নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াকাটায় যাওয়া হয়েছে চারবার । কেউ কেউ হয়ত ভাবলেও ভাবতে পারেন যে কী এমন দুর্ধর্ষ যায়গা যে চারবার যাওয়া হল ! হুম, কুয়াকাটা তেমন র্যাভিশিং জায়গা না হয়ত, কিন্তু একেক সময় একেক এংগেলের সার্কেল পেয়ে যাওয়াতে বার বার যাবার সৌভাগ্য হয়েছিল । সেই ভ্রমণগুলোর একটি থেকে কিছু এলোমেলো ফোটুক ।
কুয়াকাটায় একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় । এ এক দারুণ অনুভূতি।
আসুন এরকম কিছু ছবি দেখা যাক ।
ফাতরার বন সুন্দর। কুয়াকাটা থেকে ট্রলারে যেতে বেশি সময় লাগে না ।
.।.।
০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৩০
প্রত্যাবর্তন@ বলেছেন: ধনেপাতা অগুণতি।
২| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৯
আহমেদ জী এস বলেছেন: প্রত্যাবর্তন@,
সুন্দর সব ছবি। যে যা-ই বলুক কুয়াকাটা সৈকত আসলেই দৃষ্টি নন্দন। সেটা বোঝাতে আমার তোলা দু'টো ছবি এখানে দিলুম -
০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৩
প্রত্যাবর্তন@ বলেছেন: খুব চমৎকার ছবি।
৩| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক অনেক বছর আগে কুয়া কাটায় গেছি একবার, ফারতার বনেও। এর পরে অনেক বার প্লান করেও শেষ পর্যন্ত যাওয়অ হয়ে উঠেনি। আপনার ছবি গুলি ভালো হয়েছে।
০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৫
প্রত্যাবর্তন@ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ।
৪| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:২৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি সমুদ্রপ্রেমী মানুষ। কয়েকদিন পর পর সমুদ্রে না গেলে ভালো লাগে না। কিন্তু কিভাবে কিভাবে যেন কুয়াকাটা যাওয়া হয়নি। দুই বার রওনা দিয়েও ফিরে এসেছি। একবারতো পটুয়াখালী পর্যন্ত পৌছে তারপর ফিরে আসা লেগেছে!
ছবি ব্লগ ভালো লেগেছে।
০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৭
প্রত্যাবর্তন@ বলেছেন: আহা ! নাকের ডগা থেকে ফিরে এলেন !
অবশ্য পানিতে দাপাদাপির চিন্তা থাকলে কুয়াকাটায় একটু নিরাশই হবার কথা কারণ সেখানে পানি শান্ত।
৫| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:২৫
মনিরা সুলতানা বলেছেন: ওয়াও ! আমি কুয়াকাটা দেখি নাই, এখন যেতে ইচ্ছে হচ্ছে।
০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮
প্রত্যাবর্তন@ বলেছেন: চলে যান একদিন ।
৬| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ সুন্দর ছবিগুলো++++++
০৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮
প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
৭| ১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো চমৎকার।
১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৩০
প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৪
ফয়সাল রকি বলেছেন: বাহ সুন্দর।