নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। শাহপরীর দ্বীপে জেটি
২। সূর্যোদয়
৩। লালচে জলের গালিচা
৪।
৫। সেন্টমার্টিনের জেটি
৬।
৭। বিকেলের কন্যা সুন্দর আলো কি একেই বলে ?
৮।
৯।
১০। ছেড়া দ্বীপ
১১।
১২।
১৩।
১৪।
১৫।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০০
প্রত্যাবর্তন@ বলেছেন: আহা । অনেক উৎসাহিত হলাম ।
২| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৬
আরমিন বলেছেন: এক কথায় অসাধারণ !
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৭
প্রত্যাবর্তন@ বলেছেন: এহেম এহেম । :!> :#>
৩| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০
টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক খুশি লাগছে ।
৪| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
নীলতিমি বলেছেন: পিলাচ দাগাইলাম !
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: আমিও অকৃত্রিম ধন্যবাদের ঝংকার তুলিলাম ।
৫| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
আমিনুর রহমান বলেছেন:
অনেক সুন্দর !
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০
প্রত্যাবর্তন@ বলেছেন: স্বাগতম । কৃতজ্ঞতা জানুন ।
৬| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০১
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
নস্টালজিক হয়ে গেলাম। তিন বছর আগের ট্যুরটার কথা মনে পড়ে গেল।
ছবিগুলো সুন্দর।
২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনার সেই ট্যুরের ছবি দিয়ে কোন পোস্ট কি দিয়েছিলেন ?
৭| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২
তোমোদাচি বলেছেন: এইবার দেশে গিয়ে সেন্টমারটিন যাবই ইনশাল্লাহ!!!
২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার আশা বাস্তবে অনূদিত হোক আর আমরাও একটি সুন্দর ভ্রমণ ব্লগ উপহার পাব
৮| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩
প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । স্বাগতম আপনাকে ।
৯| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭
আরািফন বলেছেন:
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৬
প্রত্যাবর্তন@ বলেছেন: সুন্দর ছবি
১০| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৬
অপর্ণা মম্ময় বলেছেন: ২ আর ৮ নাম্বারে সূর্যের আভায় কেমন গোলাপি ভাব ! এটা বাস্তবেই এমন ছিল রঙ সে সময়ে নাকি ক্যামেরার কারুকাজ ?
তবে খুব সুন্দর ছবি গুলো ! সেন্টমার্টিন ও ছেড়া দ্বীপ দেখে ইচ্ছে করছে পানিতে এখনি নেমে যেতে ! ভয়াবহ গরমের জন্য এই ইচ্ছেটা তীব্র হচ্ছে
২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪২
প্রত্যাবর্তন@ বলেছেন: ২ আর ৮ নাম্বারের ক্ষেত্রে সানরাইজ/সানসেট মোড বাদ দিয়ে কালার এক্সেনচুয়েট করার জন্য ক্লাউডি মোড আর ভিভিড মোড ব্যবহার করেছি ।
ছেড়া দ্বীপের পানি প্রশান্তিদায়ক শীতল । কল্পনায় ডুব দিয়ে নিন ।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৭
প্রত্যাবর্তন@ বলেছেন: খালি চোখে প্রায় অমনই দেখা যায়
১১| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১২
অপূর্ণ রায়হান বলেছেন: ৮ম ভালোলাগা ++++++++++
সবগুলো ছবিই অনেক সুন্দর হয়েছে
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার উদার প্রশংসায় কৃতজ্ঞতা জানুন
১২| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩
ময়নামতি বলেছেন: আসাধারন ছবির সমাহার । +++++++++
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪০
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
১৩| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
হেডস্যার বলেছেন:
এসব দৃশ্যের দিকে সারাদিন তাকাইয়া থাকলে ও মন ভরবে না
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:২১
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি ঠিকই বলেছেন । সেন্টমার্টিন বেসম্ভব সুন্দর ।
১৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার ছবি ব্লগ ++++++ রইল
২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৮
প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নাকেও পোস্টে আসা ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
১৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১১
মেটাল বলেছেন: সমুদ্রের দিনের সৌন্দর্য ভাল লাগে অন্য সবার মত । কিন্তু সমুদ্রের আরেকটা স্পেশাল জিনিষ আছে । আমার বেশি ভাল লাগে রাতের সমুদ্র । রাত ২-৩ টা , বিচে মানুষের আনাগোনা নেই । তখন সমুদ্রের গর্জন , নীরবতা ।আমার কাছে তখন মনে হয় '' Heaven does exist ''
২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৩
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি যথার্থই বলেছেন । জ্যোৎস্না রাতের সেন্টমার্টিনে '' Heaven does exist '' । আমরাও জ্যোৎস্না পেয়েছিলাম কিন্তু ডিজিটাল ক্যামেরায় জ্যোৎস্নায় সমুদ্রের ছবি একেবারেই ভাল উঠেনাই ।
আহা, সেইসব স্মৃতি , জ্যোৎস্নায় বালুকাবেলায় হাঁটবার সুখ , রাতের সমুদ্রের মিস্টি গর্জন ।
১৬| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
আমি মাসুদ বলেছেন: আহ !!! কী অপরুপ সৌন্দয সত্যি মুগ্ধ হওয়ার মত ।
২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: আসলেই । ধন্যবাদ আপনাকে ।
১৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
মামুন রশিদ বলেছেন: দারুণ ছবি ++
২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৬
প্রত্যাবর্তন@ বলেছেন: উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ
১৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৮
অচিন.... বলেছেন: kobe j jamu?
২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০
প্রত্যাবর্তন@ বলেছেন: ক্যান, সাম্নের শীতে গেলে অসুবিধা কি ?
১৯| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৬
বোকামন বলেছেন:
বাহ্ ! খুব সুন্দর একটি ছবি ব্লগ :-)
প্রতিটা ছবিই সুন্দর, তবে ৪,৭,১৩,১৫ দেখে মনে হচ্ছে আপনি দারুণ ছবি তুলতে পারেন।
৮নং ছবিটিতে ফ্রেম ব্যবহার করলে আরো সুন্দর লাগতো :-)
ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।।
ভালো থাকুন সবসময়.....।
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫
প্রত্যাবর্তন@ বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু । অনেক প্রেরণা পেলাম । অজস্র ধন্যবাদ ।
ফ্রেম ব্যবহারের টেকনিকটা জানা নেই । মনে হয় সহজ, একবার ধরতে বা বুঝতে পারলে কাজ হত ।
আপ্নাকেও শুভকামনা ।
২০| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন
খুব সুন্দর ছবিগুলো... দেখে মন ভালো হয়ে যায়...
৮নং ছবিটায় সূর্য যেন নেশার পেয়ালায় ডুবে যাচ্ছে...
শুভকামনা...
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২
প্রত্যাবর্তন@ বলেছেন: সুহৃদ,
আপনার ভাল লেগেছে জেনে আমিও আনন্দিত । আপনার উপমাটা বেশ মনে ধরল - নেশার পেয়ালায় ডুবে যাওয়া ।
ভাল থাকবেন।
২১| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
জুন বলেছেন: অপরূপা সেন্ট মার্টিনে দুবার গিয়ে তিনদিন করে থেকেও স্বাদ মেটেনি । আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে আবার যাই।
কিন্ত ঢাকা থেকে টেকনাফ যাবার কথা মনে হলেই ইচ্ছেটা মরে যায় দ্রুত
সুন্দর পোষ্টে ১৩ নম্বর ভালোলাগা দিতে মন সায় দেয়নি তারপর ও দিলাম
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩
প্রত্যাবর্তন@ বলেছেন: জুন বলেছেন: অপরূপা সেন্ট মার্টিনে দুবার গিয়ে তিনদিন করে থেকেও স্বাদ মেটেনি ।
আরেহ, এতো আমারো মনের কথা । আমাকে আবার যেতে হবে নীল সমুদ্রের কাছে ।
শুনেছিলাম, কক্সবাজার থেকে সেন্টমার্টিন জাহাজ সার্ভিস চালু করার কথা । ওটা থাকলে কক্সবাজার টু টেকনাফ বাস যাত্রা হতে রেহাই পাবেন ।
প্রথমে আপনার কথা ধরতে পারিনি । এখন বোধহয় বুঝেছি । আনলাকি থার্টিনের কথা বলেছেন ।
অনেক অনেক ধন্যবাদ ।
২২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৪
হাসান মাহবুব বলেছেন: আফসোস! খালি ছবিই দেইখা গেলাম। একদিন যাব নিশ্চয়ই!
২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
প্রত্যাবর্তন@ বলেছেন: অবশ্যই যাবেন । কেন নয় ।
২৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫
রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন.........।
প্রতিটা ছবিই অনেক সুন্দর। আসলেই অপরূপা সেন্টমার্টিন।
ছবিগুলি দেখে মনটা ভরে গেল। সত্যি দারুন।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
প্রত্যাবর্তন@ বলেছেন: সেন্টমার্টিনের উদার প্রকৃতির মত অকৃপণ আপনার প্রশংসা । অনেক ধন্যবাদ ।
২৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৮
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
না, সেন্টমার্টিন ট্যুর নিয়ে ব্লগ লেখা হয় নাই। ট্রাভেল কেন জানি লেখা হয় না।
বগালেক আর কেওক্রাডাং নিয়ে একটা ব্লগ পোস্ট লিখেছিলাম।
বগালেক ও কেওক্রাডাং: যেতে যেতে একলা পথে
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৮
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার সেই পোস্টের ছবি আর বর্ণনা চমৎকার ।
২৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭
নতুন বলেছেন: জটিল ছবি.... আফসস এখনো জাইতে পারলাম না...
একটা অনুরোধ.... আপনার এই ছবি গুলি যখন অন লাইনে দেবেন... সেই গুলি যেন দেশকে দেখায় সারা বিশ্বকে...
প্রতিটি ছবির নামের সাথে বাংলাদেশ লাগাইয়া দেন...
Click This Link
একটু সময় করে পইড়েন.. প্লিজ..
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৬
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি খুব সুন্দর বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন । আপনাকে অনেক ধন্যবাদ ।
২৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সাথে ঘুরে এলাম অপরূপা সেন্টমার্টিন ও ছেড়া দ্বীপ ।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩
প্রত্যাবর্তন@ বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ।
২৭| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
এহসান সাবির বলেছেন: চমৎকার। পুরানো স্মৃতি মনে করিয়ে দিলেন।
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৯
প্রত্যাবর্তন@ বলেছেন: স্বাগতম । ধন্যবাদ আপনাকে ।
২৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:২২
প্রিয়ভাষিণী বলেছেন: আসলেই অপরুপা!
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । আমি আবার যাব ।
২৯| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৯
খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: অনেক সুন্দর। একবার গিয়েছি। আবার যাব। সময় সুযোগ মিললেই।
পোষ্টে +++
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭
প্রত্যাবর্তন@ বলেছেন: আসলেই অনেক সুন্দর ।
আপ্নাকে অনেক ধন্যবাদ ।
৩০| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪
আরজু পনি বলেছেন:
ছবিগুলো অনেক বেশি সুন্দর ।
আর ২ নম্বরে সূর্যোদয়ের ছবিটা একেবারে কপালের টিপ-এর মতো !
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৮
প্রত্যাবর্তন@ বলেছেন: দুঃখিত, ব্লগে ছিলাম না । উত্তর দেরি হয়ে গেল।
আপনার উপমাটা জোস হয়েছে ।
৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
আরজু পনি বলেছেন:
হুম, মৌসুমি ব্লগার ।
মাঝে মাঝে আমারও মনে হয়, কিছুদিন গ্যাপ দেই... কিন্তু নেশায় পড়ে গেছি, নিয়মিত অল্প কিছু সময়ের জন্যে ব্লগে অনলাইনে বা অফলাইনে না এলে আর চলে না ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
প্রত্যাবর্তন@ বলেছেন: মৌসুমি ব্লগার । জুতসই নাম দিয়েছেন ।
মাঝে মাঝে ক্ষণিকের জন্য অফলাইনে ব্লগে আসলে হালকা বিষয় নিয়ে পড়ি । আপনাদের মত ভাল কিছু ব্লগারদের লেখা কিছুটা সময় হাতে পেলে এক বৈঠকে পড়ার চেস্টা করি।
৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
ভুং ভাং বলেছেন: " রোজার ঈদের পরের দিন গিয়েছিলাম।টিকিট এমন করে কেটেছিলাম যে ৩০ রোজা হলে ঈদের দিন বিকেলেই ঢাকা থেকে রওনা দিতে হতো।যাবার সময় ভাবছিলাম জাহাজ ছাড়বে তো ।যেয়ে দেখলাম পাগল আমার মতো অনেকেই আছে।আর সেন্টমার্টিনের আকাশ এক কথায় "ওয়াও"
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
প্রত্যাবর্তন@ বলেছেন: ওয়াও । সুপার্ব ছবি তুলছেন রে ভাই ।
৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ সুন্দর!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০
প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যবাদ । স্বাগতম আপনাকে ।
৩৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নাকে দেখে ভাল্লাগলো । ধন্যবাদ !!
৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
কি চমৎকার, বাহহ !!
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
প্রত্যাবর্তন@ বলেছেন:
৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
খাটাস বলেছেন: এক বার ও যাইতে পারলাম না। অনেক বেশি সুন্দর । প্লাস।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: সময় করে চলে যান । অনেক ভাল্লাগবে ।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩
সঞ্জয় নিপু বলেছেন: Nice Hoyeche ++++