নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..।

প্রত্যাবর্তন@

০০০০

প্রত্যাবর্তন@ › বিস্তারিত পোস্টঃ

পরিবেশ বন্ধু ভাইকে আমাদের ক্ষেমা ঘেন্না করে দিয়ে সামুর উপর উনার আছর তুলে নেবার জন্য দুর্বিনীত অনুরোধ জানাচ্ছি

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

সামুর সার্ভার স্লো,
ব্যাড গেটওয়ে প্রদর্শন,
কিংবা সার্ভার বিজি বলা,
কেউ কমেন্ট করলে কমেন্ট না শো করা ,
আবার একই কমেন্ট একাধিক হয়ে যাওয়া
.....................



ইজ পরিবেশ বন্ধু ইন অ্যাকশন ?



ভয়ে আতঙ্কে হাত পা ...............

দু পক্ষই ইগো ধরে বসে আছে । না মডু বন্ধুর কাছে ক্ষমা চাইছেন, না পরিবেশ বন্ধু ব্লগ দিয়া সামু চালানোর ব্যাপারে উনার জারিজুরি বন্ধ করছেন । মাঝখানে আমরা মেংগো ব্লগারদের জীবন যুগপৎ দুর্বিষহ ও আনন্দময় । যেন জিলাপি দিয়ে ঝাল বুট মুড়ি ।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৪

প্রত্যাবর্তন@ বলেছেন: তিন চার বারের চেস্টায় তবেই এ পোস্ট দিতে পারলাম । কী হচ্ছে এসব ? :(( :((

২| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

হাসান মাহবুব বলেছেন: আমরা সবাই ফাঁকা বুলি ছাড়ি বড় বড়। পরিবেশ বন্ধু কথা ও কাজে সমান। গুরু মানলাম। আমাদের সকলের অনুসরনীয় হিসেবে মানা উচিত তাকে।

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

প্রত্যাবর্তন@ বলেছেন: আসলেই গুরু মানা উচিত তাকে ।


পরিবেশ বন্ধু তার সেই পোস্টে রহস্যময়ভাবে কারো মন্তব্যের উত্তর না দিয়ে মৌনতা অবলম্বন করছেন । সব মৌনতা হিরন্ময় নয় । তার এই নীরবতা যেন কুগীত গাইছে ।

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

প্রত্যাবর্তন@ বলেছেন: আসলেই গুরু মানা উচিত তাকে ।


পরিবেশ বন্ধু তার সেই পোস্টে রহস্যময়ভাবে কারো মন্তব্যের উত্তর না দিয়ে মৌনতা অবলম্বন করছেন । সব মৌনতা হিরন্ময় নয় । তার এই নীরবতা যেন কুগীত গাইছে ।

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: এক্কেরে হাতে নাতে প্রমাণ ।

প্রথমবার মন্তব্য আসতে দেরি হইতেসে দেখে কপি করে ব্রাউজার স্টপ করে আবার পেস্ট করলাম । এখন দুইটাই আসছে।

৩| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

হাসান মাহবুব বলেছেন: তাও আবার একটা মোডা আরেকটা চিকন ফন্টের। গজব নাজেল হইসে সামুতে। মডুরা হের কাছে ক্ষমা চায়না কেন? ক্ষমা চাইয়া একটা পোস্ট স্টিকি কইরা দেইয়া উচিত। নাইলে আমাদের আর ব্লগিং করা হবে না।

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

প্রত্যাবর্তন@ বলেছেন: তাও আবার একটা মোডা আরেকটা চিকন ফন্টের।


@ এই বিপদেও যে আপ্নের অব্জারভেশন পাওয়ার ঝলমলে বাত্তির মত চিলিক দিতেসে তা সত্যই প্রশংসার দাবিদার ।

মডুদের উপর যা মিজাজ খারাপ হইতেসে ! এখন কি ইগো দেখানোর সময় ?

কী হয় মান সম্মানের কথা ভুলে গিয়ে বন্ধুর কাছে মাফ চাইলে ?

বন্ধু হতে এসে পরিবেশ ভাই শত্রু হয়ে গেলেন :( :(

(বাই দ্য ওয়ে মন্তব্য পাব্লিশ করার আগে কপি কইরা রাখি)

৪| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: মহামান্য সার্ভার জানায় ব্যাস্ততা
আর আমরা চাই স্বাধীনতা
কি হবে উপায় ?

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

প্রত্যাবর্তন@ বলেছেন: আলহামদুলিল্লাহ !! প . ব ভাই যৌনতা থুক্কু মৌনতা ভাংছেন ।

৫| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

বিবর্ণ ক্যানভাস বলেছেন: লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ !! প . ব ভাই যৌনতা থুক্কু মৌনতা ভাংছেন । =p~ =p~ =p~

৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

প্রত্যাবর্তন@ বলেছেন: :P :P

৬| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭

সফদার ডাকটার বলেছেন: পরিবেশ বন্ধু'র কম্পু ইঞ্জিনের ভেতর যে জিন ছিল, তা আগে বুঝি নাই :(



@মডুরা শুনেন, পরিবেশ বন্ধুর সাথে একটা ফয়সালায় আসেন । উনার গায়েবী মুজেজা থেকে বাঁচার আর কোন উপায় নাই :| :#)

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

প্রত্যাবর্তন@ বলেছেন: শুধু উনার কম্পু ইঞ্জিনই জ্বীন না, উনি নিজেই এক সাক্ষাৎ জলজ্যান্ত জ্বীন ।


সফদার ডাকটার বলেছেন:


@মডুরা শুনেন, পরিবেশ বন্ধুর সাথে একটা ফয়সালায় আসেন । উনার গায়েবী মুজেজা থেকে বাঁচার আর কোন উপায় নাই

৭| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

আরজু পনি বলেছেন:

সত্যিই সামুতে এখন ঈদের আনন্দ বয়ে যাচ্ছে...

কে বলে সামুতে ব্লগীং করে কেউ আনন্দ পায় না...সেই সব মুখপোড়াদের এই সবগুলো পোস্ট দেখানো উচিত।


আর পরিবেশের পোস্ট আমি প্রিয়তে নিছি :!>

এমন ঔতিহাসিক পোস্ট প্রিয়তে না নিয়ে থাকতে পরলাম না । :#>

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি জানেন কি আজ সামুর ব্লগাররা এক বিরল মুহূর্তের মুখোমুখি হয়েছেন ।

সামু ব্লগের হালের দুই সেনসেশন, হট কেকের ন্যায় দুই নরম গরম ব্লগার (রেজা ঘটক ও পরিবেশ বন্ধু সময় বিকাল ৪।৩০ মিনিট) একসাথে পুস্ট দিয়াছেন । এই পোস্টসন্ধিক্ষণের মুহূর্ত দেখিতে পারিয়া নিজেকে কেউকেটা মনে হইতেছে ।

৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৪

লিটল হামা বলেছেন: Click This Link

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

প্রত্যাবর্তন@ বলেছেন: বড়ই সৌন্দর্য এই লিঙ্কের জন্য আন্নেরে রেজা ঘটক গোল্ড মেডাল দেওন হইল ।

৯| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

বিডি আমিনুর বলেছেন:

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

প্রত্যাবর্তন@ বলেছেন: জোস হইসে । =p~ =p~

১০| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

অদৃশ্য বলেছেন:




প্রিয় প্রত্যাবর্তন

বিয়টি গত দু'তিন দিন বেশ বিনোদন দিয়ে যাচ্ছে... আপনার লিখাটি আগেই দেখেছিলাম... ভাবলাম দেখি কথা কতদুর গড়ায়...

মনে হচ্ছে সমঝতা হয়ে গ্যাছে...

শুভকামনা...

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার কথাই বোধহয় ঠিক । মনে হয় সমঝোতা হয়ে গেছে । নাইলে এত সুন্দর ইন্টারনেট স্পীড আর সহজে সামু লোড হচ্ছে কি করে ?

তবে মডু বোধহয় মান সম্মানের ভয়ে পরিবেশ বন্ধুর সাথে সমঝোতার ব্যাপারে কোন আনুষ্ঠানিক বিবৃতি দিবে না । B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.