নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ - ২০২৬ সাফ ওমেনস্ ফুটসাল চ্যাম্পিয়ন

৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৯


প্রতিদিন বাংলাদেশের অনলাইনভিত্তিক সংবাদপত্রগুলোর সাইটে গেলেই দেশ সম্পর্কিত এত বেশী নেতিবাচক সংবাদ দেখতে পাই যে, মাঝে মাঝে ইচ্ছেই করে না সাইটগুলো ভিজিট করতে। তবুও জানার অসীম ইচ্ছেকে অবদমিত করার প্রয়াস বার বার ব্যর্থ করে সংবাদ পড়ি। মাঝে মাঝে ছোট ছোট কিছু ভালো খবর দেখে অবশ্য মনটা বেশ ভালো হয়ে যায়, ঠিক ক'দিন আগে যেমন হলো।

বাংলাদেশের দামাল আর অদম্য মেয়েরা "২০২৬ সাফ ওমেনস্ ফুটসাল চ্যাম্পিয়নশিপ" টুর্নামেন্টে-এ চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলো দক্ষিণ এশিয়ার দেশগুলো। খেলাগুলো চলতি বছরের ১৩ থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়ছিলো ভারত দলের বিপক্ষে। খেলায় বাংলাদেশ ৩-১ গোলে জয়লাভ করে। সর্বমোট ৬টি ম্যাচে ১৪ টি গোল করে সিরিজের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের সাবিনা খাতুন।

বাংলাদেশের বর্তমান এই ফুটবল দলটির প্রতি আমার বেশ আস্থা রয়েছে। অতীতেও সাফ গেমসে তারা সাফল্য পেয়েছে। আমার ধারনা ওদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ওদের দিয়েই আর্ন্তজাতিক পরিমণ্ডলে আরো সাফল্য অর্জন সম্ভব হবে। অভিনন্দন জানাই আমাদের ফুটবল দলের প্রতিটি সদস্য ও টিমের সাথে সম্পর্কিত সকলকে। তাদের সবার ঐকান্তিক চেষ্টায় এ সাফল্য এসেছে আর সে ধারা আগামীতেও অব্যাহত থাকবে তেমনটাই আশা করি।

আমি ক্রীড়া সম্পর্কিত কোন ব্যক্তি নই, আর এ ব্যাপারে আমার ধারনাও বলতে গেলে শূন্যের কোঠায়। তদপূরি আর্ন্তজাতিক স্টেজে বাংলাদেশের যে কোন ধরনের খেলায় সমর্থন সব সময়ই থাকবে। আর্ন্তজাতিক পরিধিতে যারাই দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার পেছনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ আরো এগিয়ে যাক, এই প্রত্যাশাই থাকছে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: মেয়েদের ফুটবল দলটি আসলেই খুব ভালো করছে ।

৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আমারও তেমনটাই মনে হয়েছে, ধন্যবাদ।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সিরিজের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের সাবিনা খাতুন
..............................................................................................
অভিনন্দন বাংলাদেশ মহিলা ফুটবল দলকে !
আগামীতে হাফপ্যান্ট পড়ে খেলতে পাবে কিনা ,
এ বিষয়ে আপনার কি মতামত ???
...............................................................
ক্রিকেটের এত বড় আসর থেকে ছিঁটকে পড়া
আমাদেরকে আশাহত করেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.