নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ডিসকর্ড - আধুনিক যোগাযোগের মাধ্যম

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৭


আমরা যারা একটু পুরোনো আমলের তারা অনেকেই ইয়াহু বা এম.এস.এন কিংবা এ.ও.এল. ম্যাসেঞ্জারের নাম জানি। আরেকটু এগিয়ে গেলে স্কাইপ আর বর্তমানে যারা স্মার্ট ফোন ব্যবহার করছেন তারা সবাই বিভিন্ন ধরনের এ্যাপ ব্যবহার করছি। বিগত কয়েক বছর ধরেই অবশ্য পিসি কিংবা স্মার্ট ফোনে ইন্সট্যান্ট যোগাযোগ কিংবা কথা বলার মাধ্যম হিসেবে "ডিসকর্ড" বেশ জনপ্রিয়তা লাভ করছে, বিশেষ করে যারা গেমিং বা লাইভ স্ট্রিমিং করে থাকেন তারা প্রায় সবাই ডিসকর্ড ব্যবহার করেন।

পাশ্চাত্যের দেশগুলোতে প্রফেশনাল কাজ-কর্মের ক্ষেত্রে স্ল্যাক জনপ্রিয়তা পেলেও স্বাভাবিক সামাজিক যোগাযোগরে জন্য ডিসকর্ড বেশ বাজার ধরতে পেরেছে। বাংলাদেশে যদিও এর ততটা ব্যবহার লক্ষ্য করিনি তবু মনে হয় এর যথেষ্ট এ্যাপিল থাকতে পারে। তবে এটা বেশ নিশ্চিতভাবেই বলা যায় এটা মূলত পিসি ভিত্তিক যোগাযোগের জন্য বেশী উপযোগী।

এখানে জয়েন করে আপনি চাইলে আপনার নিজস্ব রুম / গ্রুপ খুলে সবার সাথে কথা বলতে পারবেন কিংবা কোলাবরেটিভ কাজ করতে পারবেন। আড্ডাবাজি জন্যেও বেশ। আপনার পছন্দ-মাফিক রুম পাবেন যেখানে সুর্নিদিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা চলে সেখানেও জয়েন করতে পারবেন রুমের নিয়ম-নীতি মেনে। আপনারা কেউ কি ব্যক্তিগতভাবে ডিসকর্ড ব্যবহার করছেন? করে থাকলে আপনি চাইলে আপনার আই.ডি. শেয়ার করতে পারেন। আমার আই.ডি. "ibhuiyan", চাইলে এ্যাডও করতে পারেন। ধন্যবাদ।

ছবি কপিরাইট: ডিসকর্ড

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

ঋষিবাক বলেছেন: এটার নাম আপনার কাছ থেকে প্রথম শুনলাম। মোবাইলে কি ইউজ করা যায়? ফেসবুক টাইপ?

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, স্মার্ট ফোনে ব্যবহার করা সম্ভব। এ্যাপ স্টোরেই পেয়ে যাওয়ার কথা। ফেইসবুকের মতো বলাটা ঠিক হবে না। ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: এটার সাথে পরিচিত নই।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: এশিয়াতে এটা ততটা জনপ্রিয় নয় খুব সম্ভবত। ধন্যবাদ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চেষ্টা করে দেখি।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী আচ্ছা, চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১

অধীতি বলেছেন: একটা সময় সামাজিক যোগাযোগের যত এ্যাপ্লিকেশন পেয়েছিলাম সবগুলোতে আইডি খুলে রেখেছি। এটা বাদ যাবে কেন ;) ।আজই খুলবো।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: অবশ্যই খুলে ফেলুন। দেরী করলেই লেট হয়ে যাবে B-)

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০

অপু তানভীর বলেছেন: মিডজার্নি এআই ব্যবহারের জন্য এখানে একাউন্ট খুলেছিলাম । পশ্চাত্যে জনপ্রিয়তা পেলেও আমাদের দেশে এটা জনপ্রিয়তা পাবে না।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছুটা দুঃখজনক বৈ কি! ধন্যবাদ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৬

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আইডি আছে, মাগার কাউরে চিনি না। পরে আগ্রহ হারিয়ে আনইন্সটল করে ফেলেছি।

আমি এক সময় ইয়াহু গ্রুপ গুলিতে বেশ পরিচিত ছিলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম এখনতো চিনলেন। ধন্যবাদ।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৯

রানার ব্লগ বলেছেন: চিন্তা করবেন না কিছুদিন যাক ডিসকর্ট কে বাংগালী আস্তাকুর বানিয়ে ছাড়বে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: তা মন্দ বলেন নি B-) ধন্যবাদ।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: নতুন কিছুর সাথে খাপ খাওয়াতে আমার সমস্যা হয়।
যেমন ধরুন টেলিগ্রাম। হোয়াটসআপ আমার কাছে ভালো লাগে। সহজ লাগে।

০৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আমারও বেশ কিছুটা সমস্যা হয়। কোন কিছুতে অভ্যস্ত হয়ে গেলে সেটা সহজে ছাড়তে পারি না। হুম আপনি নভেম্বরের ১১ তারিখ টেলিগ্রামে জয়েন করেছেন দেখলাম, টেলিগ্রামে স্বাগতম =p~ B-)

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

ডার্ক ম্যান বলেছেন: আইডি একখান খুলতে হবে।
লেখালেখি করা যাবে নাকি।
কেমন আছেন আপনি

০৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আইডি খুলে ফেলুন আর আমাকে এ্যাড পাঠিয়ে দিন, মাঝে মধ্যে আড্ডা দেয়া যাবে। ওটা আসলে লিখালিখার জায়গা না তবে গ্রুপ বা পারসোনলাম মেসেঞ্জিংতো আছেই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও বেশ ভালো আছেন। ধন্যবাদ।

১১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

মিরোরডডল বলেছেন:





ইফতেখার ভূইয়া বলেছেন: মিরোরডডল বলেছেন: থ্যাংক ইউ ইফতি, শেষ কথা আমার চা-ই পাগলা চা :)

আমার চা বেশ এক্সপেন্সিভ। এটা ট্রাই করার জন্যেও নিউ ইয়র্ক আসতে হবে B-)


দাম দিয়ে চায়ের স্বাদ জাজ করলে, এরপর আর কিছু বলার থাকেনা।

আমার চা হচ্ছে অর্ডিনারি মা খালারা ট্র্যাডিশনালি যেভাবে চুলায় জ্বাল করা দুধ চিনি চা পাতা দিয়ে বানাতো, সেই চা।
সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সবকিছু সঠিক পরিমাপের পাশাপাশি উইদ লাভ।
ভালোবাসা দাম দিয়ে পরিমাপ করা যাবে না :)

২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে চা'য়ের দাওয়াত না দিয়ে এটা-সেটা, কত যে কথা হলো! :``>>

১২| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

সোনালি কাবিন বলেছেন: ট্রাই করে দেখতে হবে।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: দেখতে পারেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.