডরুমে কে তার বিবিকে কি ডেকেছেন তাও নিউজ করা শুরু করেছে। 
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য এখন জাতীয় পত্রিকার উপজীব্য বিষয়। এমনকি মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্রকেও এ বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। দৈন্যতা আর কাকে বলে।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫০
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৮:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালীর মানসিক দৈন্যতা অবশ্য নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে অনেক গোপাল ভাড় আছে যারা মাঝে মাঝেই জাতিকে বেশ কাতুকুতু দিতে পছন্দ করেন।
১৪|  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০৫
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:০৫
করুণাধারা বলেছেন: এই লোক জেনে বুঝেই এমন বক্তব্য দিয়েছেন। আশা করা যায়, এবার নির্বাচনে তিনি মনোনয়ন পাবেন তার এই বক্তব্যের জন্য।
@ রূপক বিধৌত সাধু, পিটার হাস ভালো বাংলা জানেন। এবছর রোজা মাসে টিভিতে কোন এক চ্যানেলে ইফতারি বানানোর অনুষ্ঠানে পিটার হাসকে এনেছিল। সেখানে পিটার খাস পিয়াজু আর পাকোড়া বানিয়ে দেখিয়েছিলেন, বলেছিলেন ইফতারির আইটেম তার খুব প্রিয়, আর বগুড়ার দই খুব প্রিয়। পুরো অনুষ্ঠান তিনি বাংলায় কথা বলেছিলেন।
  ০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৪৯
০৯ ই নভেম্বর, ২০২৩  রাত ৯:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫|  ১০ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:২৭
১০ ই নভেম্বর, ২০২৩  রাত ১০:২৭
নিমো বলেছেন: এমন হুমকি-ধামকি কি মার্কিন রাষ্ট্রদূতদের জন্য নূতন ? এখন ভাইরাল হবার যুগ, একই সাথে লাইক-শেয়ার ধান্ধবাজিরও। আমাদের পত্রিকা, ব্লগ, নাগরিক নামক বলদ কেউই পিছিয়ে নেই।
  ১২ ই নভেম্বর, ২০২৩  ভোর ৫:১৬
১২ ই নভেম্বর, ২০২৩  ভোর ৫:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: বুঝলাম।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৫৮
০৯ ই নভেম্বর, ২০২৩  সকাল ৯:৫৮
বাকপ্রবাস বলেছেন: আমার বাড়ি বাঁশখালি সেটাতো আর বলাই যাবেনা, বাঁশ নিয়ে দৌড়ানি দিবে আমজনতা দুদিন পর।