নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..।

প্রত্যাবর্তন@

০০০০

প্রত্যাবর্তন@ › বিস্তারিত পোস্টঃ

রিয়েলমি ৮ মোবাইলে তোলা কিছু ছবি

২১ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৫

হার্ডিঞ্জ ব্রীজের নীচে সূর্যাস্ত অবলোকন





ডিজিটাল ক্যামেরার মধ্যে সনি, ক্যানন, প্যানাসনিক, নাইকন, ফুজিফিল্মের ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছি।

আর সেগুলোতে তোলা ছবি ব্লগে আপ্লোড দিয়েছি।

মোবাইলে তোলা ছবি ব্লগে আপ্লোড দেয়া এই প্রথম। রিয়েলমি ৮ এ তোলা ছবি।

রংগিন লাইটের আলোয় সেজেছে গাছ



নাম্বার তিন

রেল লাইন বহে সমান্তরাল



নাম্বার চার



নাম্বার ৫

এক সময় দাবা খেলতে ভাল্লাগতো।




নাম্বার ৬




নাম্বার ৭



৮ নং ছবি



৯ নং ছবি





১০।।।




১১,,,




মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হার্ডিঞ্জ ব্রীজের নীচে সূর্যাস্তের ছবি দুটিই বেশী সুন্দর হয়েছে।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৫

প্রত্যাবর্তন@ বলেছেন: সূর্যোদয়, সূর্যাস্তের ছবি তোলা আমার খুব প্রিয়

২| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হার্ডিঞ্জ ব্রীজে গিয়েছিলাম, কিছু ছবি তুলেছিলাম, খুব একটা ভালো হয়নি।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৯

প্রত্যাবর্তন@ বলেছেন: ছবি পোস্ট দিয়েছিলেন কি?

৩| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৯

প্রত্যাবর্তন@ বলেছেন: নয় নাম্বারের ছবিটা কেন আসতেছে না কেন যেন





৪| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: না, ছবি পোস্ট করা হয়নি।

২১ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২০

প্রত্যাবর্তন@ বলেছেন: আচ্ছা। আমরা আশায় থাকলাম, যদি পরবর্তিতে কখনো যান, তখন নিশ্চয়ই ভাল ছবি উঠবে আর আম্রাও একটা দারুন ছবি ব্লগ পাব।

৫| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: ২নং ছবিটা সবচেয়ে ভালো হয়েছে।

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৮

প্রত্যাবর্তন@ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৬| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথম ও শেষ এর ছবিটি সবচেয়ে বেশি সুন্দর।

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: গঠনমূলক মন্তব্যে কৃতজ্ঞতা ।

৭| ২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

বিটপি বলেছেন: রিয়েলমি ফোনটা কেমন? আমি একটা কিনতে চাচ্ছি। ভিভো ফোন কিনতে চাইছিলাম কিন্তু বেশ্যা টাইপের এক মডেলের সিডাকটিভ লুক দেখে বাদ দিয়েছি। তাই রিয়েলমি বা অপো কিনব।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩০

প্রত্যাবর্তন@ বলেছেন: আমার রিয়েলমি ৮ বেশ ভালোই লেগেছে। আমি কখনো ফোটোগ্রাফির জন্য মোবাইল কিনি না। যাই হোক, এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল লাগছে। oppo f17 এ ফ্রন্ট ব্যাক দুই ক্যামেরায় একসাথে ভিডিওকরার ব্যবস্থা আছে।

৮| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০৮

হায়দার মহিউদ্দীন। বলেছেন: রঙিন আলোর লাইটে সেজেছে গাছ ছবিটা চমৎকার হয়েছে

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৩

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার জন্য অনেক ধনেপাতা।

৯| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার এলাকায় কবে গিয়েছিলেন ? যাইহোক ছবিগুলো সুন্দর হয়েছে।

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৮

প্রত্যাবর্তন@ বলেছেন: গত তিন বছরে আপনার এলাকায় দুবার যাওয়া হয়েছিল। লক্ষণীয় পার্থক্য। এবারের যাওয়াটা কিছুদিন আগে।


ধন্যবাদ নিরন্তর।

১০| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: গত তিন বছরে আপনার এলাকায় দুবার যাওয়া হয়েছিল। লক্ষণীয় পার্থক্য। এবারের যাওয়াটা কিছুদিন আগে।


ভেড়ামারাতে তাহলে যাওয়া আসা আছে ?

২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: যাওয়া আসা বলতে রূপপুর পারমানবিক কেন্দ্রের ওদিকে অফিসের এক প্রাক্তন কলিগ থাকে। তার আতিথেয়তা নিয়ে ঘুরা হয়েছিল।

১১| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

মিরোরডডল বলেছেন:



সূর্যাস্তের ছবি মানেই অসাধারণ !
ব্রীজের অংশটুকু না থাকলে আরও ন্যাচারাল ভালো লাগতো ।


২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.