![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ আন্দোলন নিয়ে মানুষ এখন দুভাগে বিভক্তি হয়ে গেছে।
একেক মানুষের একেক ধরনের আজব চিন্তা ভাবনা দেখছি।
এই সব রাজাকারের বিচার নিয়ে তো কারওতো দ্বিধা বা বিভক্তি থাকা উচিত নয়।
অনেকেরে এই কথা বললে বলে "আরে জানিস না ভিতরে ভিতরে কি হচ্ছে? সব লীগের কাজ কাম হুদাই চিল্লাপাল্লা করিস গলা ফাটাস, তোর তেল বেশি, তুই যা, ভাই আমার এতো তেল নাই, খাইয়া দাইয়া কাম নাই ঐহানে যামু যত্তসব ফালতু"
দুঃখ হচ্ছে মূর্খ লোকরা বললে ঠিক আছে "আধুনিক শিক্ষিত" পোলাপানও এই কথা বলে।
আমার কথা হচ্ছে আমরা কোন ভালো কাজ কিংবা মুক্তিযুদ্ধের কথাই যদি আনি তাতে তো আমরা কে লীগের বা দলের তা তো চিন্তা করি না।
তাহলে শুধু এই সব কুত্তার বাচ্চাদের জন্য কেন আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবো?
আমাদের তো সবার সচেতন হওয়া উচিত যাতে লীগ এই বিচার নিয়ে খেলতে না পারে(আমার মনে হয় সেটা ইতিমধ্যে খেলছে) আর দলরেও মনে হয় এই বিষয় মাথায় রাখা উচিত।
আর ধর্ম কি আমাদের এই শিক্ষাই দেয় মারামারি কাটাকাটি। ধর্মান্ধ থাকা উচিত নয়। সেই দিন শুনলাম ইমরান এইচ সরকার কেনো গরমের মধ্যে চাদর পরে থাকে! :O
আমি এতোদিন ব্যাপারটা খেয়াল করিনি। পরে খেয়াল করে দেখলাম আসলেই তো সে চাদর পরে থাকে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম স্টাইল যার যার ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়েও কি সন্দেহের বীজ রোপন করতে হবে? :O
আবার ইন্ডেপেনডেন্টের অনুষ্ঠানে জৈনিক ১ নেতা বলেছেন ইমরান এইচ সরকারের দাদা নাকি রাজাকার ঐ অনুষ্ঠানেই যে ইমরান এইচ সরকার তারে ধুয়ে ফেললো ঐটুকু অংশ কেউ দেখলো না। সবাই বিশ্বাস করা শুরু করছে সে রাজাকার।
আবার শাহবাগ এর কথা বললে অনেকে বলে বিশ্বজিতের বিচার কই, এই সরকারের দুর্নীতির বিচার কই, পদ্মা সেতু কই?
আমি সোজা কথায় যেটা বুঝি আরে ভাই এইসব কথা বলে কি আমরা এই সব কুত্তার বাচ্চাদের ছেড়ে দেয়ার পথ করে দিচ্ছি না?
আমরা তো কেউ এই সব দুর্নীতি কে সমর্থন জানাচ্ছি না, বিশ্বজিতের বিচার থেকে সরে আসছি না, সরকারের অন্যায় আচরন কে সমর্থন জানাচ্ছি না। ফেইসবুকে কি এইসব নিয়ে কম ঝড় উঠেছে? মানুষ কি প্রতিবাদ করেনি?
রাজাকারদের বিচার নিয়ে যদি আমরা ২ভাগে বিভক্ত হয়ে যাই আমার মনে হয় আমাদের জাতির কপালে সত্যি অনেক খারাপ সময় অপেক্ষা করছে।
(শেষ লাইনের জন্য আমি ক্ষমাপ্রার্থী)
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯
বোকা ছেল বলেছেন: ভাই তাহলে তো আরেকটা শাহবাগ হওয়ার স্বপ্ন দেখতে হবে
আপনি অনায়াসে যাদের রাজাকার বলতে পারছেন তাদের ব্যাপারেই বিভক্তি চলে আসছে অন্যগুলার ক্ষেত্রে আপনি কিভাবে এক হতে পারবেন?
২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫
তিক্তভাষী বলেছেন: কাদের মোল্লার ফাঁসির আদেশ না হওয়ার নেপথ্য কারণ কী?
অপরাধের মাত্রা কম? তদন্তের দুর্বলতা? প্রসিকিউশনের অদক্ষতা? বিচারকদের ভুল? আওয়ামীদের সাথে আঁতাত?
শাহবাগীরা শুরু থেকেই এই মুল প্রশ্নটি সুকৌশলে এড়িয়ে গেছে।
কেনো?
০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫
বোকা ছেল বলেছেন: এটা তো সবার কাছে স্পষ্ট রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য, মানুষের আবেগকে কাজে লাগিয়ে আর ১বার ক্ষমতায় যাবার জন্য।
এখন আপনার কি মনে হয়? কি করা উচিত আমাদের?
আবার অনেক 'বুদ্ধিজীবী!' বলছেন দেশে শান্তি রাখার জন্যই এমন করা হয়েছে। কারণ কুত্তা কাদের মোল্লার যাবজ্জীবনে কিন্তু শিবির অতটা আগ্রাসী হয়নি যতটা কুত্তা সাঈদীর ফাঁসির রায়ে হয়েছে।
৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৬
বাংলার হাসান বলেছেন: শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন নিয়ে প্রশ্ন উঠতো না যদি তা যে সকল নিরপেক্ষ বা দল কানা নয় ব্লগারার শুরু করেছে তাদের দ্বারা আন্দোলনটা পরিচালিত হতো।
৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭
নীলতিমি বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
আমি মোঃ চয়ন বলেছেন: "মানুষ এখন শাহবাগ আন্দোলন নিয়ে দু'ভাগে বিভক্ত হয়ে গেছে।"
কিন্তু রাজাকারের বিচার নিয়ে দু'ভাগে বিভক্ত হয় নাই ।
মানুষ শাহবাগ আন্দোলন নিয়ে শুধু দু'ভাগে বিভক্ত হয়নি, বরং মেজরিটি আজ শাহবাগ বিরোধী।