নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..।

প্রত্যাবর্তন@

০০০০

প্রত্যাবর্তন@ › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ঃ মাধবপুর লেক, লাউয়াছড়া রেইন ফরেস্ট আর মাধবকুন্ড ঝরণা

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে ১০ কিলোমিটার পূর্বে। শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেক, লাউয়াছড়া রেইন ফরেস্ট যাবার জন্য সিএনজি ট্যাক্সির ব্যবস্থা আছে ।

মাধবপুর লেকের জলের দিকে তাকালে প্রথমেই কাকচক্ষু উপমাটার কথা মনে আসে ।


২।


৩।


লাউয়াছড়া রেইন ফরেস্ট । ট্রেকিং করতে করতে অদ্ভূত আরামদায়ক অনুভূতি মেলে ।


৫।


৬।


৭।


৮।


৯।


মাধবকুন্ড ঝরণা মৌলভীবাজার জ়েলার বড়লেখা উপজেলায় অবস্থিত। শ্রীমংগল থেকে মাইক্রো/কার/সিএনজিতে গেলে ঘন্টা তিন লাগে ।


নীচে শুভ্রতার পতন আর ওপরে তার ভেসে চলা ।




১৩।


১৪।


১৫।


১৬।


চা বাগান ।

মন্তব্য ৯১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার ও অনন্য একটি ছবি ব্লগ ++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাদের আগমন ও প্রেরণামূলক মন্তব্য আমার আনন্দের উপলক্ষ্য ।


অনেক অনেক ধন্যবাদ ।

২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস ছবি পোস্ট

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।


৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪২

খেয়া ঘাট বলেছেন: ওফ, কী সুন্দর। ছবিগুলো দেখে মন ভরে গেলো।
মাধবকুন্ড জলপ্রপাতের পানে কেমন যেন ঘোলা ঘোলা মনে হলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯

প্রত্যাবর্তন@ বলেছেন: হুম, বাংলার প্রকৃতি সুন্দর । আপনি ঠিকই ধরেছেন । পানি নীচে ঘোলা ছিল । বেশি মানুষ আনাগোনা করার জন্য এমন হয়েছিল কীনা কে জানে !

বার বার লগড আউট হচ্ছি । কেন কে জানে । মন্তব্য বার বার টাইপ করতে হচ্ছে ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

অক্টোপাস বলেছেন: ভাল লাগলো ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

বোকামানুষ বলেছেন: সুন্দর ছবি পোস্ট ভাল লাগলো


মাধবকুন্ড যাওয়া হয়েছে বাকি দুটো জায়গায় যাওয়ার প্ল্যান আছে খুব তাড়াতাড়ি ইনশা-আল্লাহ

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: স্বাগতম আপনাকে ।


ঘুরে আসুন । ভাল্লাগবে ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: আমিও গেছি এখানে !! :):):)

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

প্রত্যাবর্তন@ বলেছেন: হুররে । নিশ্চয়ই মজা পেয়েছেন অনেক ।

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ। অসাধারণ। ভাললাগলো । :)

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: খুব আনন্দিত হলাম ।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: কাল সবার মন্তব্যের উত্তর দিব । এখন ঘুমুতে যাচ্ছি ।

সবাইকে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

এম ই জাভেদ বলেছেন: ছবি গুলো বেশ জীবন্ত আর প্রানবন্ত । শেয়ার করার জন্য অনেক সাধুবাদ আপনাকে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: প্রাকৃতিক রং এর প্রাচুর্যকে এর জন্য ধন্যবাদ দিচ্ছি ।

আপ্নাকেও অনেক অনেক ধন্যবাদ ।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২৯

আরজু পনি বলেছেন:


নীচে শুভ্রতার পতন আর ওপরে তার ভেসে চলা ।...খুব সুন্দর।।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার অনুভুতিতে সুন্দর হিসেবে ধরা পড়েছে যা আমাকে করেছে আনন্দিত ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৩০

কসমিক- ট্রাভেলার বলেছেন:



















ভালো লাগলো।



















০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভাল লাগলো'র আগে পরে ভাল করে খুঁজলাম । ভাবলাম ছবি টবি দিলেন কীনা আবার ।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন বস। +++

ছোটকালের কথা মনে করিয়ে দিলেন।

মাধবপুর লেক নিয়ে প্রথম পোস্ট সম্ভবত আপনেই দিলেন। অসাধারন যায়গা, বাড়িতে গেলে ওখানে ২০-৩০ বার যাওয়া হয়। কত সাতরাইছি এই লেকে।

উপরের বসার যায়গার ছবি দিলেন না কেন ?
আর টিলার উপর থেকে চারপাশের দৃশ্য, জাস্ট অসাধারন ।
আর লেকের পাশের নীরব রাস্তা দিয়ে হাটার মজাই আলাদা, বাড়িতে গেল আমি আর আমার বন্ধু ওই রাস্তা দিয়ে হাটতে হাটতে আড্ডা মারি।

লেকের পাশের চা বাগান গুলাতে গিয়েছিলেন, এর দু কিলোমিটার পরেই বীরশ্রেষ্ট হামিদুর রহমানের সমাধী ওখানে গিয়েছিলেন ?

পোস্ট দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

যেসব ব্লগার বন্ধুরা শ্রীমঙ্গল যাবেন, তাদের মাধবপুর লেকে যাওয়ার দাওয়াত রইল। আশা করি ঠকবেন না।

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০

প্রত্যাবর্তন@ বলেছেন: ধইন্না ধইন্না । ব্যাপক ধইন্না ।

উপরে বসার জায়গার ছবি তুলার আইডিয়া মাথায় আসে নাই । এই লেকের চারপাশে টিলার মত যে সুন্দর জায়গা আছে তাতে বাঁকে বাঁকে ঘুরার মজাই আলাদা ।

স্পেসিফিক লোকেশন জানলে সমাধিটা দেখে আসতে পারতাম ।

আপনার যত্নভরা স্মৃতিচারণ অনেক ভাল লাগল ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২০

প্রত্যাবর্তন@ বলেছেন: বস, বাইক্কার বিল গিয়েছিলেন । বিকালের দিকে নাকি যাইতে হয় ।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:১১

জাতির শ্বশুর বলেছেন: ভাল লাগলো

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নাকে ধন্যবাদ

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:৪১

জিউরানা বলেছেন: ভাই কবে আসছিলেন এ পাড়ায় ? আবার আসলে বলবেন দয়া করে...
কাজী মামুন ভাই কে বলছি মাধবপুর লেক এর ব্লগ এই অদমের ব্লগে আসলে দেখতে পারবেন...যেটা আরো মাসদুয়েক আগে ই দেয়া হয়েছে....

০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

প্রত্যাবর্তন@ বলেছেন: অক্টোবর/নভেম্বরের দিকে ।

খুব খুশি হলাম । আবার আসা হলে জানাব ।

আপনার সুন্দর পোস্টটি দেখলাম ।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

জিউরানা বলেছেন:

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

প্রত্যাবর্তন@ বলেছেন: ছবিটা আসেনাই ।

১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:১০

কাজী মামুনহোসেন বলেছেন: ধন্যবাদ জিউরানা ভাই।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ জিউরানা ভাই।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৩

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

১৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬

মিত্রাক্ষর বলেছেন: খুবই সুন্দর একটা ছবি ব্লগ উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৪

প্রত্যাবর্তন@ বলেছেন: সময় করে পড়া আর উৎসাহের জন্য আপ্নাকেও অনেক ধন্যবাদ

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৭

বোকামন বলেছেন:




খুব খুব সুন্দর একটি ছবি ব্লগ ! ছবিগুলো দারুন সুন্দর।
৮ম ভালোলাগা জানালাম।

সম্মানিত ভাই,
অ।ট। আমার সর্বশেষ পোস্টটিতে আপনার করা মূল্যবান মন্তব্যটিতে ভুলবশত ডিলেট বাটনে চাপ পড়ে গেছে। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। যদি কখনো সময় পান পোস্টটিতে আপনার মূল্যবান মতামত আবার রাখলে খুশি হতাম।

ভালো থাকুন সবসময়।।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

প্রত্যাবর্তন@ বলেছেন: অকৃপণ প্রশংসার জন্য ধন্যবাদ ।

আপ্নিও ভাল থাকবেন ।

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৫:৪১

ইরাজ আহমেদ বলেছেন: ++++++++++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার জন্যও আসন্ন শীতের অনেক টাটকা ধনেপাতা রইল ।

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৭:৪৩

জুন বলেছেন: প্রত্যাবর্তন সাত সকালে ঘুম থেকে উঠেই আপনার এই ছবি ব্লগ আমাকে দারুনভাবে আলোড়িত করলো। মাধবপুর লেক, লাউয়াছড়া তথা সিলেট দেখার জন্য বিশেষ করে জাফলং।
কাল আমার স্বামী বলছিল চল নেত্রকোনার হাওড় ঘুরে আসি। আমি বললাম না 'চলো সিলেট যাই',
জাফলং এ আমার সল্পকালীন অবস্থান আজও আমাকে তাড়া করে ফেরে সেখানে যাবার জন্য। পোষ্টে দেয়া আপনার ছবিগুলো যেন ডাক দিয়ে যাচ্ছে সেখানে ঘুরে আসার জন্য।
+

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার চমৎকার কথামালা আমাকেও ভালোলাগায় আন্দোলিত করল ।

শ্রীমংগল ঘুরে এসে লাউয়াছড়া, মাধবপুর লেক, আর দু কিলোমিটার পরেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি এবং বাইক্কার বিল ( সময়াভাবে যেতে পারিনি) নিয়ে আপনার কাছ থেকে সুন্দর পোস্টের প্রতীক্ষায় ।

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩

সায়েদা সোহেলী বলেছেন: দারুন !! ১০ +

শেয়ার করার জন্য ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: কৃতজ্ঞতা রইল ।

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

মামুন রশিদ বলেছেন: ছবিগুলো খুব ভালো আসছে । কবে গিয়েছিলেন ?

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: অক্টোবর/নভেম্বরের দিকে ।

ধন্যবাদ অজস্র ।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

অদৃশ্য বলেছেন:





প্রিয় প্রত্যাবর্তন

মনটা সকাল বেলাতেই একদম ঘরছাড়া হয়ে গেলো... এমন ছবি দেখলে আমার আর ঘরে থাকতে ইচ্ছাই করে না... যেমন এখন ভেতরটা ছটফট করছে...

অত্যন্ত সুন্দর সব ছবি... কবে ঘুরে আসলেন/ এসেছিলেন...

আমি যখন মাধবকুন্ড গিয়েছিলাম (বেশ আগে) তখন শুকনো মৌসুম ছিলো...ঝরণার পানি চুইয়ে চুইয়ে পড়ছিলো... নীচে অল্প কিছু জমানো পানি ছিলো...

আমি তখন একজন গাইড ( এলাকার ছেলেপেলে পাওয়া যায় ) নিয়ে ঝরণার আশপাশের উচু পাহার গুলোতে ঘুরে বেড়িয়েছিলাম... লাউয়াছরি রেইন ফরেষ্টে গেছি কিন্তু ভেতরটা ওভাবে ঘোরা হয়নি...

অনেক সুন্দর জায়গা... কয়েকবছর আগে আমি শ্রীমঙ্গল... কুলাউড়া... মৌলভীবাজার এলাকাতে কিছুদিন করে ছিলাম... সে সময় চা বাগান/ রাবার বাগান/ ছরা/ পুঞ্জি/ ছোট বড় টিলা পাহাড় ইত্যাদি দেখবার সৌভাগ্য হয়েছিলো...

শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: পোস্টটি দিয়ে আমারও বেরিয়ে যেতে মন আঁকুপাঁকু করছে ।

অক্টোবর/নভেম্বরের দিকে ।

ঝরণায় পানি বেশি হবার রহস্য বলব না । আবার আপনি গেলে (শুক্র /শনিবার ) নিজ চোখে ব্যাপারটা দেখার সৌভাগ্য হবে ।

আপনার সুন্দর স্মৃতি চারণ বেশ ভাল লাগল ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

প্রত্যাবর্তন@ বলেছেন: তো আপনার অভিজ্ঞতা ছবি আকারে আছে কি ? থাকলে পোস্ট পাব কবে?

২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

হাসান মাহবুব বলেছেন: মাধবকু্ন্ডে গেসিলাম। আহা! কী যে ভালো লাগসিলো! আবার যেতে ইচ্ছা করতেসে ছবিগুলা দেইখা।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: বেরিয়ে পড়ুন এই শীতে । ধন্যবাদ জানুন ।

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

আমি ইহতিব বলেছেন: মাধবকুন্ডে সময় স্বল্পতায় যাওয়া হয়নি। লাউয়াছড়ায় গিয়েছিলাম। ওখানে আপনার আরামদায়ক অনুভূতি হয়েছিলো? B:-)

আমার কিন্তু অনেক ভয় ভয় লাগছিলো। মনে হচ্ছিলো ওখানে আমাকে কেউ মেরে রেখে গেলে খুঁজে পেতে পেতে হয়তো একমাস লেগে যাবে। কেমন যেন রহস্যময় লাগছিলো জায়গাটা।

ছবিগুলো সুন্দর হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নার ব্যক্তিগত যে অনুভূতি ব্যক্ত করেছেন তা ঠিকই আছে । কেমন যেন সুনসান পরিবেশ ! কিন্তু সাথে ছোট বড় দু একটি গ্রুপ থাকায় আমাদের এডভেঞ্চেরাস লেগেছিল ভয় লাগার পরিবর্তে ।

শুভকামনা ।

২৭| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০০

কাজী মামুনহোসেন বলেছেন: বাইক্কার বিল গিয়েছিলেন । বিকালের দিকে নাকি যাইতে হয় ।

এটা আমার দুর্ভাগ্য যে এখনও অনেক অনেক যায়গাতে যেতে পারিনি, তবে সময় করে সব যায়গায় যাব।

আবার গেলে হামিদুর রহমানের সমাধি দেখে আসবেন, সাথে হামহাম ঝর্ণা। আর আপনার পরিচিত কেউ যদি যেতে চায়, অথবা আপনি যদি আবার যান, অবশ্যই আমাকে জানাবেন।

অনেক সুন্দর যায়গা আছে (যেগুলার নাম এখনও অনেকে জানে না)। আমি লোকেশন জানিয়ে দেব। আশা করি মজা পাবেন।

ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

প্রত্যাবর্তন@ বলেছেন: কাজী মামুনহোসেন বলেছেন:

অনেক সুন্দর যায়গা আছে (যেগুলার নাম এখনও অনেকে জানে না)। আমি লোকেশন জানিয়ে দেব।

~ আবার যদি যাবার সৌভাগ্য হয় তাহলে আপনার থেকে লোকেশন জেনে নতুন নতুন জায়গা ঘুরব ভেবে এক্সাইটেড ফিল হচ্ছে । দেখা যাক, কপালে আছে কীনা ।

শুভকামনা ।

২৮| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, পিওর অসামনেস !!
এসব জায়গায় আদৌ যাওয়া হবে কিনা কে জানে !

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

প্রত্যাবর্তন@ বলেছেন: পিওর অসামনেস কথাটা মনে দোলা দিয়ে গেল।

ক্যান, যাওয়া হবে না কেন ? শ্রীমংগলে থাকা খাওয়ার ব্যবস্থা মন্দ নয়। আর দুই দিন সময় হাতে থাকলে সিএনজি দিয়ে সব ঘুরতে পারবেন ইনক্লুডিং বাইক্কার বিল ।

২৯| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট। ভালো লাগা।




ঈদের শুভেচ্ছা।

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাদের ভাল লাগাই আমার প্রাপ্তি ।

আপ্নাকেও ঈদের শুভেচ্ছা ।

৩০| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আসলে সাথে যাওয়ার মানুষ পাওয়া কঠিন হয়ে গেসে।আমরা বন্ধুরা একেকজন একেক জায়গায় পড়তেসি।একজনের ভ্যাকেশনের সাথে অন্যজনেরটার টাইম মিলেনা।
মনে করেন যদি এখানে যাই জনপ্রতি খরচ কত পড়বে সবমিলে ??

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

প্রত্যাবর্তন@ বলেছেন: ঢাকার সায়দাবাদ থেকে হানিফে বাস ভাড়া যদ্দুর মনে পড়ে ২৩০ কি ২৫০ নিয়েছিল । শ্রীমংগলের শাহজীবাজারের মোড়ে (হানিফের কাউন্টারের সামনে) নেমেছি । সেখানে থাকার দুটি হোটেল দেখেছি, আরেকটু এগিয়ে লাউয়াছড়ার রোডে যাবার মুখে সুন্দর রেস্টহাউজ আছে । পরিচিতের বাসায় উঠাতে হোটেল ভাড়ার ব্যপারে একজাক্টলি বলতে পারছি না ।

শ্রীমংগল থেকে মাধবকুন্ড আসা যাওয়া আর পথে মাঝে মাঝে ছবি তুলার জন্য যাত্রাবিরতি সহ একটি সিএনজি লেগেছিল ১৪০০ টাকা ।

মাধবপুর লেক আর লাউয়াছড়াতে একটি সিএনজি দফা রফা করেছিলাম ৯০০টাকা । দুদিনই প্রচুর সময় নিয়ে ঘুরেছি । সিএনজিওলা থেকে কোন তাড়া পাই নাই । যদি বিকাল পাচটার বাসে ঢাকা না ফিরতে হত তাহলে বাইক্কার বিল মিস হত না । বাইক্কার বিল বিকালের শেষভাগে আর সন্ধ্যায় পাখিদের কলকাকলিতে মুখর থাকে । ভরদুপুরে আমার এক বন্ধু গিয়ে ডজ খাইছিল ।

খাবার সস্তা । রান্না ভাল । শাহজীবাজার মোড়ের কাছেই একটা বড় সাইনবোর্ড এর খাবার দোকান দেখবেন নীচে নরমাল, উপরে ভাল ব্যবস্থা আছে । দুঃখিত নাম ভুলে গেছি । জীবনে প্রথম ভেজিটেবল সিজলিং ওখানে খেলাম । জটিল । মাছ রান্না ফ্রেস । শাহজীবাজার মোড়ে সহজেই চোখে পড়ে একটি নরমাল দোকান আছে যার খাবারও মন্দ নয় ।

৩১| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

প্রত্যাবর্তন@ বলেছেন: বয়স্কদের জন্য বাইক্কার বিল যাবার ব্যাপারে সাবধান । কয়েক কিলো রাস্তা খুব ভাংগাচোরা ।

৩২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
তাহলে ৪হাজারের মতো সাথে রাখতে হবে মনে হচ্ছে।
অনেক ধন্যবাদ ||

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ ।

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

েবনিটগ বলেছেন: অনেক ধন্যবাদ

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৪

প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ । ঈদের শুভেচ্ছা ।

৩৪| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

অদৃশ্য বলেছেন:




প্রিয় প্রত্যাবর্তন


আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে তার কিছু কিছু ছবি থাকলেও এখানে কখনো দেয়া হবে কিনা বলা কঠিন... তবে সেই সব ঘোরাফেরার অধিকাংশই ক্যামেরা ছাড়া... সেই সময়ের খুবই অল্প ছবি আছে আমার সংগ্রহে...

কোনদিন সুযোগ হলে দু'একটি ছবি শেয়ার করবো আপনার সাথে...

ঈদের শুভেচ্ছা রইলো... আগামি ১০/১২ দিন সম্ভবত এখানে আর কথা হবেনা...

শুভকামনা...

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: প্রিয় অদৃশ্য ,

তা ঠিকাছে । আপনার সুবিধামত ক্ষেত্র তৈরি হবার অপেক্ষায় থাকলাম, যখন আপনার হাতে শেয়ার উপযোগী ছবি থাকবে ।

আপ্নাকেও ঈদের শুভেচ্ছা । ব্লগে আপনার সুস্থাবস্থায় প্রত্যাবর্তন হোক ।

ধন্যবাদান্তে,

প্রত্যাবর্তন ।

৩৫| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫

শায়মা বলেছেন: এ কি অপরূপ রুপে মা তওমায় হেরিনু পল্লীজননী


আমাদের দেশটা যে এত সুন্দর!!!!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০০

প্রত্যাবর্তন@ বলেছেন: আসলেই আমাদের দেশটা অনেক সুন্দর ।

৩৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬

খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: অনেক সুন্দর লাগলো আপানার ছবি ব্লগ। ধন্যবাদ আপনাকে।

কয়েকটি প্রশ্নঃ

* লাউয়াছড়া কি মাধবপুর লেকে যাওয়ার পথে পড়ে? বা মাধবপুর লেক যাওয়ার পথে বা কাছকাছি কোথাও কি লাউয়াছড়া পড়বে?

*একদিনে কি লাউয়াছড়া আর মাধবপুর লেক ঘোরা সম্ভব?

*শ্রীমঙ্গল শহর থেকে মাধবপুর লেক পর্যন্ত সি এন জি বা জীপ নিয়ে গেলে পৌছাতে কতক্ষন সময় লাগবে?

জানালে উপকৃত হব। আগামি মাসে যাবার পরিকল্পনা আছে।

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৪

প্রত্যাবর্তন@ বলেছেন: হ্যা । শ্রীমংগল থেকে লাউয়াছড়ার উপর দিয়েই যেতে হয় ।

অবশ্যই । শুধু তাই নয় । খুব সকালে (অবশ্যই নাস্তা সেরে আটটার মধ্যে ) বেরিয়ে পড়ুন , প্রথমে যান মাধবপুর লেক, যেন আপ্নারা প্রথম হন । তারপর লাউয়াছড়া । এরপর বিকেলে বাইক্কার বিলের উদ্দেশ্যে যাতে সন্ধ্যা হবার কিছু আগে পৌছাতে পারেন । আর না হয় খুব খুব ভোরে ।

যদিও এ পদ্ধতিতে শরীরের উপর চাপ পড়ে কিন্তু ইকোনমিকালি ভাল ।

৩৭| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৫

প্রত্যাবর্তন@ বলেছেন: যদি এই তিনটা পয়েন্ট ঘুরেন তবে সিএনজি একবারে দরদাম করে নেবেন । বাইক্কার বিল যেতে চাইলে লাউয়া ছড়া কম ঘুরাঘুরি করতে হবে ।

৩৮| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :) :) :)

@প্রত্যাবর্তন

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৪

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৩৯| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৯

অদৃশ্য বলেছেন:




প্রিয় প্রত্যাবর্তন

আবার দেখা হলো... তাই আপনার কাছ থেকে নতুন কিছু আশা করতেই পারি...

আশাকরছি সুন্দর সময় পার করছেন...

শুভাকামনা...

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি ভাল ভাবে ফিরেছেন জেনে ভাল লাগল ।

হুম সময়টা ভালই কেটেছে ।

৪০| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪

†প্রগতিশীল† বলেছেন: আধুনিকতার ছোঁয়ায় মাধবকুন্ডের সৌন্দর্য এখন হারিয়ে যাচ্ছে.

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: :( :(

৪১| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ছবিগুলো সুন্দর! মাধবপুরে কাছেই আমার বাড়ি...অনেকবার গিয়েছি:)




আমার সর্বশেষ লেখায় আপনার মন্তব্যটি ভুলক্রমে মুছে ফেলেছি :( এজন্য দুঃখ প্রকাশ করার জন্য আপনার পোস্টে আসলাম। প্লিজ কিছু মনে করবেন না!
তবে আলাদাভাবে আমি আপনার মন্তব্যটির উত্তর দিয়েছি।

অনেক শুভেচ্ছা রইলো:)

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: স্বাগতম ।

ব্যাপার না, ভুল তো হতেই পারে । আপনি যে আলাদাভাবে মন্তব্যের উত্তর দিয়েছেন সেজন্য সবিশেষ ধন্যবাদ ।

৪২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

অদৃশ্য বলেছেন:



কি অবস্থা... নতুন পোষ্ট কবে পাচ্ছি...
খুব ব্যস্ততা না থাকলে নতুন লিখা দিন...

শুভকামনা...

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: দুঃখিত, ব্লগে ছিলাম না । উত্তর দেরি হয়ে গেল। আরো কিছুদিন ব্যস্ততায় যাবে :( :(

৪৩| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: অদৃশ্য বলেছেন




কি অবস্থা... নতুন পোষ্ট কবে পাচ্ছি...
খুব ব্যস্ততা না থাকলে নতুন লিখা দিন...

শুভকামনা...
তাই নাকি

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার "তাই নাকি " প্রশ্নের মোজেজা বুঝতে পারলাম না । বুঝিয়ে বলবেন কি?

৪৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০৯

মাহমুদ০০৭ বলেছেন: সিলেট গেলাম আমি , পোস্ট দেন আপনি !

হাহাহা , সিলেট গিয়েছিলাম তাই মজা করলাম ।

সিলেট আসলেই অনেক সুন্দর ।
কেমন আছেন ভাই ?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

প্রত্যাবর্তন@ বলেছেন: স্যরি ভাই , দেরি হয়ে গেল ।

হা হা হা আপনার মজায় মজা পেলাম আমিও । সিলেট আসলেই অনেক সুন্দর ।

ভাল আছি । আশা রাখি ভাল আছেন আপ্নিও ।

৪৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

অদৃশ্য বলেছেন:





হুট করে এসে আবার হাওয়া হয়ে গেলেন... বলেও গেলেননা কেমন চলছে সময়...


শুভকামনা...

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ । পেশাগত জটিলতা ও ব্যস্ততায় আছি । তবে এমনিতে ভাল আছি । মাঝে মাঝে এসে সামু পড়ে যাচ্ছি ।

নিরন্তর শুভকামনা ।

৪৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর। ছবিগুলো দেখে মন ভরে গেলো।
চমৎকার সব ছবি।। পোষ্টে +++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যবাদ । ব্লগে অনিয়মিত ছিলাম তাই উত্তর দিতে দেরি হল । সেজন্য দুঃখিত ।

অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদের পাশাপাশি কৃতজ্ঞতা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.