![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিন্তাবিদ। একজন দার্শনিক। ভালোবাসি নতুন বিষয় সম্পর্কে জানতে, চিন্তা করতে। যদিও আমার চিন্তা-ভাবনা দিয়ে কারও কিছু যায়-আসে না, তবুও আমি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করি। আমি বলি কম, শুনি বেশি। কাজ করি কম, ভাবি বেশি।
প্রথমেই ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি স্বাধীনভাবে মতামত প্রকাশের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। এখানে দল-মত নির্বিশেষে সবাইকে যেভাবে মতামত প্রদান করার সুযোগ দেওয়া হয়েছে (ব্যক্তিগত আক্রমণ এবং সৌজন্যতা ও ভদ্রতার সীমা ছাড়ানো ব্যতীত) আমি সেই প্রচেষ্টাকে আন্তরিক সাধুবাদ জানাই (পাম কি আরও মারবো নাকি এইটুকুতেই কাজ হয়ে যাবে? )। তবে আমি ব্লগ মডারেশন টিমের প্রতি একটি অনুরোধ জানাতে চাই যে, দয়া করে আমার ব্লগের কোন কমেন্ট আপনারা ডিলিট করবেন না। তা যতই অশ্লীল, কুরুচিপূর্ণ ও ব্যক্তিগত আক্রমণজনক হোক না কেন। কারন আমি চাই যে, যে কেউ ওই ধরনের কোন কমেন্ট করবে তা যেন সারা জীবন আমার ব্লগে থেকে যায় ও যুগে যুগে মানুষ যেন দেখতে পায় যে ঐ কমেন্টকারীর চরিত্র কেমন। আমি মনে করি কমেন্ট ডিলিট করা মানে অপরাধীর অপরাধজনিত তথ্যপ্রমাণ মুছে ফেলা (অপরাধের তথ্যপ্রমাণ মুছে ফেলা আরও গুরুতরও অপরাধ)। তাই দয়া করে আমার ব্লগে এই রকম কিছু আপনারা করবেন না বলে আমি আশা করি।
ধন্যবাদ।
০২ রা জুন, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
আধুনিক চিন্তাবিদ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আশা করি এই পথ চলায় আপনাদের সবাইকে পাশে পাবো।
২| ০৩ রা জুন, ২০২৫ সকাল ৭:২৬
কামাল১৮ বলেছেন: আপনি কি ভাববাদী দার্শনিক না বস্তুবাদী দার্শনিক।আপনার চিন্তার ভিত্তি কি।আপনি দাবি করেছেন আপনি একজন দার্শনিক।
০৩ রা জুন, ২০২৫ সকাল ১০:১৫
আধুনিক চিন্তাবিদ বলেছেন: ভাববাদী দার্শনিক আর বস্তুবাদী দার্শনিক বলতে আপনি কি বুঝাচ্ছেন, সেইটা একটু বলে দিলে ভালো হয়। নেট এ এই বিষয়ে সার্চ দিয়ে দেখলাম এক এক জায়গায় এর সংঙ্গা এক এক রকম।
তবে আমি মনে হয় বস্তুবাদী দার্শনিক।
৩| ০৩ রা জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
শায়মা বলেছেন: স্বাগতম ভাইয়ু!
আমাদের ব্লগে আসার জন্য ও লিখতে চাওয়ার ইচ্ছার জন্য।
তবে তোমার কেনো মনে হচ্ছে তোমার ব্লগে কেউ এমন কমেন্ট করবে তা মুছে দেওয়া হবে!!! কারণটা কি বুঝতে পারছি না...
০৩ রা জুন, ২০২৫ রাত ৯:০৫
আধুনিক চিন্তাবিদ বলেছেন: শায়মা বলেছেন: স্বাগতম ভাইয়ু!
তবে তোমার কেনো মনে হচ্ছে তোমার ব্লগে কেউ এমন কমেন্ট করবে তা মুছে দেওয়া হবে!!! কারণটা কি বুঝতে পারছি না...
অনেক ধন্যবাদ আপু। আশা করি এই পথচলায় আপনাদেরকে পাশে পাবো।
আর কমেন্ট মুছে দেওয়ার ব্যাপারে ওই কথা বললাম কারণ, অনেকের ব্লগেই দেখেছি যে ব্লগীয় শর্তাবলী লঙ্ঘনের কারনে কমেন্ট মুছে দেওয়া হয়। আর ব্লগীয় ইন্টরেকশনে অনেকেই অনেক সময় অপ্রীতিকর মন্তব্য করে ফেলে। তাই কোন কমেন্ট না মুছার জন্য উক্ত অনুরোধ করা আরকি।
৪| ০৩ রা জুন, ২০২৫ রাত ৮:৪৯
কামাল১৮ বলেছেন: এই যে আপনার মনে হয় এটা হল ভাববাদ।ভাবনার থেকে যার জন্ম।আর মনে হবার কারণ গুলি হলো হলো বস্তুবাদ।সার্চ দিয়ে সব সত্য জানা যায় না।
০৩ রা জুন, ২০২৫ রাত ৯:০৮
আধুনিক চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য। যদিও আপনার কথাটা ভালোভাবে বুঝিনি
যাই হোক, আমি কোন মতবাদের দার্শনিক সেইটা আমার বলা উত্তর থেকে না জেনে আমার লেখা থেকেই বুঝে নিবেন আশা করি।
৫| ০৩ রা জুন, ২০২৫ রাত ৯:১১
শায়মা বলেছেন: আচ্ছা কমেন্ট মোছা হইবেক লাই।
তবে নিজেই যখন বলেছো হয়ত অনেকেই এই সুযোগটা নিতে পারে। মানে যা মনে আসে বলে যাবে।
তবে হ্যাঁ যে নেতিবাচক মন্তব্য করে দোষটা তারই ...... যার পোস্টে করা হয় তার নহে।
০৩ রা জুন, ২০২৫ রাত ৯:৫৪
আধুনিক চিন্তাবিদ বলেছেন: শায়মা বলেছেন: আচ্ছা কমেন্ট মোছা হইবেক লাই।
তবে নিজেই যখন বলেছো হয়ত অনেকেই এই সুযোগটা নিতে পারে। মানে যা মনে আসে বলে যাবে।
আমার সমস্যা নেই আপু। এই ব্যাপারে আমার ধৈর্য্য ব্যাপক লেভেলের। আর আমার কাছে মনে হয় আমার সেন্স অব হিউমার অত্যধিক। তাই সব কিছুতেই ফান খুজে পাই, সব কিছুকেই ফানি মনে হয়।
৬| ০৩ রা জুন, ২০২৫ রাত ১০:০৬
শায়মা বলেছেন: গুড
ভেরী গুড!!!
এন্ড গুড লাক!
৭| ০৫ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: বাহ বেশতো , চালিয়ে যান আমি আছি ।
০৫ ই জুন, ২০২৫ দুপুর ১:৩২
আধুনিক চিন্তাবিদ বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি এই পথ চলায় আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবো।
৮| ০৬ ই জুন, ২০২৫ ভোর ৫:২৩
মিরোরডডল বলেছেন:
অনেক ব্লগার আছে মন্তব্য নিজের পক্ষে না গেলে ডিলিট করে দেয়।
শুধু প্রশংসা নিতে পারে, সমালোচনা নিতে পারে না।
০৬ ই জুন, ২০২৫ ভোর ৬:১০
আধুনিক চিন্তাবিদ বলেছেন: হুম...ঠিকই বলেছেন। আমি এমন ব্লগারকে দেখেছি।
আবার এমন ব্লগারকেও দেখেছি যার বিরুদ্ধে পোস্ট দেওয়ায় কষ্টে, অভিমানে সব পোস্ট ড্রাফট করে ফেলে! অথচ কষ্ট শুধু সেই ব্লগার একা পায় নাই। আমার মত তার অগনিত শুভাকাঙ্ক্ষীরাও পেয়েছিল। কত ইচ্ছা ছিল এক এক করে সেই ব্লগারের পোস্টগুলো পড়বো। অথচ এখন আর পোস্টগুলো পাই না।
যদি সম্ভব হয় ব্লগারটাকে বলে দেইখেন যে পোস্টগুলো আবার দেওয়া সম্ভব হবে কি না। আর পারলে যেন আবারও নতুন নতুন পোস্ট লেখে। কারণ তার পোস্ট আমি অনেক মিস করি।
৯| ০৬ ই জুন, ২০২৫ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
০৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৫২
আধুনিক চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে এই পথচলায় কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু দুষ্টুমি বেশি করি। বড় ভাই হিসেবে একটু সহ্য করে নিয়েন।
১০| ০৭ ই জুন, ২০২৫ রাত ১০:২৪
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: আবার এমন ব্লগারকেও দেখেছি যার বিরুদ্ধে পোস্ট দেওয়ায় কষ্টে, অভিমানে সব পোস্ট ড্রাফট করে ফেলে!
পুপা, আমি না একদম ভনিতা করতে পারিনা, তাই সরাসরি লিখছি।
আমার বিরুদ্ধে কেউ যদি পোষ্ট দেয় বা কমেন্ট করে সেটা নিয়ে আমি ভাবি না।
গতবছরও কেউ একজন অভিযোগ জানিয়ে পোষ্ট দিয়েছে, ইভেন কয়েকমাস আগেও এই সেদিনের কথা, এক ব্লগার খুব নেগেটিভ পোষ্ট দিয়েছে আমাকে নিয়ে, কিন্তু আমার কিন্তু এগুলো নিয়ে কোন মাথাব্যথা নেই।
ভিন্নমত থাকতেই পারে, বরং সেটা থেকে নিজের কোন ভুল আছে কিনা বোঝার ট্রাই করি।
কিন্তু সেই ঘটনা ছিলো খুব বিব্রতকর কারণ যার কাছ থেকে এসেছিলো, সে ছিলো আমার কাছের একজন ব্লগবন্ধু। তাই খুব অপ্রত্যাশিত এবং কষ্টদায়ক ছিলো। কিন্তু আমি অভিমানে সব পোষ্ট ড্রাফট করিনি, একটা রিয়ালাইজেশন থেকে করিছি। আসলে আমি লেখালেখির মানুষ না, কখনও কবিতা গল্প বা ফিচার লিখিনি। আমার পোষ্টগুলো ছিলো জীবন থেকে নেয়া কিছু টুকরো ঘটনা, অথবা গান অর ফান শেয়ার করা।
আমি মুলত ব্লগে আসি পাঠক হিসেবে। পড়তে ভালো লাগে। সব সময় হয়ে উঠেনা কিন্তু মাঝে মাঝে কমেন্ট করি।
স্পেয়ার টাইম ব্লগে কাটাতাম কিছু ব্লগবন্ধুদের সাথে আড্ডা দিয়ে। সেই বন্ধুরা এখন আর নেই। তাই আর আগের মতো আসা হয়না।
If I am being honest, I miss those days.
২০২০ থেকে ২০২৩ রাতের পর রাত ব্লগে আড্ডা দিয়েছি, অনেক খুনসুটি।
ব্লগারদের আমার এতো কাছের আর আপন মনে হতো!
সময়ের সাথে বুঝতে পেরেছি আসলে এখানে অনলাইন প্ল্যাটফর্মে কেউ কারো ফ্রেন্ড না, সময়ের সাথে রূপ বদলায়, তখন অহেতুক কষ্ট পেতে হয়। তাই এটাই ভালো মাঝে মাঝে ঘুরে যাই, আফটার অল প্রিয় জায়গা বলে কথা।
এখন নাই বা থাক, এক সময়ের কিছু গুড মেমরিজ তো আছে!!!
ভালো থাকবে পুপা।
ফান পোষ্ট করবে যেনো মন খুলে হাসতে পারি।
০৮ ই জুন, ২০২৫ দুপুর ১:১৬
আধুনিক চিন্তাবিদ বলেছেন: আপনি বলেছেনঃ ভালো থাকবে পুপা।
ফান পোষ্ট করবে যেনো মন খুলে হাসতে পারি।
চেষ্টা করবো সবাইকে নিয়ে হাসি আনন্দে মেতে থাকতে। তবে আপনিও পারেন জীবনের ঘটে যাওয়া বিভন্ন ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, যেন আমরাও একটু বিনোদন নিতে পারি।
তবে পুপা বলতে কি বুঝিয়েছেন তা বুঝি নাই
১১| ০৯ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৫২
মিরোরডডল বলেছেন:
তবে পুপা বলতে কি বুঝিয়েছেন তা বুঝি নাই
I don't think so.
I think you know very well পুপা মানে পুরান পাপী
১২ ই জুন, ২০২৫ রাত ১০:৪৪
আধুনিক চিন্তাবিদ বলেছেন: ওহ....পুরান পাপী!!!
আমি আসলেই এর মানে জানতাম না। হয়তো অতটাও পুরানো নই
যাই হোক, বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
১২| ১৩ ই জুন, ২০২৫ সকাল ১০:০৫
Sulaiman hossain বলেছেন: আমার মতে আঘাত জনিত মন্ত্যব্য মুছে ফেলা ভাল,কারন এসব মন্তব্য যতবার দেখবেন ততবারই কাটা ঘয়ে নুনের ছিটা
১৩ ই জুন, ২০২৫ দুপুর ১২:০৬
আধুনিক চিন্তাবিদ বলেছেন: আসলে একেক জনের মানসিকতা, চিন্তা-ভাবনা একেক রকম হয়। দিনশেষে যে যেইভাবে ভালো থাকে সেই পথই বেছে নেয়।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২৫ বিকাল ৪:৪২
জ্যাক স্মিথ বলেছেন: সামহয়্যারইন ব্লগ নেটওয়ার্কে আপনাকে সুস্বাগতম।
শুভ হোক পথ চলা।