![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর হউক এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ। মানব হউক মানবিক।আমি সাধারণ অর্ধেক শিক্ষিত মানুষ, কিছু নেই আমার পরিচয়। জীবনে চলার পথে শিখি অবস্থা দেখে বুঝি,আমার শখ লেখালেখি করা, তাই করতে চেষ্টা করি।
নন্দিনী
তুমি ভুলে গেছো তোমার বয়স, তোমার শারীরিক ক্ষমতা
তোমার বড় হওয়ার কথা,
তুমিতো একটু একটু করে বেড়ে উঠছো শারীরিক ভাবে
নানা উপসর্গ নিয়ে
তোমার ছাতিতে যে দিন দিন স্তুপ হচ্ছে মাংসে
তুমি কি বুঝো কি হচ্ছে তোমার শরীরে,মননে।
ঠিক বুঝাচ্ছে যে তোমার পরিপক্কতার কথা,বুঝাচ্ছে তোমার বয়সের আবাস
বুঝাচ্ছে তোমার সতর্ক থাকার সংকেত!
নন্দিনী
আমি দ্বিধাদ্বন্ধে, খুব চিন্তিত তোমায় নিয়ে, কি করে রক্ষা করবো তোমায়!
সব সময় তোমার মতো কেউ না কেউ হচ্ছে ধর্ষিতা,মানুষ নামি হায়নাদের হাতে
আজো মিছিলে তোমার মত এক জনের দায় নিয়ে,
কি ভাবে রোধ করবো এই নির্মম অত্যাচার।
নন্দিনী
তুমি ভুলে গেছো তোমার বয়স, ভুলে গেছো তোমার পরিপূর্ণতার কথা
তুমি হয়ে গেছো এক পরিপক্ক পূর্ণবয়্স্ক রমণী
তুমি নেই সেই আগেকার মতো ছোট্টটি, তুমি বেড়ে গেছো প্রকৃতি গত ভাবে,
সৃষ্টির আপন মহিমায়,
তুমি এখন দেখবে অনেককে যারা বাসতে চাইবে ভালো, বলতে চাইবে অনেক কথা
তুমি বুঝবে সেই পশু রূপি মানুষদের আলাপচারিতা,তাদের ভাষা, দেখবে তাদের নিলজ্জ মুখাবয়ব
তারা তোমায় ভোগ করতে চাইবে সু কৌশলে সব সময়,তাদের নেই কোন জাত ধর্ম বর্ণ গোত্র
তুমি তোমরা থাকবে সর্বত্র সজাগ,তবে তোমরা থেকো রণাঙ্গনের সৈনিকের মতো প্রস্তুত,
বীরঙ্গনার সাহস নিয়ে।
নন্দিনী
তুমি জানোনা তুমি কি? কি এখন তোমার পরিচয়?
তুমি এখন পরিপূর্ণ যুবতী,এক আবেদনময় রমণী,তোমায় দেখে তাকায় সাধারণ অসাধারণ,
যতো কু রুচি সম্পূর্ণ মানুষরূপী হায়না,
যারা চায় শুধু কচি মাংসের স্বাদ,চায় সব সময় নতুন মাংসে আস্বাদন
চায় চিবিয়ে খেতে নারী
তুমিতো তাদের চোখের মনি, তারা তোমায় রাখবে চোখাচোখি।
নন্দিনী
তুমি থেকোনা অচেতন হয়ে,সাধারনের মতো, কারো ভোগের পণ্য হতে
তুমি থেকো প্রস্তুত যুদ্ধের সৈনিকের মতো যুদ্ধ জয়ের শক্তি নিয়ে
তুমি জানোনা অনেকে হারিয়েছে সম্ভ্রম অতীতে,
অতীতে অনেকে হয়েছে বীরাঙ্গনা তারা এখনো বেচে আছে,
আমাদের মাঝে আমাদের নিয়ে।
আমি চিন্তায় আছি নন্দিনী তোমায় নিয়ে, অনেকটা দুশ্চিন্তায়!
এর আগেও করেছি মিছিল তোমাদের মতো কারো না কারোর দায় নিয়ে।
সর্বস্বত্ব সংরক্ষিত। প্রথমকথা।
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫
প্রথমকথা বলেছেন:
প্রিয় বন্ধু
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
অশেষ ধন্যবাদ।
২| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭
মাধবী দেবনাথ বলেছেন: ক্যামন যেন ভয় আর আশঙ্কা লাগলো পড়তে গিয়ে
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৮
প্রথমকথা বলেছেন: প্রিয় মাধবী দেবনাথ দি
আশঙ্কার কিছু নেই, এ নিয়ে আমাদের জীবন, পথ চলা।
যতোটা ভয়কে এড়িয়ে চলা যায়! মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭
মাধবী দেবনাথ বলেছেন: ক্যামন যেন ভয় আর আশঙ্কা লাগলো পড়তে গিয়ে
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯
প্রথমকথা বলেছেন:
দি ভাই,
অনেক অনেক ধন্যবাদ,ভাল থাকবেন শুভ কামনা।
৪| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮
টাইম টিউনার বলেছেন: ভালো লাগলো।
২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩
প্রথমকথা বলেছেন:
ভালোলাগাতে পেরে ধন্য,মুগ্ধ। কবিতা পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
সমর দাশ বলেছেন: ভালো লাগলো
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬
প্রথমকথা বলেছেন:
প্রিয় দাদা
ভালোলাগাতে পেরে ধন্য, মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
অশেষ ধন্যবাদ।
৬| ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো লেগেছে।
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৮
প্রথমকথা বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।
৭| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭
চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লেগেছে।
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬
প্রথমকথা বলেছেন:
বিকেলের শুভ্রতা। খুব সুন্দর মন্তব্য করেছেন। অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ।
৮| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনে রাখার মত একটা কবিতা ।
অভিনন্দন কবি ।
৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৫
প্রথমকথা বলেছেন:
প্রিয় গিয়াস ভাই
কবিতা পাঠের জন্য ধন্য, আপনার মন্তব্যে আমি আবেগাপ্লুত হলাম। অশেষ ধন্যবাদ।
৯| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
সিগনেচার নসিব বলেছেন: বরাবরের মতই সুন্দর
তবে আপু আপনার কবিতা আমার কাছে
একটু অন্যরকম লাগে
একরাশ ভাল লাগা জানিয়ে দিলাম
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
প্রথমকথা বলেছেন:
খুব সুন্দর মন্তব্য করেছেন প্রিয় ভাই, আসলে আমি কবি নই তারপরও নতুন কিছু করতে চেষ্টা করি। হয়তো সেই জন্য আপনার কাছে ভাল লেগেছে। অশেষ ধন্যবাদ কবিতা পাঠে সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকবেন।
১০| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: কবিতায় বাস্তবতা ফুঁটে উঠেছে। ভালো লাগল।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
প্রথমকথা বলেছেন:
প্রিয় দাদা খুব সুন্দর বলেছেন, কবিতা পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। শুভ কামনা।
১১| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৯
ইন্দ্রনাথ বলেছেন: নি:সন্দেহে, ষ্টার মার্কের কবিতা।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০
প্রথমকথা বলেছেন:
প্রিয় দাদা আন্তরিক ধন্যবাদ,
স্টার মার্ক দেয়ার জন্য আপনাকে সাধুবাদ, তবে খুব বেশি হয়ে গেছে। অশেষ ধন্যবাদ।
১২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫০
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা সর্বদা।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২
প্রথমকথা বলেছেন:
শুভ্র বিকেল দাদা,
আপনাকে বিকেলের একরাশ শুভ্রতা। খুব সুন্দর মন্তব্য করেছেন। অশেষ ধন্যবাদ।
১৩| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর কবিতা।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
প্রথমকথা বলেছেন:
কল্লোল পথিক দাদা,
অসংখ্য ধন্যবাদ।
কবিতা পাঠের জন্য স্পেশাল থ্যাংকস। ভাললাগা জানবেন।
১৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১২
জেন রসি বলেছেন: চমৎকার!
++
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
প্রথমকথা বলেছেন:
প্রিয় জেন রেসি ভাই,
অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। অশেষ ধন্যবাদ।
১৫| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৪
shrminmila বলেছেন: ভাল লাগলো কবিতা পড়ে #
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
প্রথমকথা বলেছেন:
ভালো লাগাতে পেরে ধন্য , কবিতা পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ। অনেক ভালোলাগা।
১৬| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার হইসে।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
প্রথমকথা বলেছেন:
বঙ্গভুমির রঙ্গমেলা ভাই, অশেষ ধন্যবাদ। আপনার মন্তব্য খুব ভাল লাগল। ভাল থাকবেন।
১৭| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
কলিন রড্রিক বলেছেন: অনবদ্য!
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
প্রথমকথা বলেছেন: কলিন রড্রিক ভাই,
সত্যি বলছি খুব সুন্দর মন্তব্য করেছেন। অশেষ ধন্যবাদ।
১৮| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৫
শহিদুল ইসলাম সাজু বলেছেন: ভাল্লাগছে।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
প্রথমকথা বলেছেন:
ভালোলাগাতে পেরে ধন্য, কবিতা পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
আহমেদ জী এস বলেছেন: প্রথমকথা ,
এটা ঠিক কবিতা , না; কিছু কথামালা বুঝতে পারছিনে ।
তবে নারীর চিরন্তন ভয়টাকে নিয়ে আপনার ভয়টাও অমূলক নয় ।
শুভেচ্ছান্তে ।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
প্রথমকথা বলেছেন:
প্রিয় আহমেদ জী এস ভাই,
কবিতা কি না ঠিক জানিনা তবে মনের ভয় এবং অভিব্যক্তি গুলো শুধু উপস্থাপন করেছি মাত্র আপনি ঠিক ধরেছেন,
আমি কবি নই। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
২০| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন:
খুব সুন্দর কবিতা। খুব ভাল লাগল।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২১
প্রথমকথা বলেছেন:
প্রিয় কবি দাদা, অনেক দিন পর দেখলাম, কবিতা পাঠের জন্য ধন্যবাদ।
২১| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
তৃতীয় পক্ষ বলেছেন:
অনবদ্য কবিতা। ভীষণ ভাল লেগেছে।
০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২
প্রথমকথা বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ তৃতীয় পক্ষ ভাই। ভাললাগা জানবেন।
২২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৫
আহমেদ জী এস বলেছেন: প্রথমকথা ,
যদিও মহরথীদের কথায় আছে , " সবাই কবি নয়, কেউ কেউ কবি " ।
আমি কিন্তু বলি , সব মানুষের ভেতরেই একটা "কবি" বাস করে । কেবল মনের কথাটিই খানিকটা তাল, লয় , ছন্দ সহ পরিবেশন করলেই একটা কবিতা হয়ে যেতে পারে ।
শুভেচ্ছান্তে ।
০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:১০
প্রথমকথা বলেছেন:
খুব ভাল লাগলো প্রিয় ভাই,
খুব সুন্দর মন্তব্য করেছেন, ভাললাগা জানবেন।
২৩| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: নন্দিনীর জন্য আপনার উৎকন্ঠা বোধগম্য। তবে সেটা নন্দিনীর কাছে প্রকাশ করতে গিয়ে পুরুষের পশুরূপী, হায়েনারূপী, প্রবৃত্তিপ্রবণ, মাংসাশী এসব নেতিবাচক কথা বেশী বলা হয়েছে। পাশাপাশি পুরুষের নান্দনিক উৎকর্ষতার কথাও কিছু বলে নন্দিনীকে সেটা সন্ধানের পরামর্শ দেয়া যেতো।
এর আগেও করেছি মিছিল তোমাদের মতো কেউ না কেউর দায় নিয়ে - এ পংক্তিটিতে কেউ না কেউর কথাগুলোর পরিবর্তে কারো না কারো লিখলে বোধহয় আরেকটু শ্রুতিমধুর হতো।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫
প্রথমকথা বলেছেন:
প্রিয় কবি খায়রুল আহসান ভাই,
প্রথমে লেখাটা শুদ্ধ করে দেয়ার জন্য ধন্যবাদ, আপনি খুব মনযোগ দিয়ে পড়েছেন তার জন্য প্রীত হলাম। পুরুষকে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছি এ জন্য যে, যাতে করে তাদের মধ্যে কিছুটা হলেও সুস্থ্য মানুষ হতে উৎসাহ যোগায়। কারণ ধর্ষিতা হয় শুধু নারী, পুরুষ নয়। অনেক বেশি পুরুষকে আক্রমন করার জন্য দুঃখিত। আশা করি ক্ষমা করবেন। কবিতা পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৪| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৩
মানুষ আজি০৯ বলেছেন: বেশ লেখা । খুব ভালো লাগলো ।
০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪
প্রথমকথা বলেছেন:
প্রিয় ভাই
ভাললাগাতে পেরে ধন্য, খুব সুন্দর মন্তব্য করেছেন। অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে