নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
পুরো নাম শুভাশিস মজুমদার বাপ্পা হলেও তিনি মূলত বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত। বাপ্পার প্রথম একক স্টুডিও এ্যালবাম "তখন ভোর বেলা" প্রথম রিলিজ হয়েছিলো ১৯৯৬ সালে। এ্যালবামটিতে তেরটি ট্র্যাক রয়েছে যার সবগুলো গানই মূলত বিভিন্ন গীতিকারের লিখা। বেশীরভাগ গানগুলোতেই সুরারোপ করেছেন বাপ্পা নিজেই। এ ছাড়া সঞ্জীব চৌধুরী ও ফোয়াদ নাসের বাবু'র সুর করাও বেশ ক'টি গান পাওয়া যাবে এ্যালবামটিতে।
এ্যলবামটির সবগুলো গানের লিরিকস সম্প্রতি প্রকাশনীতে সংরক্ষণ করার কাজ সম্পন্ন হয়েছে। সবগুলো গানের লিরিকস পাবেন এখানে।
২৫ শে মার্চ, ২০২৪ রাত ১:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: আশা করি পুরো পোস্ট পড়ার পর আর সে সমস্যা হয় নি। বাপ্পার আরো কিছু এ্যালবামের গানের লিরিক্স সংরক্ষণের কাজ চলছে। খুব শীঘ্রই সেগুলোও শেয়ার করা হবে। ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি খুবই ভালো গান করতেন।
২৫ শে মার্চ, ২০২৪ রাত ১:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: বাপ্পা দা এখনো গান করছেন যদিও খুব বেশী এ্যালবাম বের হচ্ছে না। ধন্যবাদ।
৩| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ১১:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার ব্লগে পুরনো দিনের নস্টালজিয়া গান গুলো অতীতে নিয়ে যায়।
২৫ শে মার্চ, ২০২৪ রাত ১:৫১
ইফতেখার ভূইয়া বলেছেন: ওল্ড ইজ গোল্ড। চেষ্টা করছি আমাদের সংস্কৃতির এই দিকটি নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করতে, যতটুকু সম্ভব। ধন্যবাদ।
৪| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: বাপ্পা একবার আমাদের এলাকায় এক কর্নসার্টে এসেছিলো।
২৫ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২৪ রাত ৮:০২
মিরোরডডল বলেছেন:
ইফতির দেয়া পোষ্টে গায়কের ছবি দেখে এখন পিলে চমকে যায়।
মনে হয়, না জানি আবার কে চলে গেলো!
বাপ্পার এই প্রথম এ্যালবামের গানগুলো শোনা হয়নি।
শুনে দেখবো। থ্যাংকস ইফতি।
ছুটি এ্যালবামের অনেক প্রিয় একটা গান দিলাম।